Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 11:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 বিশ্বাসে নির্ভর করেই তিনি প্রতিশ্রুত দেশে বিদেশীরূপে বাস করলেন। সেই প্রতিশ্রুতির শরিক ইসহাক ও যাকোবের মত তিনি তাঁবুতে বাস করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 ঈমানের জন্যই তিনি বিদেশের মত প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হলেন, তিনি সেই প্রতিজ্ঞার সহাধিকারী ইস্‌হাক ও ইয়াকুবের সঙ্গে তাঁবুতেই বাস করতেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 এমনকি তিনি যখন সেই দেশে পৌঁছালেন যা ঈশ্বর তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেখানে বিশ্বাসে বাস করলেন—কারণ তিনি সেখানে ছিলেন বিদেশি আগন্তুকের মতো, তিনি তাঁবুতে বাস করলেন। আর ইস্‌হাক ও যাকোব তাঁর মতো তাঁবুতে বাস করলেন, যাঁরা তাঁর সঙ্গে একই প্রতিশ্রুতির উত্তরাধিকার ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 বিশ্বাসে তিনি বিদেশের ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হইলেন, তিনি সেই প্রতিজ্ঞার সহাধিকারী ইস্‌হাক ও যাকোবের সহিত তাম্বুতেই বাস করিতেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তাঁর বিশ্বাসের বলেই তিনি ঈশ্বরের প্রতিশ্রুত সেই দেশে আগন্তুকের মতো জীবনযাপন করলেন। তাঁর বিশ্বাস ছিল বলেই তিনি তা করতে পেরেছিলেন। সেই প্রতিশ্রুত দেশে ইস‌্হাক ও যাকোবের সাথে তিনি তাঁবুতে বাস করেছিলেন, যাঁরা তাঁর মতোই (একই প্রতিশ্রুতির) উত্তরাধিকারী ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 বিশ্বাসে তিনি ঈশ্বরের প্রতিশ্রুত সেই দেশে বিদেশীর মতো বাস করলেন। তিনি সেই প্রতিজ্ঞার সহউত্তরাধিকারী ইসহাক ও যাকোবের সাথে কুটিরেই বাস করতেন;

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 11:9
22 ক্রস রেফারেন্স  

পরে তিনি সেখান থেকে বেথেলের পূর্ব দিকে পার্বত্য অঞ্চলে গিয়ে পশ্চিমে বেথেল ও পূর্ব দিকে অয় নগরের মধ্যবর্তীস্থানে শিবির স্থাপন করলেন। তিনি সেখানেও প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করে তাঁর আরাধনা করলেন।


তাঁর শিবির তুলে নিয়ে হিব্রোণে মাম্রের ওক বনের কাছে গিয়ে বসবাস করতে লাগলেন। সেখানে তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করলেন।


ঈশ্বরও তেমনি তাঁর প্রতিশ্রুত আশীর্বাদের উত্তরাধিকারীদের কাছে তাঁর সঙ্কল্প যে অপরিবর্তনীয় সে কথা যখন আরও সুস্পষ্ট ভাবে প্রকাশ করতে ইচ্চুক গলেন তখন তিনি শপথের দ্বারা সেই প্রতিশ্রুতি সুনিশ্চিত করলেন।


তাঁরা অব্রাহামকে জিজ্ঞাসা করলেন, তোমার স্ত্রী সারা কোথায়? তিনি বললেন, সে তাঁবুর ভিতরে আছে।


তিনি নেগেব অঞ্চল থেকে ক্রমে বেথেলের দিকে যেতে লাগলেন। বেথেল ও অয়ের মর্ধবর্তী স্থানে যেখানে আগে তাঁর শিবির ছিল,


যাকোব কিরিয়াৎ-অরাবা অর্থাৎ হিব্রোণের নিকটবর্তী মাম্রে-তে তাঁর পিতা ইস্‌হাকের কাছে গেলেন। এখানেই অব্রাহাম ও ইস্‌হাক বসতি স্থাপন করেছিলেন।


অব্রাহামের প্রতি তাঁর যে আশীর্বাদ তা তিনি তোমাকে ও তোমার বংশধরদের দান করুন, যেন তোমার প্রবাসভূমি এই দেশ, যা ঈশ্বর অব্রাহামকে দিয়েছেন, সেই দেশে তোমার অধিকার প্রতিষ্ঠিত হয়।


শিশু দুটি বড় হলে, এষৌ হলেন নিপুণ শিকারী ও প্রান্তরবাসী। কিন্তু যাকোব ছিলেন শান্তশিষ্ট, তিনি তাঁবুতেই থাকতেন।


আপনাদের মধ্যে আমি বিদেশী ও প্রবাসী। আপনাদের দেশে কবর দেওয়ার জন্য আমাকে কিছু জায়গা দিন যেন সেখানে আমি আমার স্ত্রীকে কবর দিতে পারি।


অব্রাহাম তখন তাড়াতাড়ি তাঁবুর ভিতরে গিয়ে সারাকে বললেন, শিগ্‌গির তিন সেয়াহ্ ময়দা মেখে পিঠে তৈরী কর।


তুমি যে দেশে প্রবাস করছ, সেই সমগ্র কনান দেশের সত্ত্বাধিকার তোমাকে এবং তোমার বংশধরদের চিরকালের জন্য দান করব, আর আমিই হব তোমার ঈশ্বর।


সম্পদ প্রচুর হওয়াতে তাঁদের উভয়ের একত্রে বসবাস করা সম্ভব হল না। যে দেশে তাঁরা বাস করছিলেন সেখানে তাঁদের পশুপাল চরানোর জন্য যথেষ্ট জায়গা ছিল না।


ফারাও যাকোবকে জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত? যাকোব বললেন, একশো ত্রিশ বছর আমি এই প্রবাস জীবনযাপন করছি, আমার সামান্য এই আয়ুষ্কাল দুঃখকষ্টেই কেটেছে এবং তা আমার পূর্বপুরুষদের আয়ুষ্কালের মত হয় নি।


ঈশ্বরের প্রজাবৃন্দ তখন সংখ্যায় অল্পই ছিল, তারা ছিল সেখানে নগণ্য ও প্রবাসী।


তিনি আমাদের গৃহনির্মাণ বা কৃষিকাজ বা দ্রাক্ষাক্ষেত্র ক্রয় করতে নিষেধ করেছেন। তিনি আমাদের সর্বদা তাঁবুতে বাস করতে বলেছেন, যেন আমরা যেখানেই থাকি না কেন, সেখানে বিদেশী আগন্তুকদের মত বাস করি।


অব্রাহাম ফিলিস্তিনীদের দেশে অনেক দিন প্রবাসী ছিলেন।


পরে লাবণ যাকোবের দেখা পেলেন। যাকোব তখন পার্বত্য অঞ্চলে তাঁবু ফেলেছিলেন। লাবণও তাঁর আত্মীয় স্বজনদের নিয়ে গিলিয়দের পার্বত্য অঞ্চলে তাঁবু ফেললেন। লাবণ যাকোবকে বললেন, তুমি কেন এমন কাজ করলে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন