Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 13:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 সুতরাং আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না, লোকে আমার কি করবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 অতএব আমরা সাহসপূর্বক বলতে পারি, “প্রভু আমার সহায়, আমি ভয় করবো না; মানুষ আমার কি করতে পারে?”

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি, “প্রভুই আমার সহায়, আমি ভীত হব না, মানুষ আমার কী করতে পারে?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 অতএব আমরা সাহসপূর্ব্বক বলিতে পারি, “প্রভু আমার সহায়, আমি ভয় করিব না; মনুষ্য আমার কি করিবে?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তাই আমরা সাহসের সঙ্গে বলতে পারি, “প্রভুই আমার সহায়; আমি ভয় করবো না; মানুষ আমার কি করতে পারে?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 অতএব আমরা সাহস করে বলতে পারি, “প্রভু আমার সহায়, আমি ভয় করব না; মানুষ আমার কি করবে?”

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 13:6
29 ক্রস রেফারেন্স  

ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি! আমি তোমায় শক্তিমান করব সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়!


এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ঈশ্বরই যখন আমাদের পক্ষে তখন কে আমাদের বিপক্ষে?


স্বর্গ ও পৃথিবীর যিনি স্রষ্টা সেই প্রভু পরমেশ্বরের নামই আমাদের সহায়।


সেইজন্যই এস, আমরা সাহসভরে করুণাময়ের সিংহাসনের সম্মুখে উপস্থিত হই, যেন তাঁর দয়া লাভ করি এবং সঙ্কটকালে তাঁর অনুগ্রহ লাভ করতে পারি।


প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি রক্ষায় অবিচল, আমি তাঁর স্তুতিগান গাই, আমার সকল ভরসা তিনিই তাই ভীত নই আমি, তুচ্ছ মানুষ কি করবে আমার?


যারা শুধু দেহকে ধ্বংস করতে পারে, আত্মাকে বিনাশ করতে পারে না, তাদের ভয় করো না, কিন্তু যিনি নরকে দেহ ও আত্মা উভয়েরই বিনাশ সাধন করতে পারেন, তাঁকেই সম্ভ্রম করো।


কিন্তু ঈশ্বরই আমার সহায়, প্রভু পরমেশ্বরই আমার রক্ষক।


আমরা প্রভুরই প্রতীক্ষায় আছি, তিনিই আমাদের সহায়, আমাদের ঢালস্বরূপ।


তুমিই আমার সহায়, তোমারই পক্ষছায়ায় আমি করি আনন্দ গান।


যদি প্রভু পরমেশ্বর আমার সহায় না হতেন তাহলে অচিরেই স্তব্ধতার দেশে হত আমার বসতি।


দীন ও দুঃখী আমি, তবু ধন্য আমি তোমার কৃপায়। হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি, তুমিই আমার পরিত্রাতা, করি নিবেদন, সত্ত্বর হও আমায় সাহায্য দানে।


এই সব ঘটনার পরে দিব্যদর্শনের মাধ্যমে প্রভু পরমেশ্বরের এই অভয় বাণী এই অব্রামের কাছে উপস্থিত হলঃ অব্রাম তুমি ভয় করো না, আমিই তোমার ঢালস্বরূপ। মহৎ পুরস্কারে পুরস্কৃত হবে তুমি।


তাঁরই মাধ্যমে এবং তাঁর প্রতি আমাদের বিশ্বাসের ফলেই আমরা নির্ভয়ে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার অধিকার লাভ করেছি।


হে ইসরায়েল! ধন্য তুমি, তোমার তুল্য কে? প্রভু পরমেশ্বরের দ্বারা উদ্ধারপ্রাপ্ত জাতি তুমি, তিনিই তোমার রক্ষক-ঢাল, বিজয়-খড়্গ, তোমার শত্রুরা করবে বশ্যতা স্বীকার। যখন তারা আসবে অনুগ্রহ ভিক্ষা করতে তখন তুমি তাদের করবে পদদলিত।


প্রভু পরমেশ্বর বলেনঃ হে যাকোব, তুমি দুর্বল, নগণ্য হলেও ভয় করো না, আমি তোমায় সহায়। আমিই ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর তোমার পরিত্রাতা।


তুমি বিমুখ হয়ো না আমার প্রতি, ক্রোধভরে তোমার দাসকে করো না বিতাড়িত। তুমিই আমার সহায়, ওগো ত্রাতা ঈশ্বর দূরে ঠেলে দিও না আমায়, করো না পরিত্যাগ।


নির্ভর করো না তোমরা কোন নৃপতির উপর, কোন মর্ত্যমানব পারে না তোমায় করতে উদ্ধার।


ইসরায়েলের ঈশ্বরের তুল্য আর কেউ নেই তিনি তোমার সাহায্যের জন্য আকাশ পথে, স্বপ্রতাপে মেঘের বাহনে আগমন করেন।


আর তাঁর পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তাঁর সহায় হয়েছিলেন এবং ফারাও-এর আক্রমণের হাত থেকে তাঁকে রক্ষা করেছিলেন বলে তিনি তাঁর আর এক পুত্রের নাম রেখেছিলেন ইলিয়েসর (ঈশ্বর আমার সহায়)।


সুতরাং বন্ধুগণ, যীশুর আত্মবলিদানের রক্তের গুণে আমরা এখন মহাপবিত্র স্থানে প্রবেশ করার অধিকার পেয়েছি। কারণ যীশু জীবনময় মন্দিরের যবনিকার অন্তরাল ভেদ করে, তাঁর মানবসত্তার মধ্য দিয়ে


তিনি তাঁকে বললেন, ভয় করো না, আমার পিতা শৌল তোমার কোন ক্ষতি করতে পারবে না। তুমি ইসরায়েলের রাজা হবে এবং তোমার পরেই আমার স্থান। আমার পিতা শৌলও সে কথা জানেন।


তখন প্রভু পরমেশ্বর এলিয়কে প্রত্যাদেশ দিলেনঃ বললেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন