Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 4:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 সুতরাং এর দ্বারা এই বোঝায় যে ঈশ্বরের প্রজাদের সাব্বাথ অর্থাৎ বিশ্রাম এখনও পাওনা রয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 সুতরাং আল্লাহ্‌র লোকদের জন্য এখনও একটি বিশ্রামকাল ভোগ করা বাকী রয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তাই ঈশ্বরের প্রজাবৃন্দের জন্য এক সাব্বাথের বিশ্রাম ভোগ করা বাকি আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকী রহিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 এতে বোঝা যায় যে ঈশ্বরের লোকদের জন্য সেই সপ্তম দিনে যে বিশ্রাম তা আসছে,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সুতরাং ঈশ্বরের প্রজাদের জন্য বিশ্রামকালের ভোগ বাকি রয়েছে।

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 4:9
17 ক্রস রেফারেন্স  

এককালে তোমাদের কোন পরিচয় ছিল না কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হয়েছ, এক সময়ে তাঁর দয়ার কথা তোমরা জানতে না কিন্তু এখন তাঁর দয়ার অধিকারী হয়েছ।


তিনি মুছিয়ে দেবেন অশ্রুধারা। থাকবে না আর মৃত্যুর অস্তিত্ব। শোক, আর্তনাদ, আর থাকবে না। পুরাতন সব কিছুই হয়েছে বিলীন।”


সেই দিন আগত প্রায়, যে দিন দাউদের রাজবংশে আবির্ভূত সেই নতুন রাজা হবেন জাতিবৃন্দের কাছে এক প্রতীকস্বরূপ। তারা একত্র হবে তাঁর রাজধানীতে, ভূষিত করবে তাঁকে সম্মানে।


আমরা যারা বিশ্বাস করি, তারাই সেই আশ্রয়ের অধিকারী। যেমনঃ “তখন ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম: আমার প্রতিশ্রুত শান্তি ও বিশ্রাম থেকেএরা হবে চিরতরে বঞ্চিত।এরা প্রবেশ করতে পারবে না কখনওআমার আবাসভূমিতে। “যদিও জগত পত্তনের পর ঈশ্বরের কর্ম সমাপ্ত হয়েছিল।


এইজন্যই আমাদের ভয় থাকা উচিত, কারণ তাঁর দেওয়া আশ্রয় লাভের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো সেই সুযোগ হারাতে পারে।


পাপকলুষিত পরিবেশে ক্ষণস্থায়ী সুখভোগ করার চেয়ে তিনি ঈশ্বরের প্রজাবৃন্দের সুখভোগ করার চেয়ে তিনি ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে নির্যাতন সহ্য করা শ্রেয় মনে করলেন।


তাই ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম:আমার প্রতিশ্রুতি শান্তি ও বিশ্রাম থেকেএরা হবে চিরতরে বঞ্চিত,এরা প্রবেশ করতে পারবে না কখনওআমার আবাসভূমিতে।”


আমাদের সকল অধর্ম থেকে মুক্ত করার জন্য তিনি আত্মদান করেছেন যেন শুচিশুদ্ধ হয়ে আমরা তাঁর আপনজন হিসাবে সাগ্রহে সৎকাজ করতে পারি।


তার একটি পুত্র সন্তান হবে, তুমি তার নাম রেখো যীশু, কারণ তিনি তাঁর প্রজাদের পাপের কবল থেকে উদ্ধার করবেন।


যারা সৎ জীবন যাপন করে তারা মৃত্যুতে পরম শান্তি ও বিশ্রাম লাভ করে।


অব্রাহামের আরাধ্য ঈশ্বরের প্রজারূপে জাতিগণের শাসককুল হয় সম্মিলিত। পৃথিবীর মহাশক্তিধর যোদ্ধারা সকলেই ঈশ্বরের অধীন, মহামহিম, মহিমান্বিত তিনি!


যিহোশূয় যদি তাদের আবাসভূমিতে নিয়ে যেতে পারতেন তাহলে ঈশ্বর পরে আর এক দিনের কথা বলতেন না।


কারণ ঈশ্বর যেমন নিজের কর্ম থেকে বিশ্রাম গ্রহণ করেছিলেন তেমনি যে তাঁর কাছ থেকে বিশ্রাম পেয়েছে সেও নিজের কর্ম থেকে বিশ্রাম নেবে।


এর পরে আমি স্বর্গ থেকে এই বাণী সুনলাম: “লেখ, এখন থেকে প্রভুর আশ্রিতরূপে যাদের মৃত্যু হবে, তারা ধন্য। পবিত্র আত্মা বলছেন, অবশ্যই তারা ধন্য, শ্রম থেকে অব্যাহতি লাভ করবে তারা, কারণ তাদের কীর্তি তাদের অনুসরণ করবে।”


তাই এরপর থেকে ইসরায়েলীরা সপ্তম দিনে কোন কাজ করত না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন