Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 1:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 এইভাবে তিনি স্বর্গদূতদের চেয়ে উচ্চতর পদে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তদনুযায়ী তাঁদের চেয়ে মহত্তর রউপাধি লাভ করেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তিনি ফেরেশতাদের চেয়ে যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পেয়েছেন, তিনি সেই পরিমাণে তাঁদের চেয়ে শ্রেষ্ঠ হয়েছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 ঈশ্বর তাঁর পুত্রকে এমন এক নাম দিয়েছেন যা স্বর্গদূতদের নাম থেকে শ্রেষ্ঠ; আর স্বর্গদূতদের তুলনায় তিনি হয়ে উঠেছেন আরো মহান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তিনি স্বর্গ দূতদের থেকে শ্রেষ্ঠ, তেমনি তাঁদের নামের থেকে তিনি আরো মহান।

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 1:4
11 ক্রস রেফারেন্স  

সমস্ত প্রশাসন, আধিপত্য, প্রভাব ও প্রভুত্বের ঊর্ধ্বে, ইহলোকে এমন কি পরলোকেও উল্লেখযোগ্য সকল নাম ও উচ্চপদের উপরে তাঁকে প্রতিষ্ঠিত করেছেন।


তিনি স্বর্গারোহণ করে এখন ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে অধিষ্ঠিত, স্বর্গদূতগণ এবং সর্বপ্রকার আধ্যাত্মিক পৌরোহিত্য ও কর্তৃত্ব তাঁরই হস্তগত।


তবে আমরা যীশুকে দেখেছি, যাঁকে স্বল্পকালের জন্য স্বর্গদূতদের একটু নীচে স্থান দেওয়া হয়েছিল যেন ঈশ্বরের করুণাঘন ইচ্ছানুসারে সকলের জন্য তিনি মৃত্যুবরণ করেন। এখন তিনি মৃত্যুযন্ত্রণা ভোগ করার দরুণ গৌরব ও মহিমায় ভূষিত হয়েছেন।


অপরপক্ষে তোমরা যারা নির্যাতিত হচ্ছ, তাদের তিনি আমাদের সঙ্গেই মুক্তি দেবেন যেদিন প্রভু যীশু স্বর্গ থেকে তাঁর পরাক্রান্ত দূতবাহিনীসহ জ্বলন্ত অগ্নিশিখার মাঝে আবির্ভূত হবেন।


তাঁর মাঝেই তোমরা পূর্ণতা লাভ করেছ। তিনিই বিশ্বজগতের সবর্ক্ষমতা ও আধিপত্যের শীর্ষে।


তিনিই মণ্ডলীরূপে দেহের মস্তক, তিনিই আদি, মৃতলোক থেকে সর্বপ্রথম পুনরুত্থিত যেন সর্ববিষয়ে তিনিই হতে পারেন অগ্রগণ্য।


তুমি ন্যায় ভালবাস, ঘৃণা কর অন্যায়তাই ঈশ্বর, তোমার ঈশ্বরতোমাকে করেছেন অভিষিক্ত, তোমার সহচরদের চেয়ে তোমাকে দিয়েছেন অধিক আনন্দ।”


তোমরা জান যে পরে তিনি অনেক অশ্রুপাত করে আশীর্বাদের দাবীদার হতে চাইলেও তাঁর আবেদন গ্রাহ্য হয়নি, কারণ তিনি হৃদয় পরিবর্তনের সুযোগ আর পাননি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন