Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 8:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 আমি মিশর থেকে তাদের পূর্বপুরুষদের উদ্ধার করে আনার সময়, হাত ধরে তাদের পরিচালনা করার সময় তাদের সঙ্গে যে সন্ধিচুক্তি স্থাপন করেছিলাম, এ চুক্তি তার মত হবে না। তারা আমার সঙ্গে চুক্তির শর্ত মানল না তাই আমি তাদের পরিত্যাগ করলাম’ —প্রভু পরমেশ্বর বলেছেন এ কথা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 সেই নিয়ম অনুসারে নয়, যা আমি সেদিন তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলাম, যেদিন মিসর দেশ থেকে তাদেরকে বের করে আনবার জন্য তাদের হাত ধরেছিলাম; কেননা তারা আমার নিয়মে স্থির রইলো না, আর আমিও তাদের প্রতি অবহেলা করলাম, প্রভু এই কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপন করা নিয়মের মতো হবে না, যখন আমি তাদের হাত ধরে মিশর থেকে বের করে এনেছিলাম, কারণ তারা আমার সন্ধিচুক্তির প্রতি বিশ্বস্ত ছিল না, আর আমি তাদের প্রতি বিমুখ হয়েছিলাম, প্রভু একথা বলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 সেই নিয়মানুসারে নয়, যাহা আমি সেই দিন তাহাদের পিতৃগণের সহিত করিয়াছিলাম, যে দিন মিসর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্ত গ্রহণ করিয়াছিলাম; কেননা তাহারা আমার নিয়মে স্থির রহিল না, আর আমিও তাহাদের প্রতি অবহেলা করিলাম, ইহা প্রভু বলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সেই চুক্তি অনুসারে নয় যা আমি তাদের পিতৃপুরুষদের সঙ্গে এর আগে করেছিলাম, যেদিন আমি তাদের হাত ধরে মিশর দেশ থেকে বাইরে নিয়ে এসেছিলাম। আমার সঙ্গে তাদের যে চুক্তি হয়েছিল তাতে তাদের বিশ্বাস ছিল না; আর তাই আমি তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম, একথা প্রভু বলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সেই নিয়মানুসারে না, যা আমি সেই দিন তাদের পিতৃপুরুষদের সাথে করেছিলাম, যে দিন মিশর দেশ থেকে তাদেরকে হাত ধরে বের করে এনেছিলাম; কারণ তারা আমার নিয়মে স্থির থাকল না, আর আমিও তাদের প্রতি অবহেলা করলাম, একথা প্রভু বলেন।

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 8:9
44 ক্রস রেফারেন্স  

এই সন্ধিচুক্তি পুরাতন সন্ধিচুক্তির মত নয়, যা আমি স্থাপন করেছিলাম তাদের পূর্বপুরুষদের মিশর থেকে হাত ধরে বার করে আনার সময়। যদিও আমি তাদের প্রভু ছিলাম, তারা কিন্তু সেই সন্ধিচুক্তি ভঙ্গ করেছিল।


এর একটা রূপক অর্থ আছেঃ এই নারীরা হল দুটি চু্ক্তির প্রতীক। একটি সিনাই পর্বতে হাগারের সঙ্গে সম্পাদিত। দাসত্বে আবদ্ধ করাই ছিল সেই চুক্তির উদ্দেশ্য।


যীশু অন্ধ লোকটিকে হাত ধরে গ্রামের বাইরে নিয়ে এলেন। তারপর তার চোখে থুতু দিয়ে হাত বুলিয়ে বললেন, তুমি কী দেখতে পাচ্ছ?


তাহলে দেখ, প্রভু কিভাবে তোমাকে শাস্তি দেন, তুমি অন্ধ হয়ে যাবে এবং কিছুদিন সূর্যের আলো দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে কুয়াশা আর অন্ধকারে নেমে এল তার চোখে। তার হাত ধরে যেন কেউ তাকে নিয়ে যায়, সেইজন্য সে হাতড়ে বেড়াতে লাগল।


শৌল মাটি থেকে উঠে চোখ খুলে তাকালেন কিন্তু কিছু দেখতে পেলেন না। তখন তারা তাঁকে হাত ধরে দামাস্কাসে নিয়ে গেল।


আর একটি কথা হচ্ছে এই যে, তোমরা কান্নাকাটি কর, বিলাপ কর, চোখের জলে পরমেশ্বরের বেদী ভিজিয়ে দাও কারণ তিনি আর তোমাদের নৈবেদ্যের প্রতি ভ্রূক্ষেপ করেন না কিম্বা তোমাদের দেওয়া উপহার প্রসন্ন চিত্তে গ্রহণ করেন না।


আমার উদ্দেশে তোমরা হোম ও নৈবেদ্যউৎসর্গ করলে আমি সেই হোম নৈবেদ্য গ্রাহ্য করব না, তোমাদের স্বস্ত্যয়ন বলির হৃষ্টপুষ্ট পশুগুলির দিকে আমি ফিরেও তাকাব না।


সর্বাধিপতি প্রভু বলেন, যেমনটি তুমি করেছ, আমার কাছ থেকে ঠিক তেমন ব্যবহারই পাবে। কারণ তুমি প্রতিশ্রুতি তুচ্ছ করেছ, চুক্তি ভঙ্গ করেছ।


আর একদিন আমি আবার সেখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম, তুমি বিবাহযোগ্যা হয়েছ। আমি আমার বসনে আবৃত করলাম তোমার বিবসনা দেহ বল্লরী। আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। পরিণয়-ডোরে আবদ্ধ হলাম তোমার সঙ্গে। তুমি হলে আমার একান্ত আপন। —এ কথা বলেছেন সর্বাধিপতি প্রভু।


সকল দুঃখ যন্ত্রণা থেকে। কোন দূত নয়, স্বয়ং প্রভু পরমেশ্বরই উদ্ধার করলেন তাদের। তিনি তাঁর প্রেম ও করুণায় তাদের মুক্ত করলেন। অতীতে তিনি সর্বদা তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন, যত্ন নিতেন, নিয়ে যেতেন কোলে তুলে,


মেষপালক যেমন মেষশাবকদের একত্র করে কোলে তুলে নেয় নিয়ে যায় ধীরে মেষ জননীদের ঠিক তেমনি, প্রভু পরমেশ্বর যত্ন নেবেন তাঁর প্রজাবৃন্দের।


মরুপথ বেয়ে কে আসে ঐ বাহুতে লগ্নবাহু প্রিয়া যে তার? জাগিয়েছিলাম তোমায় আমি সেই আপেলের তরুতলে, নিয়েছিলে জন্ম যেথা তুমি জননীর কোলে। আমাকে দিয়ে, শুধু আমাকে দিয়ে


তিনি মুক্ত করে আনলেন তাঁর মনোনীত প্রজাবৃন্দকে, মুখর হয়ে উঠল তারা আনন্দসঙ্গীতে।


তারা তাঁর প্রতি বিমুখ হল, তাদের পিতৃপুরুষদের মতই করল বিশ্বাসঘাতকতা, তারা হয়ে উঠল ঈশ্বরের উদ্দেশ্য সাধনের অযোগ্য, অপদার্থ।


মোশি ও হারোণের নেতৃত্বে মেষপালের মত পরিচালনা করেছিলে তুমি তোমার প্রজাদের।


জেন, ঈশ্বর কখনও নির্দোষ ব্যক্তিকে পরিত্যাগ করবেন না, দুরাচারদেরও সাহায্য করবেন না কখনও।


লোকে তখন বলবে এদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর মিশর থেকে তাদের উদ্ধার করে আনার পর তাদের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন করেছিলেন, সেই সম্বন্ধের শর্ত এরা অমান্য করেছিল, তার ফলে এই অবস্থা।


এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে আজ যে সম্বন্ধের শর্ত স্থির করতে চলেছেন তোমরা শপথ করে তা গ্রহণ করতে রাজী আছ।


মোয়াব দেশে থাকতে ইসরায়েলীদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে প্রভু পরমেশ্বর মোশিকে যে সব নির্দেশ দিয়েছিলেন সেগুলি ছাড়াও সিনাই পর্বতে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন করেছিলেন, এ হল তারই বয়ান।


প্রভু পরমেশ্বর বললেন, আমি তোমাদের সঙ্গে এক সম্বন্ধ স্থাপন করব। তোমার জাতির দৃষ্টিগোচরে আমি এমন সব অলৌকিক কাজ করব, যা সারা পৃথিবীতে কিম্বা কোন জাতির সাক্ষাতে কখনও সাধিত হয় নি। তোমাদের চতুর্দিকে যে সব জাতি রয়েছে তারা আমার এই কীর্তি দেখবে। তোমাদের পক্ষ হয়ে আমি ভয়াবহ সব কার্য সম্পাদন করব।


প্রভু পরমেশ্বর তাঁর প্রতি দয়াপরবশ হওয়ার জন্য সেই ব্যক্তিরা তখন তাঁর এবং তাঁর স্ত্রী ও কন্যা দুটির হাত ধরে নগরের বাইরে নিয়ে গেলেন।


আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি তোমায় দান করব শক্তি তুমি ভয় করো না, আমার সর্বজয়ী শক্তি তোমার সহায়।


লেশমাত্র মমতাও নেই প্রভু পরমেশ্বরের মনে, তিনি স্বয়ং তাদের দিয়েছেন ছড়িয়ে ছিটিয়ে, এমন কি যাজক ও নেতৃবৃন্দও পায়নি সম্মান।


পথ প্রদর্শক তোমার কেউ নেই, কেউ নেই তোমার স্বজাতির মাঝে, তোমার হাত ধরে তোমায় নিয়ে যাবে এমন কেউ নেই তোমার।


এই অল্প সময়ের মধ্যেই তারা আমার নির্দেশিত পথ থেকে ভ্রষ্ট হয়েছে। তারা ছাঁচে ঢালাই করে একটি গোবৎসের প্রতিমূর্তি নির্মাণ করে পূজা করেছে ও তার কাছে বলি উৎসর্গ করেছে। তারা বলেছে, হে ইসরায়েলকুল! ইনিই হচ্ছেন তোমাদের দেবতা যিনি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন।


তিনি মিশর দেশে, লোহিত সাগরে ও জনহীন প্রানতের চল্লিশ বৎসর ধরে নানা অলৌকিক কীর্তি সম্পাদন করে সেখান থেকে তাদের উদ্ধার করে আনলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন