Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 9:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কিন্তু শিবিরের অভ্যন্তরে বৎসরে একবার মাত্র প্রধান পুরোহিত একাই প্রবেশ করতেন। তিনিও বলির রক্ত সঙ্গে না নিয়ে প্রবেশ করতে পারতেন না। এই রক্ত তিনি নিজের এবং জাতির অজ্ঞতাজনিত পাপের প্রাযশ্চিত্তের জন্য উৎসর্গ করতেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কিন্তু তাঁবুর দ্বিতীয় অংশে বছরের মধ্যে এক বার মহা-ইমাম একাকী প্রবেশ করতেন; তিনি আবার রক্ত ছাড়া প্রবেশ করতেন না, সেই রক্ত তিনি নিজের জন্য ও লোকেরা না জেনে যে সব গুনাহ্‌ করেছে তার জন্য কোরবানী করতেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 কিন্তু কেবলমাত্র মহাযাজকই বছরে শুধুমাত্র একবার ভিতরের কক্ষে প্রবেশ করতেন এবং কখনও রক্ত ছাড়া প্রবেশ করতেন না। সেই রক্ত তিনি নিজের ও লোকেদের অজ্ঞতায় করা পাপের প্রায়শ্চিত্তের জন্য উৎসর্গ করতেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কিন্তু দ্বিতীয় তাম্বুতে বৎসরের মধ্যে এক বার মহাযাজক একাকী প্রবেশ করেন; তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না, সেই রক্ত তিনি আপনার নিমিত্ত ও প্রজা লোকদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 কিন্তু মহাযাজক দ্বিতীয় কক্ষে কেবল একা বছরে একবার প্রবেশ করতেন; তিনি আবার রক্ত না নিয়ে প্রবেশ করতেন না। সেই রক্ত তিনি নিজের জন্য ও লোকদের দোষ-ত্রুটি ও অনিচ্ছাকৃত পাপের মার্জনার জন্য উৎসর্গ করতেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কিন্তু দ্বিতীয় তাঁবুতে বছরের মধ্যে একবার মহাযাজক একা প্রবেশ করেন; তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না, সেই রক্ত তিনি নিজের জন্য ও প্রজালোকদের অনিচ্ছাকৃত পাপের জন্য উৎসর্গ করেন।

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 9:7
23 ক্রস রেফারেন্স  

ইসরায়েলীদের কৃত সকল পাপের জন্য বছরে একবার প্রায়শ্চিত্ত করার এই বিধি হবে চিরস্থায়ী। মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশমতই সব কাজ করলেন।


তুমি যে মূল্য ধার্য করে দেবে সে তা দিয়ে পশু পাল থেকে নিখুঁত একটি মেষ সংগ্রহ করে প্রায়শ্চিত্তের বলিস্বরূপ পুরোহিতের কাছে নিয়ে যাবে। সে অজ্ঞতাবশতঃ যে দোষ করেছে পুরোহিত তার প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে পাপের ক্ষমা পাবে।


অন্যান্য পুরোহিতদের মত তাঁকে প্রতিদিন নিজের ও জাতির পাপের জন্য বলি উৎসর্গ করতে হয় না। কারণ তিনি নিজেকে একবার বলিরূপে উৎসর্গ করে চিরকালের জন্য সেই কার্য সম্পন্ন করেছেন।


বছরে একবার হারোণ বেদীর শৃঙ্গে প্রায়শ্চিত্ত বলির রক্ত লেপন করে বেদীকে শুচি করবে। বার্ষিক প্রায়শ্চিত্ত বলির রক্ত দিয়ে সে বেদী শোধন করবে । প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত এই বেদী মহাপবিত্র।


আমার প্রজারা পরামর্শ চায় কাষ্ঠখণ্ডের কাছে, প্রতীকী বস্তু তাদের দৈব-নির্দেশ দেয়। কারণ স্বেচ্ছাচারী আত্মার প্রভাবেই তারা বিপথগামী, তাদের ঈশ্বরকে পরিত্যাগ করে তাই তারা লিপ্ত হয়েছে ব্যভিচারে।


নবী ও পুরোহিতেরা পর্যন্ত এত বেশি মাত্রায় সুরাপান করে যে তাদের পা টলে যায়, ভাল করে চলতে পারে না। বুদ্ধিতে তাদের জড়তা এসে যায়, তারা হতবুদ্ধি হয়ে পড়ে। নবীরা এত বেশী মাত্রায় সুরাপান করে যে তাদের মধ্যে জড়তা এসে যায়, ঈশ্বর প্রেরিত দর্শনের অর্থ উপলব্ধি করতে পারে না। পুরোহিতেরা অত্যধিক মাত্রায় সুরাপানে মত্ত হওয়ার ফলে তাদের কাছে বিচার নিষ্পত্তির জন্য কোন বিষয় এলে, তার যথাযথ সিদ্ধান্ত তারা নিতে পারে না।


যারা এই লোকদের পরিচালনা করে, তারা তাদের ভ্রান্তপথে নিয়ে যায় এবং সম্পূর্ণভাবে বিভ্রান্ত করে।


ঋণদাতারা আমার প্রজাদের পীড়ন করে, তাদের পাওনাদারেরা তাদের ঠকায়। হে আমার প্রজাবৃন্দ, তোমাদের নেতারা তোমাদের বিভ্রান্ত করার জন্য বিপথে নিয়ে যাচ্ছে।


কিন্তু ঐসব বলি বছরের পর বছর পাপের কথা স্মরণ করিয়ে দেয়,


তখন দ্রুতগামী লোকদের পলায়নের পথ থাকবে না, বলবান হবে হীনবল, বীরপুরুষেরা আত্মরক্ষায় হবে অসমর্থ।


তাই, আমি অপ্রত্যাশিতভাবে একটির পর একটি আঘাত হেনে তাদের আতঙ্কগ্রস্ত করে তুলব। যারা জ্ঞানবান তারা মূর্খে পরিণত হবে, তাদের বুদ্ধি বিবেচনা ব্যর্থ হয়ে যাবে।


চল্লিশ বছর ধরে এই প্রজন্মের উপর ছিল আমার তীব্র অসন্তোষ, আমি বলেছিলাম: এদের চিত্ত বিভ্রান্ত। এরা জানে না আমার পথ।


নিজের অজান্তে মানুষ যে ভুল করে, সে কি বোঝে সেই ভুলের কথা? তুমি মার্জনা কর আমার সেই গোপন পাপ!


প্রভু পরমেশ্বর যে সমস্ত জাতিকে ইসরায়েলীদের কনান দেশের দিকে অগ্রসর হবার সঙ্গে সঙ্গে বিতাড়িত করেছিলেন সেই সমস্ত জাতির চেয়েও আরও বেশি জঘন্য পাপ করেছিল যিহুদীয়ার মানুষ মনঃশির পরিচালনায়।


কিন্তু পরম ঈশ্বর প্রভু এতে উজজাহ্-এর উপর খুব রেগে গেলেন (কারণ তাঁর প্রতি অভক্তি প্রকাশ করা হয়েছে।) এই দোষের জন্য ঈশ্বর তাকে আঘাত করলেন। সে চুক্তি সিন্দুকের পাশে পড়ে মারা গেল।


সমগ্র ইসরায়েলী সমাজের পক্ষে পুরোহিত যখন প্রায়শ্চিত্ত করবে,তখন তাদের ক্ষমা করা হবে, কারণ ভুলবশতঃ এই ঘটনা ঘটেছিল এবং অনিচ্ছাকৃত এই অপরাধের জন্য তারা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাদের হোম-নৈবেদ্য ও প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেছে।


তাদের বুদ্ধি আচ্ছন্ন, হৃদয় অনমনীয়, অন্তর অজ্ঞতায় পূর্ণ, তাই তারা ঈশ্বর-প্রদত্ত জীবন থেকে বিচ্ছিন্ন।


এই প্রত্যাশাই আমাদের অবলম্বন, সুদৃঢ় ও নিরাপদ নোঙ্গরের মত আমাদের জীবনকে ধারণ করে আছে। এই প্রত্যাশা যবনিকার অন্তরাল ভেদ করে ঈশ্বরের মন্দিরের মহাপবিত্র স্থানে প্রবেশ করে,


দ্বিতীয় পর্দার পিছনে আর একটি শিবির ছিল, এই অংশটিকে বলা হত মহাপবিত্র স্থান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন