Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 11:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 বিশ্বাসের মর্ম কি? বিশ্বাস দ্বারাই প্রত্যাশিত বিষয় সম্পর্কে আমরা সুনিশ্চিত হই, অদৃশ্য বিষয় সম্পর্কে প্রত্যয় লাভ করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আর ঈমান হল প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণপ্রাপ্তি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 এখন বিশ্বাস হল, যা আমরা আশা করি, সে বিষয়ের নিশ্চয়তা এবং যা আমরা দেখতে পাই না, তার অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত হওয়া।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 বিশ্বাসের অর্থ হল আমরা যা প্রত্যাশা করি তা যে আমরা পাবই সে বিষয়ে নিশ্চিত হওয়ার ও বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 যখন মানুষেরা কিছু পাবার আশা করেন, সেই নিশ্চয়তাই হল বিশ্বাস। এটা সেই বিষয়ে নিশ্চয়তা যা তখন দেখা যায়নি

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 11:1
24 ক্রস রেফারেন্স  

আমরা বিশ্বাসে নির্ভর করে চলি, প্রত্যক্ষ বিষয়ে নয়।


আমাদের দৃষ্টি তাই দৃশ্যমান কোন কিছুর দিকে নয় বরং দৃষ্টির অতীত বিষয়ের প্রতি নিবদ্ধ। কারণ দৃশ্যমান সবকিছুই ক্ষণস্থায়ী, যা দৃষ্টির অতীত তা-ই শাশ্বত।


অনাগত ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ঈশ্বরের প্রত্যাদেশ পেয়ে নোহ তা বিশ্বাস করলেন। সতর্ক হয়ে নিজের পরিবারের লোকজনকে রক্ষা করার জন্য একটি জাহাজ তৈরী করলেন। তাঁর বিশ্বাস দ্বারা তিনি জগতকে দোষী সাব্যস্ত করলেন এবং বিশ্বাসের জন্যই ধার্মিকতার অধিকারী হলেন।


তখন এস আমরা কলুষমুক্ত বিবেক ও নির্মল জলে স্নাত দেহ নিয়ে সরল মনে ও পূর্ণ বিশ্বাসে এগিয়ে চলি।


কিন্তু আমার বিশ্বাস, এই জীবন কালেই দেখে যাব আমি প্রভুর সাধিত কল্যাণ।


বিশ্বাসে নির্ভর করে তিনি মিশর পরিত্যাগ করলেন। রাজরোষের ভয় করলেন না। যিনি অদৃশ্য তাঁকে প্রত্যক্ষ করেই তিনি সবকিছু সহ্য করলেন।


তোমরা শিথিল হয়ো না, বরং যাঁরা বিশ্বাস ও ধৈর্য অবলম্বন করে প্রতিশ্রুত আশীর্বাদ লাভ করেছেন তাঁদের আদর্শ অনুকরণ কর।


যারা ফিরে চলে যায় ও ধ্বংস হয় আমরা তাদের দলে নই, আমাদের বিশ্বাস অবিচল, সেই জন্যই আমরা বাঁচব।


হে আমার প্রাণ কেন অবসন্ন হও? হে আমার অন্তর কেন হও চঞ্চল? ঈশ্বরে প্রত্যাশা রাখ, আমি আবার গাইব তাঁর স্তব গান কারণ তিনিই আমার পরিত্রাণ, আমার আরাধ্য ঈশ্বর।


এখন আছে শুধু বিশ্বাস, প্রত্যাশা ও ভালবাসা। আর এই তিনের মধ্যে ভালবাসাই শ্রেষ্ঠ।


এঁরা সকলেই বিশ্বাসে নির্ভর করে গত হলেন। এঁরা কেউ প্রতিশ্রুত বিষয় লাভ করেননি, কিন্তু সুদূরবর্তী সেই সম্ভাবনা দেখে তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং তাঁরা যে এই পৃথিবীতে বিদেশী ও প্রবাসী মাত্র তা স্বীকার করেছিলেন।


যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যয়ে দৃঢ়প্রতিষ্ঠ থাকতে পারি তাহলে আমরা খ্রীষ্টের শরিক।


খ্রীষ্ট যীশুর সঙ্গে সংযুক্ত হলে সু্ন্নত বা বেসুন্নত কোনটারই কোন মূল্য নেই। মূল্য আছে শুধু বিশ্বাসের, প্রেমের মধ্যে দিয়ে যার প্রকাশ।


কারণ কেউ যদি খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত হয় তবে সে হবে এক নূতন সৃষ্টি। পুরাতন যা কিছু সবই আজ বিগত, নূতনের হয়েছে আবির্ভাব।


ঈশ্বর এবং আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের ধার্মিকতার গুণে যারার আমাদের ধর্মবিশ্বাসের অধিকারী হয়েছ তোমাদের সকলের কাছে আমি শিমোন পিতর, যীশু খ্রীষ্টের সেবক ও প্রেরিতশিষ্য এই পত্র লিখছি।


ইহুদী, গ্রীক নির্বিচারে সবাইকেই বিশেষভাবে বলেছি, ঈশ্বরের কাছে ফিরে এসে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস স্থাপন করতে।


ঈশ্বরের দাস এবং যীশু খ্রীষ্টের প্রেরিত-শিষ্য আমি পৌল, ঈশ্বরের মনোনীতদের কাছে এমন ধর্মসঙ্গত বিশ্বাস এবং সত্যজ্ঞান প্রচারের জন্য নির্বাচিত যার মূলে রয়েছে শাশ্বত জীবনের আশা। মিথ্যাভাষণ যাঁর স্বভাববিরুদ্ধ সেই ঈশ্বর আদিকালে আমাদের এই জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন


তাহলে এমন মহাপরিত্রাণ উপেক্ষা করে আমরা কেমন করে অব্যাহতি পাব? এই পরিত্রাণের কথা সর্বপ্রথমে প্রভুই ঘোষণা করেছিলেন এবং যাঁরা তা শুনেছিলেন তাঁরাই আমাদের কাছে তার যথার্থতা প্রতিপন্ন করেছেন।


আমি প্রভুর নির্দেশ অনুযায়ী নয় বরং একজন নির্বোধের মত গর্বভরে একথা বলছি,


ম্যাসিডনের লোকেরা আমার সঙ্গে গিয়ে যদি দেখে যে তোমরা প্রস্তুত নও তাহলে এই গর্ব প্রকাশের জন্য আমাদের এবং বলা বাহুল্য, তোমাদেরও লজ্জিত হতে হবে।


কিন্তু খ্রীষ্ট ঈশ্বরের পুত্ররূপে ঈশ্বরের গৃহের কর্তা। আমরা যদি তাঁর উপর পূর্ণ আস্থা রাখতে পারি এবং নির্ভয়ে সুনিশ্চিত আশার লক্ষ্যে স্থির থাকতে পারি, তাহলে আমরা তাঁর গৃহের পরিজন হব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন