Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইফিষীয় 1:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তিনি এইভাবে জগতের সৃষ্টির পূর্বেই আমাদের ভালবেসে খ্রীষ্টের সঙ্গে মিলিত করার জন্য আমাদের মনোনীত করেছিলেন যেন তাঁর দৃষ্টিতে আমরা পবিত্র ও নিষ্কলুষ হতে পারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কারণ তিনি দুনিয়া সৃষ্টি করবার আগে মসীহে আমাদেরকে মনোনীত করেছিলেন যেন আমরা তাঁর সাক্ষাতে মহব্বতে পবিত্র ও নিষ্কলঙ্ক হই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রীষ্টে মনোনীত করেছিলেন, যেন তাঁর দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কারণ তিনি জগৎপত্তনের পূর্ব্বে খ্রীষ্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাঁহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 জগৎ‌ সৃষ্টির পূর্বে ঈশ্বর তাঁর পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হবার জন্য আমাদের খ্রীষ্টের মধ্য দিয়ে বেছে নিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ তিনি জগত সৃষ্টির আগে খ্রীষ্টে আমাদেরকে মনোনীত করেছিলেন, যেন আমরা তাঁর দৃষ্টিতে পবিত্র ও নিখুঁত হই;

অধ্যায় দেখুন কপি




ইফিষীয় 1:4
55 ক্রস রেফারেন্স  

তিনি আমাদের পরিত্রাণ করেছেন, আহ্বান জানিয়েছেন নিজস্ব প্রজারূপে পরিগণিত হবার জন্য। অবশ্য আমাদের প্রতি তাঁর এ অনুগ্রহ তাঁর মহান উদ্দেশ্য সাধনের জন্য, এ অনুগ্রহ দান করবেন বলে স্থির করেছিলেন।


আমরা তাঁরই সৃষ্টি, খ্রীষ্ট যীশুর সঙ্গে সম্মিলিত হয়ে সৎকর্ম করার জন্য সৃষ্ট। এইরকম সদাচরণের জন্যই ঈশ্বর আমাদের নির্দিষ্ট করেছেন।


রাজা তখন তাঁর ডান পাশের লোকদের বলবেন, এস, তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র। জগৎ সৃষ্টির শুরু থেকে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে তার অধিকার গ্রহণ কর।


প্রিয় বন্ধুগণ, শোন, এ সংসারে যারা গরীব, ঈশ্বর কি তাদের মনোনীত করেননি? বিশ্বাসের ঐশ্বর্যে তারা ঐশরাজ্যের অধিকারী হবে। —যারা তাঁকে ভালবাসে তাদের তিনি এই অধিকার দিয়েছেন।


কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক শ্রেণী, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজা। তিনিই তোমাদের অন্ধকার থেকে তাঁর বিস্ময়কর জ্যোতির মাঝে আহ্বান করে এনেছেন যেন তোমরা তাঁর গুণগান করতে পার।


জগৎ সৃষ্টির পূর্বেই পৃথিবীর অধিবাসীদের মধ্যে যাদের নাম একদা নিহত মেষশাবকের জীবন-পুস্তকে লেখা হয়েছিল, তারা ছাড়া সকলেই তাঁকে পূজা করবে।


তোমাদের আমি বন্ধু বলেছি বলেই পিতার কাছে যা কিছু আমি শুনেছি সবই তোমাদের কাছে ব্যক্ত করেছি। তোমরা আমাকে মনোনীত করেছি তোমাদের এবং স্থায়ী ফল দান করার জন্যই তোমাদের নিযুক্ত করেছি। তাই আমার উদ্দেশ্য সাধনের জন্য আমার নামে পিতার কাছে যা কিছু তোমরা চাইবে তিনি সবই তোমাদের দেবেন।


পিতা ঈশ্বরের পূর্বপরিকল্পনা অনুযায়ী যীশু খ্রীষ্টের অনুগত এবং তাঁর রক্তে সিঞ্চিত হওযার জন্য পবিত্র আত্মা তোমাদের শুচিশুদ্ধ করেছেন। করুণা ও শান্তিতে পূর্ণ হোক তোমাদের জীবন।


বিশ্বসৃষ্টির পূর্বেই তিনি এর জন্য নির্দিষ্ট হয়েছিলেন, কিন্তু এই যুগান্তকালে তিনি তোমাদের জন্যই প্রকাশিত হয়েছেন,


তোমরা ঈশ্বরের মনোনীত প্রজা, পবিত্র ও তাঁর প্রিয় পাত্র। করুণা, মমতা, নম্রতা, সৌজন্য এবং সহিষ্ণুতাই হোক তোমাদের ভূষণ।


কিন্তু এখন খ্রীষ্টের মানবদেহে, তাঁর মৃত্যুবরণের দ্বারা ঈশ্বর তোমাদের নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন যেন তিনি পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় তোমাদের নিজের কছে নিয়ে যেতে পারেন।


ঐ যে পশুটি তুমি দেখলে, সে একসময় জীবিত ছিল, কিন্তু এখন নেই। কিন্তু সে রসাতল থেকে আবার উত্থিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীনিবাসীদের মধ্যে যাদের নাম জগৎ সৃষ্টির কালে জীবনপুস্তকে লিখিত হয়নি তারা এই পশুকে দেখে বিস্মিত হবে কারণ এর অস্তিত্ব ছিল, এখন নেই কিন্তু পরে উপস্থিত হবে।


একথা শুনে অইহুদীরা খুব আনন্দিত এবং পরম কৃতজ্ঞতায় ঈশ্বরের বাণী গ্রহণ করল আর যারা অনন্ত জীবন লাভেরর যোগ্য ছিল তারা খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করল।


প্রভু পরমেশ্বর বলেছেন, এই দেখ আমার দাস যাঁকে আমি করেছি শক্তিমান, তিনি আমার মনোনীত, আমার প্রীতির পাত্র। আমি পূর্ণ করেছি তাঁকে আমার আত্মায় তিনি প্রতিষ্ঠা করবেন ন্যায়বিচার সর্বজাতির মাঝে।


হে, পিতা, যাদের তুমি আমায় দান করেছ, আমার বিনতি আমি যেখানে থাকব তারাও যেন সেখানে থাকে এবং জগত পত্তনের আগেই ভালবেসে যে মহিমা আমায় তুমি দান করেছ, সেই মহিমা যেন তারা দর্শন করে।


কারণ ঈশ্বর আমাদের আহ্বান করেছেন পবিত্র হওয়ার জন্য, অশুচি হওয়ার জন্য নয়।


এই কুটিলতা ও বিভ্রান্তির যুগে তোমরা ঈশ্বরের নির্দোষ, অমায়িক ও নিষ্কলঙ্ক সন্তানরূপে প্রতিপন্ন হও। তোমরাই এই অন্ধকার জগতে উজ্জ্বল নক্ষত্র, তোমরাই জীবনবেদের ধারক।


কিন্তু ঈশ্বর যা স্থাপন করেন তা অটল। তারই ভিত্তির উপর ক্ষোদিত আছে, ‘প্রভু জানেন কারা তাঁর আপনজন’ এবং ‘প্রভুর নাম যারা করে তারা যেন অন্যায় থেকে দূরে থাকে’।


আমি তোমাদের সঙ্গে আছি। কেউ তোমার কোন ক্ষতি করতে পারবে না। কারণ এই শহরের অনেক লোকই আমার ভক্ত।


প্রভু পরমেশ্বর আপন উদ্দেশ্য সাধনে গ্রহণ করেছেন ইসরায়েলকে, মনোনীত করেছেন যাকোবকে আপন প্রজারূপে।


কাজেই ঈশ্বরের মনোনীতদের জন্য আমি সব কিছুই সহ্য করি যেন তারাও যীশু খ্রীষ্টের আশ্রয়ে পরিত্রাণ লাভ করে শাশ্বত গৌরবের অধিকারী হয়।


সর্ব অবস্থায় নম্র, ভদ্র ও ধীর হও। ভালবেসে অন্যের সঙ্গে মানিয়ে চল।


ঈশ্বর তোমাদের শেষ পর্যন্ত স্থির রাখবেন, প্রভু যীশুখ্রীষ্টের দিনে তোমাদের নিষ্কলঙ্করূপে উপস্থিত করবেন।


তূর্যধ্বনি সহকারে তিনি তাঁর দূতদের প্রেরণ করবেন। তাঁরা জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিভ্রমণ করে পৃথিবীর চারদিক থেকে তাঁর মনোনীতদের একত্র করবেন।


খ্রীষ্ট যেমন তোমাদের ভালবেসেছেন তেমনি তোমাদের জীবনও ভালবাসায় ভরে উঠুক। তিনি আমাদের হয়ে ঈশ্বরের উদ্দেশ্য সুরভি নৈবেদ্য ও বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন।


আমার আরও মেষ আছে, তারা এ বাথানের নয়। তাদেরও আমায় সংগ্রহ করতে হবে এবং তারাও আমার ডাক শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল ও একজন পালক।


আমরা যেভাবে তোমাদের ভালবাসি সেইভাবে পরস্পরের প্রতি এবং সকলের প্রতি তোমাদের ভালবাসা উত্তরোত্তরর বৃদ্ধি লাভ করুক এবং উপছে পড়ুক।


এবং তোমাদের বিশ্বাসহেতু খ্রীষ্ট যেন তোমাদের অন্তরে বাস করেন। প্রেমে প্রতিষ্ঠিত ও সংযুক্ত হয়ে


বন্ধুগণ, তোমরা স্বাধীন হওয়ার জন্যই আহূত হয়েছ, কিন্তু সাবধান, সেই স্বাধীনতাকে জৈব প্রকৃতি চরিতার্থ করার সুযোগ হিসাবে ব্যবহার করো না, বরং প্রেমে পরস্পরের সেবা কর।


স্বয়ং ঈশ্বর যাদের মনোনীত করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আনবে কে? ঈশ্বর নিজেই আমাদের দোষ খণ্ডন করেছন।


কারণ অনেক নকল খ্রীষ্ট ও ভুয়ো নবীর আবির্ভাব ঘটবে। তারা এমন সব চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখাবে যার ফলে মনোনীতরাও প্রতারিত হতে পারে।


সেই দিনের সংখ্যা ঈশ্বর কমিয়ে দিয়েছেন। তিনি যদি তা না করতেন, তাহলে কোন প্রাণীই রক্ষা পেত না। মনোনীত লোকদের কথা চিন্তা করেই সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।


আমাদের প্রতি ঈশ্বরের যে ভালবাসা, তার স্বরূপ আমরা জেনেছি ও বিশ্বাস করেছি। ঈশ্বর প্রেমস্বরূপ, প্রেমে যে অবস্থিত সে ঈশ্বরে আশ্রিত এবং ঈশ্বর তার অন্তরে অধিষ্ঠিত।


প্রিয় বন্ধুগণ, যেহেতু তোমরা এরই প্রতীক্ষায় রয়েছ সেইজন্য বিশেষ চেষ্টা কর, যাতে তোমরা নিষ্কলঙ্ক ও নিখুঁতভাবে শান্তিতে তাঁর সম্মুখে উপস্থিত হতে পার।


আমি চাই, তারা যেন মনে প্রাণে অনুপ্রাণিত হয়, ভালবাসায় এক হয়, বোধশক্তির আলোকে সবকিছু সুনিশ্চিতভাবে উপলব্ধি করার ক্ষমতা অর্জন করে। এভাবেই তারা ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব —খ্রীষ্টকে হৃদয়ঙ্গম করতে পারবে।


কিন্তু পবিত্র আত্মা যে ফসল উৎপন্ন করেন তা হল —আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, হিতৈষণা, বিশ্বস্ততা,


খ্রীষ্ট যীশুর সঙ্গে সংযুক্ত হলে সু্ন্নত বা বেসুন্নত কোনটারই কোন মূল্য নেই। মূল্য আছে শুধু বিশ্বাসের, প্রেমের মধ্যে দিয়ে যার প্রকাশ।


প্রভুই একথা বলেছেন এবং বহুদিন আগেই তিনি তা করেছেন ব্যক্ত।


তুমি সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের পবিত্র ঈশ্বর।


তোমরা নিজেদের শুচিতা রক্ষা কর এবং পবিত্র হও, কারণ আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।


তিনি জানেন, আমি নির্দোষ, অপরাধ থেকে আমি নিজেকে দূরে রেখেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন