Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 10:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 কিন্তু খ্রীষ্ট একবার মাত্র পাপস্খালক বলি চিরতরে উৎসর্গ করে ঈশ্বরের দক্ষিণে পার্শ্বে উপবেশন করেছেন এবং

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 কিন্তু ইনি গুনাহ্‌র জন্য একই কোরবানী চিরকালের জন্য কোরবানী করে আল্লাহ্‌র ডানে উপবিষ্ট হলেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 কিন্তু এই যাজক সব পাপের জন্য চিরকালের মতো একটিই বলি উৎসর্গ করলেন, তারপর তিনি ঈশ্বরের ডানদিকে গিয়ে বসলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 কিন্তু ইনি পাপার্থক একই যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 খ্রীষ্ট পাপের জন্য একটি বলিদান উৎসর্গ করলেন যা সকল সময়ের জন্য যথেষ্ট। তারপর তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 কিন্তু খ্রীষ্ট পাপের একই বলিদান চিরকালের জন্য উৎসর্গ করে ঈশ্বরের ডানদিকে বসলেন,

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 10:12
15 ক্রস রেফারেন্স  

তিনিই ঈশ্বরের মহিমার কিরণ। ঈশ্বরের স্বরূপও তাঁর মাঝে অবিকলভাবে মুদ্রিত। সমগ্র সৃষ্টি তিনি ধারণ করে আছেন তাঁর তেজোময় বাক্যের মহাপরাক্রমে। পাপস্খালনের ব্যবস্থা করার পর তিনি দ্যুলোকে মহামহিম ঈশ্বরের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।


তোমরা যদি খ্রীষ্টের সঙ্গে পুনরুজ্জীবিত হয়ে থাক তাহলে স্বর্গীয় বিষয়ের অন্বেষণ কর, কারণ সেখানে খ্রীষ্ট ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে সমাসীন।


সুতরাং কে আমাদের দোষী করতে পারে? খ্রীষ্ট যীশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছন, শুধু তা-ই নয়, মৃত্যুলোক থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে আছেন, আর আমাদের পক্ষ সমর্থন করছেন।


তিনি সেই শিবিরের মহাপবিত্র স্থানে একবারই প্রবেশ করলেন। ছাগ কিম্বা গোবৎসের রক্ত সঙ্গে নিয়ে নয়, কিন্তু নিজেরই রক্ত তর্পণ করে তিনি চিরায়ত মুক্তি অর্জন করলেন।


আমরা যা বলছি তার সারমর্ম হচ্ছে এই: আমাদের এমন একজন প্রধান পুরোহিত আছেন যিনি স্বর্গে মহামহিম ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।


প্রভু পরমেশ্বর বলেন আমার প্রভুকে, যিনি আমার রাজা: তুমি আমার দক্ষিণে বস, যতক্ষণ না তোমার শত্রুদের আমি করি তোমার পাদপীঠ।


শিষ্যদের সঙ্গে যীশুর কথা বলা হয়ে গেলে যীশুকে স্বর্গে নেওয়া হল, তিনি ঈশ্বরের দক্ষিণ দিকে উপবিষ্ট হলেন।


খ্রীষ্ট যেমন তোমাদের ভালবেসেছেন তেমনি তোমাদের জীবনও ভালবাসায় ভরে উঠুক। তিনি আমাদের হয়ে ঈশ্বরের উদ্দেশ্য সুরভি নৈবেদ্য ও বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন।


মানবকুল থেকে মনোনীত প্রত্যেক প্রধান পুরোহিত ঈশ্বরের কাছে মানুষের প্রতিনিধি রূপে অর্ঘ্য ও প্রায়শ্চিত্তের বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত হন।


এই কারণেই তিনি যেমন ঈশ্বরের প্রজামণ্ডলীর জন্য তেমনি নিজের জন্যও পাপস্খালক বলিদান করতে বাধ্য।


অন্যান্য পুরোহিতদের মত তাঁকে প্রতিদিন নিজের ও জাতির পাপের জন্য বলি উৎসর্গ করতে হয় না। কারণ তিনি নিজেকে একবার বলিরূপে উৎসর্গ করে চিরকালের জন্য সেই কার্য সম্পন্ন করেছেন।


তাহলে যিনি চিরজীবী আত্মার সাহায্যে নিজেকে নিষ্কলঙ্ক বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রীষ্টেরর রক্ত কত না অধিক প রিমাণে জাগ্রত ঈশ্বরের আরাধনার জন্য আমাদের বিবেককে শুচি করে প্রাণহীন ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত করতে পারে।


ঈশ্বরের সেই ইচ্ছা অনুসারেই যীশু খ্রীষ্টের দেহ চিরকালের মত একবার উৎসর্গ করা হয়েছে বলেই আমরা শুচিশুদ্ধ হয়েছি।


কারণ এইভাবে যারা শুচিশুদ্ধ হয় একবার মাত্র বলি উৎসর্গের দ্বারা তিনি তাদের চিরতরে সিদ্ধি দান করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন