Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইফিষীয় 5:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তাই জ্যোতির সন্তানের মত আচরণ কর। কারণ যা কিছু শুভঙ্কর, ন্যায় ও সত্য, তা জ্যোতি থেকেই উদ্ভূত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কেননা যা কিছু ভাল, ধর্মময় ও সত্য তার সমস্ত কিছুতে আলোর ফল দেখা যায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 কারণ এই আলো তোমাদের মধ্যে কেবলমাত্র উত্তম ও নৈতিক ও সত্য বিষয় উৎপন্ন করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 —কেননা সর্ব্বপ্রকার মঙ্গলভাবে, ধার্ম্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয়—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সবরকমের মঙ্গলভাব, নীতিপরায়ণতা ও সততা জ্যোতির দ্বারা উৎপন্ন হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কারণ সব রকম মঙ্গলভাবে, ধার্ম্মিকতায় ও সত্যে আলোর ফল হয়

অধ্যায় দেখুন কপি




ইফিষীয় 5:9
18 ক্রস রেফারেন্স  

প্রিয় বন্ধু, মন্দের অনুকরণ করো না, যা বাল তারই অনুকরণ কর। যে ভাল কাজ করে সে ঈশ্বর থেকে উদ্ভূত, যে মন্দ করে সে ঈশ্বরকে দেখেনি।


বন্ধুগণ, তোমাদের উপর আমার আস্থা আছে। আমি জানি, তোমাদের অনেক সদ্‌গুণ রয়েছে। তোমরা সর্বজ্ঞানে পরিপূর্ণ এবং একে অন্যকে সুপরামর্শ দানে সক্ষম।


প্রতিরোধের জন্য দৃঢ় হয়ে দাঁড়াও। সত্য হোক তোমার কটিবন্ধ, ধার্মিকতা ও বক্ষত্রাণ,


কিন্তু তুমি ঈশ্বরের সেবক, তুমি এসব বিষয় এড়িয়ে চল। তোমার জীবনের লক্ষ্য হোক ঈশ্বরের প্রতি বাধ্যতা, ধর্মশীলতা, বিশ্বাস, ভালবাসা, সহিষ্ণুতা এবং নম্রতা।


ঈশ্বরের গৌরব ও মহিমার জন্য, খ্রীষ্ট যীশুর মাধ্যমে লভ্য ধার্মিকতার পুণ্য ফল লাভ করতে পারবে।


তোমরা যদি জেনে থাক যে তিনি ধর্মময়, তাহলে একথাও তোমাদের নিশ্চিত জানা উচিত যে যারা ধার্মিক তিনিই তাদের সকলের জনক।


এঁরা বিশ্বাসে নির্ভর করে রাজ্য জয় করেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, প্রতিশ্রুত আশীর্বাদ লাভ করেছেন, সিংহের মুখ বন্ধ করেছেন।


বরং সত্যে ও প্রেমে একনিষ্ঠ হয়ে, যিনি মস্তকরূপে, সেই খ্রীষ্টের মাঝে সর্ববিষয়ে বিকশিত হব।


কিম্বা তাঁর মহানুভবতা, ধৈর্য ও সহিষ্ণুতার ঐশ্বর্যকে তুমি কি তুচ্ছ জ্ঞান কর? তোমার মন পরিবর্তনের জন্যই যে ঈশ্বরের মহানুভবতা, তা কি তুমি জান না?


কিন্তু পুত্র সম্পর্কে লেখা হয়েছে: “হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী, তোমার রাজদণ্ড ন্যায়ের দণ্ড।


সুতরাং মিথ্যা বর্জন করে একে অপরের কাছে তোমরা সত্য কথা বল। কারণ আমরা সকলেই একই দেহের অঙ্গপ্রত্যঙ্গ।


যীশু নথনেলকে তাঁর কাছে আসতে দেখে বললেন, এই দেখ একজন প্রকৃত ইসরায়েলী যার মধ্যে কোন কপটতা নেই।


তাই যদি হয় তাহলে এমন আচরণ কর যাতে বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তিত হয়েছে।


গৃহিণীরা, তোমরা পতিব্রতা হও। এ-ই তোমাদের খ্রীষ্টীয় কর্তব্য। তোমরা স্বামীর অনুগত হও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন