ইব্রীয় 7:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)22 সুতরাং যীশু যে সম্বন্ধ স্থাপনের নিশ্চয়তা দান করেছেন তা কত মহত্তর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 অতএব এই শপথের কারণে ঈসা আরও উৎকৃষ্টতর নিয়মের জামিন হয়েছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 এই শপথের জন্য যীশু এক উৎকৃষ্টতর নিয়মের প্রতিভূ হয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 অতএব যীশু এইরূপ মহৎ বিষয়েও উৎকৃষ্টতর নিয়মের প্রতিভূ হইয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 এই শপথের কারণে যীশু ঈশ্বরের সঙ্গে মানুষের উত্কৃষ্টতর এক চুক্তির জামিনদার হয়েছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 অতএব যীশু এই কারণে নতুন নিয়মের জামিনদার হয়েছেন। অধ্যায় দেখুন |
মেষপালের মহান পালক আমাদের প্রভু যীশুকে ঈশ্বর মৃতলোক থেকে ফিরিয়ে এনেছেন। তাঁর সিঞ্চিত রক্তের গুণে চিরস্থায়ী সন্ধি স্থাপিত হয়েছে। শান্তিদাতা ঈশ্বর তাঁর ইচ্ছা সাধনের উদ্দেশ্যে সর্বপ্রকার সদ্গুণে তোমাদের বিভূষিত করুন। যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের তিনি তাঁর মনোমত করে গড়ে নিন। যুগে যুগে তাঁরই মহিমা হোক। আমেন।