Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 5:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 পুত্র হওয়া সত্ত্বেও তিনি দুঃখদহনের মধ্যে দিয়েই বাধ্যতার অভিজ্ঞতা লাভ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 যদিও তিনি আল্লাহ্‌র পুত্র ছিলেন, তবুও দুঃখভোগের মধ্য দিয়ে বাধ্যতা শিক্ষা করেছিলেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 পুত্র হয়েও তিনি কষ্টযন্ত্রণা ভোগ করলেন ও তার মাধ্যমে বাধ্য হওয়ার শিক্ষা লাভ করলেন

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখভোগ করিয়াছিলেন, তদ্দ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 যীশু ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও দুঃখভোগ করেছিলেন ও দুঃখভোগের মধ্য দিয়ে বাধ্যতা শিখেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 যদিও তিনি পুত্র ছিলেন, যে সব দুঃখভোগ করেছিলেন, তা থেকে তিনি বাধ্যতা শিখেছিলেন।

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 5:8
13 ক্রস রেফারেন্স  

মানুষেরর আকারে আবির্ভূত হয়ে তিনি নিজেকে অবনমিত করলেন। একান্ত বাধ্যতায় মৃত্যু —এমনকি ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন।


যীশু তাঁদের বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর ইচ্ছা পালন করা ও তাঁর কাজ সমাধা করাই হচ্ছে আমার আহার্য।


আমি যেমন আমার পিতার আদেশ পালন করি তাঁর প্রেমে স্থিতিলাভ করেছি তেমনি তোমরাও আমার আদেশ পালন করে আমার প্রেমে স্থিতপ্রতিষ্ঠ হও।


স্বর্গ থেকে আমার আগমন আমার নিজের ইচ্ছাসিদ্ধির জন্য নয় কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই ইচ্ছা পূরণের জন্য।


কিন্তু খ্রীষ্ট ঈশ্বরের পুত্ররূপে ঈশ্বরের গৃহের কর্তা। আমরা যদি তাঁর উপর পূর্ণ আস্থা রাখতে পারি এবং নির্ভয়ে সুনিশ্চিত আশার লক্ষ্যে স্থির থাকতে পারি, তাহলে আমরা তাঁর গৃহের পরিজন হব।


কিন্তু পুত্র সম্পর্কে লেখা হয়েছে: “হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী, তোমার রাজদণ্ড ন্যায়ের দণ্ড।


ঈশ্বর কোন স্বর্গদূতকে কখনও বলেননি, ‘তুমি আমার পুত্র, আজই তোমার জন্ম দিলাম আমি’ কিম্বা ‘আমি হব তার পিতার এবং সে হবে আমার পুত্র’।


কিন্তু যীশু তাঁকে বললেন, এখন এ রকম হওয়াই সঙ্গত। কারণ এভাবেই ঈশ্বরের বিধান আমাদের পালন করতে হবে। যোহন তখন সম্মত হলেন।


কিন্তু এই শেষ যুগে তিনি তাঁর পুত্রের মাধ্যমে আমাদের কাছে তাঁর বক্তব্য প্রকাশ করেছেন। পুত্রকেই তিনি সব কিছুর উত্তরাধিকারী নিযুক্ত করেছেন এবং তাঁর দ্বারাই তিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন।


অথচ তাঁর এ আঘাত আমাদেরই পাপের ফল, প্রহারিত তিনি আমাদের অপরাধে। তাঁর এ যন্ত্রণাভোগে আমরা লাভ করলাম আরোগ্য, আমাদের হয়ে তাঁর প্রচণ্ড আঘাত গ্রহণে আমরা হলাম পরিশুদ্ধ, লাভ করলাম পূর্ণতা।


কেউ আমার জীবন আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না, আমি স্বেচ্ছায় এ জীবন বিসর্জন দিচ্ছি। জীবনদান করার অধিকার আমার আছে এবং আবার ফিরে পাবার অধিকারও আমার রয়েছে। পিতার কাছ থেকেই এই অধিকার আমি পেয়েছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন