Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইফিষীয় 2:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তিনিই আমাদের শান্তি, তিনিই উভয়পক্ষকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছেন। আমাদের মাঝে যে বিরোধিতার প্রাচীর ছিল তা ভেঙ্গে ফেলেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 কেননা তিনি আমাদের শান্তি; তিনিই নিজ দেহে উভয়কে এক করেছেন এবং এই দুইয়ের মধ্যে বিচ্ছেদের যে দেওয়াল আমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি করতো তা ভেঙ্গে ফেলেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 কারণ তিনি স্বয়ং আমাদের শান্তি। তিনি উভয়কে এক করেছেন এবং প্রতিবন্ধকতাকে ধ্বংস করেছেন, বিদ্বেষের প্রাচীর ভেঙে ফেলেছেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 কেননা তিনিই আমাদের সন্ধি; তিনি উভয়কে এক করিয়াছেন, এবং মধ্যবর্ত্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙ্গিয়া ফেলিয়াছেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 খ্রীষ্টই আমাদের শান্তির উৎস। ইহুদী ও অইহুদীদের মধ্যে যে শত্রুভাব প্রাচীরের মত ব্যবধান সৃষ্টি করেছিল, খ্রীষ্ট নিজ দেহ উৎসর্গ করে ঘৃণা ও ব্যবধানের সেই প্রাচীর ভেঙ্গে দিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 কারণ তিনিই আমাদের শান্তি সন্ধি; তিনি উভয়কে এক করেছেন এবং মাঝখানে বিচ্ছেদের ভিত ভেঙে ফেলেছেন,

অধ্যায় দেখুন কপি




ইফিষীয় 2:14
28 ক্রস রেফারেন্স  

ইহুদী কি অইহুদী, পরাধীন কি স্বাধীন, পুরুষ কি নারী কারও মধ্যে কোন ভেদ নেই। খ্রীষ্ট যীশুর আশ্রয়ে তোমরা সকলে এক।


এই বিষয়ে গ্রীক কিম্বা ইহুদী, সুন্নত-সংস্কারপ্রাপ্ত কি সুন্নতহীন, বর্বর, শক, ক্রীতদাস বা স্বাধীন বলে কোন ভেদাভেদ নেই, খ্রীষ্টই সর্বময় এবং সর্বেসর্বা।


খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে বিরাজ করুক, এইজন্যই তোমরা এক দেহের অঙ্গীভূত এবং সেই উদ্দেশ্যেই আহুত। তাই তোমরা কৃতজ্ঞ হও।


তিনি নিজের দেহ পাত করে বিধি ও অনুশাসনসর্বস্ব বিধান বাতিল করেছেন যেন নিজের মাঝে তিনি উভয় পক্ষের সম্মিলন ঘটিয়ে এক নতুন মানব সমাজ সৃষ্টি করতে পারেন ও শান্তি স্থাপন করতে পারেন।


ক্রুশে সিঞ্চিত তাঁর রক্তে স্বস্ত্যয়ন করে ঈশ্বর তাঁরই মাধ্যমে স্বর্গ ও পৃথিবীর সবকিছুকে নিজের সঙ্গে পুনর্মিলিত করেন।


তোমরা যদি খ্রীষ্টের সঙ্গে মৃত্যুবরণ করে জাগতিক অশুভ শক্তির কবল থেকে মুক্ত হয়ে থাক তাহলে তোমরা কেন এখনও জগতের রীতি অনুযায়ী জীবন যাপন করছ? কেন তোমরা বল, ‘এটা করো না, ওটা খেও না, সেটা ছুঁয়ো না'–?


বিশ্বাসের দ্বারা আমরা ধার্মিক সাব্যস্ত হয়েছি বলে প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা উচিত।


ইসরায়েল জাতির কাছে ঈশ্বর তাঁর বাণী প্রেরণ করেছিলেন, যীশু খ্রীষ্ট যিনি সকলের প্রভু, তাঁর মাধ্যমে শান্তির সুসমাচার প্রচার করছেন।


তিনি তাঁদের বললেন, আপনারা সকলে ভালভাবেই জানেন যে, অন্য কোন জাতির লোকের সঙ্গে মেলামেশা বা দেখা-সাক্ষাৎ করা একজন ইহুদী পক্ষে আদৌ ধর্মসঙ্গত নয়। কিন্তু ঈশ্বর স্পষ্টই আমার কাছে প্রকাশ করেছেন যেন কোন মানুষকে আমি অশুচি বা অপবিত্র মনে না করি।


মেষপালের মহান পালক আমাদের প্রভু যীশুকে ঈশ্বর মৃতলোক থেকে ফিরিয়ে এনেছেন। তাঁর সিঞ্চিত রক্তের গুণে চিরস্থায়ী সন্ধি স্থাপিত হয়েছে। শান্তিদাতা ঈশ্বর তাঁর ইচ্ছা সাধনের উদ্দেশ্যে সর্বপ্রকার সদ্‌গুণে তোমাদের বিভূষিত করুন। যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের তিনি তাঁর মনোমত করে গড়ে নিন। যুগে যুগে তাঁরই মহিমা হোক। আমেন।


ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমামর্ত্যলোকে তাঁর প্রীতিভাজনমানবের মাঝে বিরাজ করুক শান্তি।


আমার আরও মেষ আছে, তারা এ বাথানের নয়। তাদেরও আমায় সংগ্রহ করতে হবে এবং তারাও আমার ডাক শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল ও একজন পালক।


যারা বাস করছে মৃত্যুর ছায়ায়, হতাশার অন্ধকারে, তাদের মাঝে তিনি বিতরণ করবেন দিব্যজ্যোতি, চালিত করবেন আমাদের পদক্ষেপ শান্তির পথে।”


তিনি হবেন শান্তিস্বরূপ। আসিরিয়ার লোকেরা যখন আমাদের দেশে আসবে, পদদলিত করবে আমাদের দুর্গগুলি, তখন আমরা তাদের বিরুদ্ধে পরাক্রান্ত নেতৃবৃন্দকে আমাদের রক্ষকরূপে নিয়োগ করব।


অব্রাহাম তাঁকেই তাঁর সব কিছুর দশমাংশ দিয়েছিলেন। মেলকিষেদেক নামের অর্থ প্রথমতঃ ধর্মরাজ এবং তিনি ‘শালেম'-এর রাজা অর্থাৎ শান্তিরাজ।


তাঁরই উপর নির্ভরশীল সমগ্র দেহ পরিপোষক গ্রন্থিসমূহের দ্বারা সংযুক্ত ও সন্নিবদ্ধ। তিনিই প্রত্যেক অঙ্গকে যথাযথভাবে সক্রিয় রাখেন এবং তার ফলেই দেহ বৃদ্ধিলাভ করে ও প্রেমে সংগঠিত হয়।


আমারই মাঝে তোমরা শান্তিলাভ করবে, এইজন্যই এমন কথা আমি তোমাদের বললাম। জগত তোমাদের দুঃখ-যন্ত্রণা দেবে কিন্তু সাহস কর আমিই বিজয়ী, আমিই জয় করেছি এই জগতকে।


এবং জাতির জন্যই নয়, ঈশ্বরের ইতস্ততঃ বিক্ষিপ্ত সন্তানদের একত্র করার জন্যও।


মহাপরাক্রান্ত রাজা হয়ে এই ব্যক্তিই মন্দির নির্মাণ করবে এবং শাসনকার্য পরিচালনা করবে। তার সিংহাসনের পাশে একজন পুরোহিত থাকবে এবং তাদের দুজনের মধ্যে থাকবে শান্তিপূর্ণ বোঝাপড়া।


হামান রাজাকে বললেন, মহারাজ, আপনার সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশেই বিশেষ একটি জাতির লোক ছড়িয়ে আছে। তাদের রীতিনীতি অন্যান্য জাতির থেকে আলাদা। তা ছাড়া তারা আপনার সাম্রাজ্যের আইনকানুনও মানে না। তাই তাদের প্রশ্রয় দেওয়া মহারাজের উচিত নয়।


তিনি এসে তোমরা যারা দূরে ছিলে তাদের কাছে এবং আমরা যারা কাছে ছিলাম তাদের কাছেও শান্তির সুসমাচার প্রচার করেলন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন