Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 5:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 দুগ্ধপোষ্য শিশু পাপ-পুণ্যের বিচার করতে জানে না,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 কেননা যে দুগ্ধপোষ্য, সে তো ধার্মিকতার শিক্ষায় অভ্যস্ত নয়; কারণ সে শিশু।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 যে দুধ খেয়ে বেঁচে থাকে সে এখনও শিশু, ধার্মিকতা বিষয়ের শিক্ষা সম্পর্কে তার কোনো পরিচয় নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 কেননা যে দুগ্ধপোষ্য, সে ত ধার্ম্মিকতার বাক্যে অভ্যস্ত নয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 যার দুধের প্রয়োজন সে তো শিশু। সেই ব্যক্তির ধার্মিকতার বিষয়ে যে শিক্ষা আছে সে সম্পর্কে কোন অভিজ্ঞতা নেই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 কারণ যে শুধু দুধ পান করে, তার তো ধার্মিকতার সহভাগীতার বিষয়ে অভিজ্ঞতা নেই; কারণ সে এখনও শিশু।

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 5:13
15 ক্রস রেফারেন্স  

নবজাত শিশুর মত তোমরাও বিশুদ্ধ পারমার্থিক দুগ্ধের জন্য তৃষিত হও। এতেই তোমরা পুষ্টিলাভ করে পরিত্রাণ পাবে।


বন্ধুগণ, তোমাদের চিন্তাভাবনা যেন শিশুসুলভ না হয়। মন্দ বিষয়ে তোমরা শিশুর মত অজ্ঞ হও, কিন্তু তোমাদের ধ্যান ধারণা পরিণত মানুষের মত হোক।


সমগ্র শাস্ত্রই ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত এবং শিক্ষাদানের উপযোগী। এর দ্বারা সব দোষ দেখানো যায়, তেমনি ভুল সংশোধন করে মানুষকে ধর্মপথে পরিচালিত করা যায়।


লোকে আমার বিরুদ্ধে অভিযোগ করে। বলে, ও কাকে শিক্ষা দেবে? কে ওর কাছে জ্ঞান নেবে? একমাত্র ছোট শিশুই ওর কথা শুনবে, যে সবেমাত্র স্তন্যপান ত্যাগ করেছে।


তখন আমরা আর নাবালক থাকব না, প্রবঞ্চক ফন্দিবাজ লোকদের ছলনায় যে কোন মতবাদের হাওয়ায় বিচলিত হব না বা ভেসে যাব না।


বন্ধুগণ, অধ্যাত্ম চেতনাসম্পন্ন লোকদের যেভাবে সম্বোধন করতাম সেইভাবে আমি তোমাদের সম্বোধন করতে পারি নি, সাধারণ এবং খ্রীষ্টাশ্রিত নাবালক শিশু মনে করেই তোমাদের কাছে কথা বলেছি।


যে বিধান দোষী সাব্যস্ত করে, তার প্রতিষ্ঠা যদি এত গৌরবময় হয় তাহলে যে বিধান নির্দোষ প্রতিপন্ন করে তার প্রতিষ্ঠা আরও কত না বেশি গৌরবমণ্ডিত হবে।


আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মত কথা বলতাম, চিন্তা করতাম এবং সিশুর মতই বিচার করতাম। সাবালক হওয়ার পর আমি শিশুসুলভ আচরণ পরিত্যাগ করেছি।


তোমার পরিত্রাণের প্রতিশ্রুতিপূর্ণ হওয়ার প্রতীক্ষায় আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ।


সত্যিই আমি তোমাদের বলছি, শিশুর মত হয়ে যে ঈশ্বরের রাজ্যকে গ্রহণ না করে, সে সেখানে প্রবেশ করতে পারবে না।


যীশু তখন এই কথাগুলি বললেন, হে পিতা। হে স্বর্গমর্ত্যের প্রভু। আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই। কারণ জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে তুমি এ সমস্ত বিষয় গোপন রেখেছ, প্রকাশ করেছ অবোধদের কাছে।


মূর্খের উপদেষ্টা এবং যাদের বুদ্ধি অপরিণত তাদের শিক্ষক। কারণ বিধানের মধ্যেই জ্ঞান ও সত্যের পূর্ণরূপ তুমি দেখেছ।


কারণ যে তাকে সম্ভাষণ জানায় সে তার দোষের ভাগী হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন