Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 2:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 এই কারণে আমরা যে সত্য বিষয়গুলি শুনেছি, সেগুলি যাতে স্রোতে ভেসে না যায়, তাই আমাদের আরও বেশী মনোযোগী হওয়া উচিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 এজন্য যা যা শুনেছি তাতে আরও আগ্রহের সঙ্গে আমাদের মনোযোগ দেওয়া উচিত, যেন কোনক্রমেই তা থেকে দূরে সরে না যাই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সেজন্য, আমরা যা শুনেছি, তার প্রতি অবশ্যই আরও যত্নসহকারে মনোযোগ দেব, যেন আমরা বিপথে না যাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 এই জন্য যাহা যাহা শুনিয়াছি, তাহাতে অধিক আগ্রহের সহিত মনোযোগ করা আমাদের উচিত, পাছে কোন ক্রমে ভাসিয়া চলিয়া যাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 এই জন্য যে বাণী আমরা শুনেছি, তাতে আরো ভালভাবে মন দেওয়া আমাদের উচিত, যেন আমরা তার প্রকৃত পথ থেকে বিচ্যুত না হই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 এই জন্য যা যা সত্য বাক্য আমরা শুনেছি, তাতে বেশি আগ্রহের সাথে মনোযোগ করা আমাদের উচিত, যেন আমরা কোনোভাবে বিচ্যুত না হই।

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 2:1
25 ক্রস রেফারেন্স  

ভাল মাটির রূপকের মানুষ তারাই, যারা সুদ্ধ ও সরল মনে এই বাণী শুনে হৃদয়ে ধারণ করে অধ্যবসায় সহকারে ফল উৎপন্ন করে।


কিন্তু তোমরা সতর্ক থাক, যেন একাগ্র থাকে তোমাদের চিত্ত, যে সব ব্যাপার তোমরা স্বচক্ষে দেখেছ তা যেন ভুলে না যাও, জীবন থাকতে তোমাদের হৃদয় যেন সেকথা বিস্মৃত না হয়। তোমাদের সন্তান সন্ততিদের সেই সব বিষয় শিক্ষা দেবে তোমরা।


প্রিয় বনধুগণ, তোমাদের কাছে এটি আমার দ্বিতীয় পত্র। উভয় পত্রেই তোমাদের সরল চিন্তাকে সচেতন করার জন্য আমি তোমাদের জানা কথাই মনে করিয়ে দিয়েছি,


আমি বিশেষভাবে চেষ্টা করব যেন আমি গত হওয়ার পরও তোমরা এসব কথা সর্বদা স্মরণে রাখতে পার।


বৎস, তুমি প্রজ্ঞা ও অর্ন্তদৃষ্টিতে হারিও না, এগুলি যেন তোমার দৃষ্টি এড়িয়ে না যায়।


তরুণ কীভাবে নিষ্কলঙ্ক রাখবে তার জীবন? তোমার অনুশাসন পালনেই তার জীবন হবে কলঙ্কহীন।


প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের জন্য মোশিকে যে বিধান দিয়েছিলেন তা যদি পালন কর, তাহলে তুমি সমৃদ্ধিলাভ করবে। অতএব সঙ্কল্পে দৃঢ় হও, জাগ্রত কর আত্মবিশ্বাস! সাহস রাখ, কোন কিছুকে ভয় পেয়ো না, আস্থা হারিও না।


তোমরা কি ভুলে গেছ সেই আশ্বাসবাণী যাতে তোমাদের পুত্র সম্বোধন করে বলা হয়েছে, বৎস, প্রভুর শাসন তুচ্ছ করো না, তিনি অনুযোগ করলে হতাশ হয়ো না।


চোখ থাকতেও কি তোমরা দেখতে পাও না, কান থাকতেও কি শুনতে পাও না? মনে কি পড়ে না তোমাদের


তোমরা কি এখনও বোঝ না, তোমাদের মনেও কি পড়ে না সেই পাঁচ হাজার লোক ও পাঁচখানি রুটির কথা? কয় ঝুড়ি রুটির টুকরো তোমরা সংগ্রহ করেছিলে?


তোমরা সাবধান হয়ো, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন করেছেন তা ভুলে যেও না এবং কোন কিছুর প্রতিমূর্তি খোদাই করে তৈরী করো না। তিনি এ কাজ নিষিদ্ধ করেছেন।


সম্মানের পরিবর্তে আসবে এবার লজ্জা ও অপমান। এর হাত থেকে রেহাই নেই তোমার। প্রভু পরমেশ্বর স্বয়ং তোমায় সমুচিত দণ্ড দেবেন। গৌরব-সম্ভ্রম হারিয়ে তোমার লজ্জা রাখার কোনও উপায় থাকবে না।


যীশুর সমস্ত কার্যকলাপ দেখে সকলে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। তিনি বললেন, আমার এই কথাগুলি শোন এবং স্মরণে রেখো, মানবপুত্রকে লোকের হাতে ধরিয়ে দেওয়া হবে।


দেখ, আমি কলদীয়দের উত্থান ঘটাচ্ছি, তারা নিষ্ঠুর, হঠকারী এক জাতি। অন্যের দেশ দখল করার জন্য তারা অভিযান চালায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।


তারা তখন তাঁকে মারধর জন্য পাথর কুড়াতে লাগল কিন্তু যীশু তাদের অগোচরে মন্দির থেকে চলে গেলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন