Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 10:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 সত্যের পরিচয় লাভ করার পর যদি আমরা স্বেচ্ছায় পাপ করি তাহলে সেই পাপ স্খালনের জন্য কোন বলিদানের ব্যবস্থা নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 কারণ সত্যের তত্ত্বজ্ঞান পেলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক গুনাহ্‌ করি, তবে গুনাহ্‌র জন্য আর কোন কোরবানী অবশিষ্ট থাকে না,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 আবার সত্যের তত্ত্বজ্ঞান লাভ করার পর আমরা যদি স্বেচ্ছায় পাপ করতে থাকি, তাহলে ওইসব পাপ ক্ষমা করার জন্য বলিদানের আর ব্যবস্থা থাকে না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্ব্বক পাপ করি, তবে পাপার্থক আর কোন যজ্ঞ অবশিষ্ট থাকে না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 সত্যের জ্ঞানলাভের পর যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করে চলি, তবে সেই পাপের জন্য বলিদান উৎসর্গ করার মতো আর কিছু অবশিষ্ট থাকে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 কারণ সত্যের তত্ত্বজ্ঞান পেলে পর যদি আমরা স্বেচ্ছায় পাপ করি, তবে পাপার্থক আর কোনো বলিদান অবশিষ্ট থাকে না,

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 10:26
20 ক্রস রেফারেন্স  

আপনি কি বলতে চান আমরা অন্ধ? যীশু বললেন, তোমরা যদি অন্ধ হতে তাহলে তোমরা দোষী হতে না কিন্তু যেহেতু তোমরা বলছ, ‘আমরা দেখতে পাচ্ছি’ সেই হেতু তোমরা দোষী।


সেই দাস তার প্রভুর ইচ্ছা জেনেও প্রস্তুত থাকেনি অথবা তাঁর ইচ্ছা অনুযায়ী কাজ করেনি —তাই তাকে কঠোর দণ্ড দেওয়া হবে।


সৎকাজ করতে জেনেও যে করে না, সে পাপ করে।


যদি কেউ কোন ব্যক্তিকে এমন পাপ করতে দেখে যা মারাত্মক নয়, তাহলে সে প্রার্থনা করুক, তিনি তাকে জীবন দান করবেন। যারা মারাত্মক পাপ করেনি তাদের জন্যই একথা। এক ধরণের পাপ আছে যা মারাত্মক, সে সম্পর্কে আমি কাউকে প্রার্থনা করতে বলিনি।


অধর্মের সর্বপ্রকার ছলনার দ্বারা সে ধ্বংস পথযাত্রীদের প্রতারিত করবে। কারণ পরিত্রাণ লাভের জন্য যে সত্যনিষ্ঠা প্রয়োজন তা তাদের ছিল না।


এ কথা যদি তোমরা জেনে থাক এবং তা যদি কার্যতঃ পালন কর তাহলে তোমরা হবে ধন্য।


অতীতে আমি তাঁর কুৎসা করেছি, তাঁকে নির্যাতন করেছি, লাঞ্ছিত করেছি, তা সত্ত্বেও তিনি আমাকে করুণা করলেন, কারণ তখনও পর্যন্ত আমার মনে বিশ্বাস জন্মায়নি, সুতরাং এসব আমি না জেনে অবিশ্বাসের বশে করেছি।


যে ব্যক্তি ঔদ্ধত্যভরে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবক পুরোহিত কিম্বা বিচারপতির সিদ্ধান্ত অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা ইসরায়েলী সমাজ থেকে সর্বপ্রকার অন্যায়ের উচ্ছেদ করবে।


তুমি ইসরায়েলীদের বল, কেউ যদি অজ্ঞতা বশতঃ পাপ করে, অর্থাৎ প্রভুর পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে তাঁর আজ্ঞা লঙ্ঘন করে তাহলে তাকে এই বিধান পালন করতে হবে।


যদি সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী অজ্ঞতাবশতঃ পাপ করে, সমাজের অগোচরে প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে তারা দোষী হয়,


যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির বিরুদ্দে পাপ করে তবে ঈশ্বর তার পক্ষে মধ্যস্থতা করেন, কিন্তু যদি কেউ প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করে তবে কে তার পক্ষে বিনতি করতে পারে? কিন্তু এলির পুত্রেরা পিতার কথায় কর্ণপাত করত না, কারণ তাদের বিনাশ করাই ছিল প্রভু পরমেশ্বরের অভিপ্রায়।


তিনি চান সব মানুষ পরিত্রাণ লাভ করে সত্যের স্বরূপ উপলব্ধি করুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন