ইব্রীয় 9:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)21 তিনি একইভাবে শিবিরের উপর এবং উপাসনা অনুষ্ঠানে ব্যবহার্য সব পাত্রের উপর সেই রক্ত ছিটিয়ে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর তিনি তাঁবুতে ও সেবাকাজের সমস্ত সামগ্রীতেও সেভাবে রক্ত ছিটিয়ে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 একইভাবে তিনি সেই সমাগম তাঁবু ও তার বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত দ্রব্যসামগ্রীর উপরে রক্ত ছিটিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর তিনি তাম্বুতে ও সেবাকার্য্যের সমস্ত সামগ্রীতেও সেইরূপে রক্ত ছিটাইয়া দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 আর সেইভাবে মোশি পবিত্র তাঁবু ও উপাসনা সংক্রান্ত সব জিনিসের ওপর রক্ত ছিটিয়ে দিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 আর তিনি তাঁবুতে ও সেবা কাজের সমস্ত জিনিসেও সেইভাবে রক্ত ছিটিয়ে দিলেন। অধ্যায় দেখুন |