Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইফিষীয় 4:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তাদের বুদ্ধি আচ্ছন্ন, হৃদয় অনমনীয়, অন্তর অজ্ঞতায় পূর্ণ, তাই তারা ঈশ্বর-প্রদত্ত জীবন থেকে বিচ্ছিন্ন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তাদের অন্তর অন্ধকারে পড়ে আছে, তাদের অন্তরের অজ্ঞতা ও হৃদয়ের কঠিনতার জন্য তারা আল্লাহ্‌ দেওয়া জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তাদের বুদ্ধি হয়েছে অন্ধকারে আচ্ছন্ন এবং ঐশ্বরিক-জীবন থেকে তারা হয়েছে বিচ্ছিন্ন। তাদের কঠিন হৃদয়ের অজ্ঞতাই তার কারণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 তাদের জ্ঞান বুদ্ধি নেই। তারা কিছুই জানে না কারণ শুনতে চায় না। তাই যে জীবন ঈশ্বর তাদের দিতে চান তা থেকে তারা বঞ্চিত থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তাদের মনে অন্ধকার পড়ে আছে, ঈশ্বরের জীবনের থেকে বিচ্ছিন্ন হয়েছে, আন্তরিক অজ্ঞানতার কারণে, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে।

অধ্যায় দেখুন কপি




ইফিষীয় 4:18
34 ক্রস রেফারেন্স  

কারণ এ জাতির বোধশক্তি লোপ পেয়েছে, তাদের শ্রবণ হয়েছে বধির, দৃষ্টিও হয়েছে আচ্ছন্ন, যদি এরা চোখে দেখতে এবং কানে শুনে অন্তরে উপলব্ধি করে আমার কাছে ফিরে আসতো, তাহলে আমি তাদের সুস্থ করতাম।


সেই সময়ে তোমরা খ্রীষ্টবিহীন ছিলে, ইসরায়েলীদের জাতীয় অধিকার বহির্ভূত এবং ঈশ্বরের সঙ্গে স্থাপিত সন্ধি চুক্তি ও তাঁর দেওয়া প্রতিশ্রুতির আওতার বাইরে ছিলে। তোমাদের জীবনে কোন আশা ছিল না, তোমরা ছিলে প্রকৃতপক্ষে ঈশ্বরবিহীন।


তিনি অন্ধ করবেন তাদের নয়নরুদ্ধ করলেন তাদের হৃদয়ের দ্বার নইলে তারা চোখে দেখত এবং অন্তরে উপলব্ধি করে ফিরে আসত আর তিনি তাদের করতেন আরোগ্যদান।


ঈশ্বরকে যারা জানে না এমন জাতির লোকদের মত কামনার বশে তোমরা চলো না।


নষ্টভ্রষ্টের দল, তোমরা কি জান না যে সংসারের প্রতি আসক্তি ঈশ্বরের সঙ্গে শত্রুতারই নামান্তর? সুতরাং সংসারের সঙ্গে যে মৈত্রী স্থাপন করতে চায় সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে।


সেই অবিস্বাসীদেরর ভাবনাচিন্তা বর্তমান যুগধর্মের দেবতা অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছে, তাই ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট, খ্রীষ্টের সুসমাচারের মহিমান্বিত দীপ্তি তারা দেখতে পায় না।


এক কালে তোমরা তোমাদের দুষ্কর্মের জন্য ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে এবং তাঁর প্রতি শত্রুভাবাপন্ন ছিলে,


কিন্তু যে অন্যের প্রতি বিদ্বেষপরায়ণ, সে অন্ধকারে রয়এছে, অন্ধকারেই তার বিচরণ। সে জানে না কোথায় সে যাচ্ছে কারণ অন্ধকার তাকে অন্ধ করেছে।


একদা তোমরা, ঈশ্বরকে জানতে না বলে যারা প্রকৃতপক্ষে দেবতা নয়, তাদের সেবা করতে।


বন্ধুগণ, একটি নিগূঢ় সত্য সম্বন্ধে আমি তোমাদের জানাতে চাই। এই সত্য জানতে পারলে তোমরা আর নিজেদের বিজ্ঞ মনে করবে না। অন্য জাতির সমস্ত মানুষ যতদিন না ঈশ্বরের রাজ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করে, ততদিন ইসরায়েল জাতির একটি অংশ সাময়িকভাবে এ সম্বন্ধে অজ্ঞতার অন্ধকারে থাকবে।


তারা যেমন ঈশ্বরকে মান্য করার প্রয়োজন বোধ করেনি, তেমনি ঈশ্বর তাদের ভ্রষ্ট মতির বশে সমর্পণ করে তাদের অসঙ্গত কাজে রত হতে দিয়েছেন।


মানুষ যখন অজ্ঞ ছিল, ঈশ্বর তাকে তখন ক্ষমার দৃষ্টিতে দেখেছেন। কিন্তু এখন তিনি সর্বস্থানের সর্ব মানবকে সেই কুপথ থেকে ফিরে আসার নির্দেশ দিচ্ছেন।


যেহেতু জগত নিজ জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে সক্ষম হয় নি তাই ঈশ্বর আপন প্রজ্ঞায় সুসমাচার প্রচারের মূর্খতা দ্বারাই বিশ্বাসীদের উদ্ধার করার সঙ্কল্প করেছেন।


আর তুমি এ সম্বন্ধে নিঃসংশয় যে তুমি অন্ধের পথপ্রদর্শক, অন্ধকারে আচ্ছন্ন ব্যক্তির কাছে আলোকস্বরূপ,


যীশু তাদের কঠোর মনোভাব দেখে খুব দুঃকিত হলেন এবং রেগে গিয়ে তাদের সকলের দিকে চোখ বুলিয়ে নিয়ে লোকটিকে বললেন, বাড়িয়ে দাও তোমার হাত। সে হাত বাড়িয়ে দিল এবং তার হাত সুস্থ হয়ে গেল।


কিন্তু তিনি হয়ে উঠলেন উদ্ধত, স্বেচ্ছাচারী, নিষ্ঠুর। ফলে তাঁকে সিংহাসনচ্যুত করা হল। তিনি হারালেন তাঁর গৌরব।


স্মরণ কর একবার তোমার সন্ধিচুক্তির কথা, দেখ, প্রচণ্ড হিংস্রতা বেঁধেছে বাসা পৃথিবীর অন্ধকার কোণে কোণে।


কিন্তু তাদের বোধশক্তি লুপ্ত হয়েছিল, আজও পুরাতন সন্ধিচুক্তি পাঠের সময় তাদের মন সেই আবরণে আবৃত থাকে। একমাত্র খ্রীষ্টকে গ্রহণ করলেই সেই আবরণ আপসারিত হয়।


এখানে তিনি সমস্ত দুঃখ-বিষাদের মেঘরাশিকে সহসা উড়িয়ে দেবেন, যে মেঘ সমস্ত জাতির উপরে ছায়া বিস্তার করেছিল।


বন্ধুগণ, আমি জানি, তোমরা ও তোমাদের নেতৃবৃন্দও অজ্ঞতাবশতঃ প্রভু যীশুর প্রতি এই কাজ করেছ।


তাহলে দাঁড়াল কি? সমস্ত ইসরায়েল যা অর্জন করতে চেয়েছে তা পারেনি। কিন্তু তাদের মধ্যে সেই অল্প সংখ্যক মনোনীতরাই পেরেছে। বাকী সকলের সত্য উপলব্ধির ক্ষমতা লোপ পেল।


এ যুগের শাসকদের পক্ষে তা বোধগম্য নয়, যদি হত তাহলে তাঁরা মহিমময় প্রভুকে ক্রুশবিদ্ধ করতেন না।


তোমরা এককালে, তোমাদের দুষ্কর্ম ও পাপের ফলে মৃত ছিলে।


পুরোহিত নিজে দুর্বল বলে অজ্ঞ ও বিপথগামী লোকদের প্রতি সহনশীল হতে পারেন।


কিন্তু শিবিরের অভ্যন্তরে বৎসরে একবার মাত্র প্রধান পুরোহিত একাই প্রবেশ করতেন। তিনিও বলির রক্ত সঙ্গে না নিয়ে প্রবেশ করতে পারতেন না। এই রক্ত তিনি নিজের এবং জাতির অজ্ঞতাজনিত পাপের প্রাযশ্চিত্তের জন্য উৎসর্গ করতেন।


তোমরা বাধ্য সন্তান হও, আগে অজ্ঞতাবশত নিজেদের বাসনা অনুযায়ী যেমন চলতে তেমনভাবে আর জীবন যাপন করো না,


উটপাখি, নিশাচর চিল, গাংচিল এবং সবজাতের ঈগল।


ঐ সমস্ত প্রতিমা ইসরায়েলীদের আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু আমি জানি, আমার উত্তর আবার তাদের আমার কাছে ফিরিয়ে আনবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন