Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 11:39 - পবিএ বাইবেল CL Bible (BSI)

39 এঁদের সকলের বিশ্বাসের কথা দৃঢ় প্রমাণিত হলেও এঁরা কিন্তু প্রতিশ্রুত ফল লাভ করেননি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

39 আর ঈমানের জন্যই এঁদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া হয়েছিল, কিন্তু এঁরা প্রতিজ্ঞার ফল পান নি;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

39 এরা সবাই বিশ্বাসের জন্য প্রশংসা লাভ করেছিলেন, তবুও এরা কেউই প্রতিশ্রুত বিষয় লাভ করেননি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 আর বিশ্বাস প্রযুক্ত ইহাঁদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল, কিন্তু ইহাঁরা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হন নাই;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

39 বিশ্বাসের জন্য এঁদের সুখ্যাতি করা হল, কিন্তু তাঁরা কেউ ঈশ্বরের সেই মহান প্রতিশ্রুতি পান নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

39 আর বিশ্বাসের জন্য এদের সকলের অনুমোদিত করা হয়েছিল, ঈশ্বরের প্রতিজ্ঞা এরা গ্রহণ করে নি;

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 11:39
6 ক্রস রেফারেন্স  

এঁরা সকলেই বিশ্বাসে নির্ভর করে গত হলেন। এঁরা কেউ প্রতিশ্রুত বিষয় লাভ করেননি, কিন্তু সুদূরবর্তী সেই সম্ভাবনা দেখে তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং তাঁরা যে এই পৃথিবীতে বিদেশী ও প্রবাসী মাত্র তা স্বীকার করেছিলেন।


বিশ্বাসের জন্যই পুরাকালের লোকেরা স্মরণীয় হয়েছেন।


তাঁদের কাছে এ কথা প্রকাশিত হয়েছিল যে তাঁরা যেসব কথা প্রচার করেছিলেন তা তাঁদের কালে নয় কিন্তু তোমাদের যুগে ফলবে। এখন সেই সমস্ত বিষয় স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মার প্রেরণায় সুসমাচার প্রচারকেরা তোমাদের কাছে ঘোষণা করছেন। স্বর্গদূতেরাও এই সমস্ত বিষয়ে কৌতূহলী।


এই জন্যই তিনি এক নতুন সন্ধি চুক্তির শর্ত স্থাপনের মধ্যস্থ হয়েছেন যেন যারা আহূত হয়েছে তারা প্রতিশ্রুত সাশ্বত উত্তরাধিকার লাভ করতে পারে। কারণ প্রথম সন্ধিচুক্তির শর্ত লঙ্ঘনের সমস্ত অপরাধ থেকে মুক্তি দান করার জন্য একজনের মৃত্যু ঘটেছে।


তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করে প্রতিশ্রুত ফল যদি লাভ করতে চাও তাহলে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন