Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 10:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 পূর্ণাহুতি ও পাপস্খালত বলিতেসন্তোষ নেই তোমার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পোড়ানো কোরবানী ও গুনাহ্‌- কোরবানীতে তুমি প্রীত হও নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 হোমবলি বা পাপার্থক বলি তুমি চাওনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তুমি হোমে ও পাপার্থক বলিদান উৎসর্গে প্রীত নও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 হোমে ও পাপার্থক বলিদানে তুমি সন্তুষ্ট হওনি।”

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 10:6
9 ক্রস রেফারেন্স  

আর স্বর্গ থেকে এই বাণী ঘোষিত হল : ‘ইনিই আমার প্রিয় পুত্র, আমার পরম প্রীতির পাত্র’।


হায়, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে মন্দিরের দ্বার বন্ধ করে দিতে পারে, যেন আমার বেদীর উপর বৃথা হোমের আগুন না জ্বলে। তোমাদের উপর আমি প্রসন্ন নই, তোমাদের দেওয়া কোন নৈবেদ্য আমি গ্রহণ করব না।


আমি সবকিছুই পেয়েছি, প্রচুর পরিমাণেই পেয়েছি। ইপাফ্রদীতের মারফৎ তোমাদের কাছ থেকে যা পেয়েছি তাতে আমার অভাব মিটেছে। তোমাদের এই দান ঈশ্বরের গ্রহণযোগ্য প্রীতিজনক সুরভি নৈবেদ্য।


খ্রীষ্ট যেমন তোমাদের ভালবেসেছেন তেমনি তোমাদের জীবনও ভালবাসায় ভরে উঠুক। তিনি আমাদের হয়ে ঈশ্বরের উদ্দেশ্য সুরভি নৈবেদ্য ও বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন।


কিন্তু প্রভুকে যারা সম্ভ্রম করে, তাঁর অবিচল প্রেমেই যাদের প্রত্যাশা তারাই তাঁর প্রীতিভাজন।


কারণ বৃষ কিম্বা ছাগের রক্ত কখনও পাপাস্খালন করতে পারে না।


শমুয়েল বললেন, পূর্ণাহুতি কিংবা বলিদানের চেয়ে আদেশ পালনেই কি প্রভুর প্রীতি অধিক নয়? দেখ, বলিদানের চেয়ে বাধ্যতা, মেদ-নৈবেদ্যের চেয়ে আজ্ঞাবহতাই শ্রেয় ।


বলিদান ও নৈবেদ্যে তুমি প্রীত নও, চাও না তুমি হোম আর প্রায়শ্চিত্ত বলি, কিন্তু তুমি উৎসুক করেছ আমায় তোমার বাক্য শ্রবণে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন