Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইফিষীয় 1:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তিনি তোমাদের অন্তর্দৃষ্টিকে আলোকিত করুন যেন তোমরা জানতে পার তাঁর আহ্বানে নিহিত রয়েছে কিসের প্রত্যাশা, তাঁর ভক্তদের মাঝে সঞ্চিত রয়েছে তাঁর কী বিপুল গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য এবং

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 যাতে তোমাদের হৃদয়ের চোখ আলোকময় হয়, যেন তোমরা জানতে পার তাঁর আহ্বানের প্রত্যাশা কি, পবিত্র লোকদের মধ্যে তাঁর উত্তরাধিকারের মহিমারূপ ধন কি,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 আমি আরও প্রার্থনা করি যে, তোমাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে উঠুক, যেন তাঁর আহ্বানের প্রত্যাশা, পবিত্রগণের মধ্যে তাঁর গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও, তাঁহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাঁহার দায়াধিকারের প্রতাপ-ধন কি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 আমি প্রার্থনা করছি যেন তোমরা আপন আপন হৃদয়ে ঐশ্বরিক জ্ঞান লাভ করতে পার, তাহলে ভবিষ্যতে কি প্রত্যাশার জন্য ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন তা তোমরা জানতে পারবে। যে আশীর্বাদ ঈশ্বর তাঁর পবিত্র লোকদের দেবার জন্য স্থির করেছেন তা কত সম্পদশালী ও প্রতাপশালী তা তোমরা বুঝতে পারবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 যাতে তোমাদের মনের চোখ আলোকিত হয়, যেন তোমরা জানতে পারো, তাঁর ডাকের আশা কি, পবিত্রদের মধ্যে তাঁর উত্তরাধিকারের মহিমার ধন কি,

অধ্যায় দেখুন কপি




ইফিষীয় 1:18
49 ক্রস রেফারেন্স  

তুমি তাদের মর্মচক্ষু খুলে দেবে যেন তারা অন্ধকার থেকে আলোয় আসে, শয়তানের অধীনতাপাশ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করে পাপের ক্ষমা লাভ করতে পারে ও ঈশ্বরের নিজস্ব প্রজামণ্ডলীর অন্তর্ভুক্ত হতে পারে।’


কারণ ঈশ্বর, যিনি বলেছিলেন, অন্ধকারে হোক আলোর আর্বিভাব —সেই তিনিই আমাদের হৃদয় আলোকিত করেছেন যেন খ্রীষ্টের শ্রীমুখে প্রতিভাত ঈশ্বরের মহিমা আমরা দর্শন করতে পারি। মৃন্ময় পাত্রে গচ্ছিত স্বর্গীয় সম্পদ


শাস্ত্রবাক্য বুঝবার জন্য তিনি তাঁদের বুদ্ধির দ্বার খুলে দিলেন


ঈশ্বরের অনুগ্রহের ঐশ্বর্য এত বিপুল যে তাঁর প্রিয়তম পুত্রের শোণিতের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি এবং আমাদের সকল অপরাধের ক্ষমা লাভ করেছি।


কারণ তোমরা আগে অন্ধকালে ছিলে, কিন্তু এখন প্রভুর জ্যোতিতে জ্যোতিষ্মান হয়েছ,


যেন তিনি তাঁর ঐশ্বর্যের ভাণ্ডার থেকে তোমাদের বর দান করেন যেন তাঁর আত্মার শক্তিতে তোমাদের অন্তরের সত্তা সবল হয়ে ওঠে,


চেষ্টা কর যেমন দেহ এক এবং আত্মাও এক, তেমনই ঈশ্বরের আহ্বানের মাধ্যমে যে প্রত্যাশা তোমরা লাভ করেছ, তাও এক।


উন্মুক্ত করে দাও আমার দৃষ্টি যেন আমি দেখতে পাই তোমার বিধানের পরমাশ্চর্য নিগূঢ় সত্য।


যেন আমাদের পাপমুক্তি হয় এবং আমরা প্রত্যাশিত শাশ্বত জীবনের উত্তরাধিকার লাভ করি।


অন্ধ নয়নে তুমি জ্বালাবে আলো, বন্দী যারা আঁধার কারাগারে, তাদের দেবে মুক্তি।


এই কারণেই আমরা সর্বদা তোমাদের জ্যন প্রার্থনা করি যেন আমাদের ঈশ্বর তাঁর আহ্বানের উপযুক্ত করে তোমাদের গড়ে তোলেন। তিনি নিজ ক্ষমতায় তোমাদের সমস্ত শুভ সঙ্কল্প ও বিশ্বাসদৃপ্ত কর্ম সম্পূর্ণ করেন।


অতএব প্রভুর বন্দী আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা যে আহ্বানে সাড়া দিয়েছ তার যোগ্য হও।


তারপর তিনি আমাকে বললেন, এইসব জাতির মানুষের মন ও বুদ্ধি স্থূল করে দাও, বধির করে দাও কর্ণ ওদের, নয়ন ওদের অন্ধ করে দাও, যাতে ওরা দেখতে না পায়, শুনতে না পায় অথবা বুঝতেও না পারে কিছুই। যদি তারা দেখতে, শুনতে ও বুঝতে পারে, তাহলে তারা আমার কাছে ফিরে আসবে এবং আরোগ্য লাভ করবে।


বিশ্বাসের প্রতিযোগিতায় প্রাণপণ সংগ্রাম কর, জয় কর শাশ্বত জীবন। এরই জন্য তুমি আহূত হয়েছ এবং অনেক সাক্ষীর সামনে বিশ্বাসে অটল থেকেছ।


প্রভু পরমেশ্বর তোমাদের তন্দ্রালু করেছেন গভীর নিদ্রায় ডুবে যাওয়ার জন্য। তোমাদের দ্রষ্টা নবীদের দৃষ্টিও ঈশ্বর আচ্ছন্ন করেছেন।


যীশু খ্রীষ্টের মাধ্যমে সর্ব অনুগ্রহের আধার ঈশ্বর তাঁর শাশ্বত মহিমা তোমাদের দান করার জন্য আহ্বান করেছেন। তিনিই এই ক্ষণস্থায়ী নির্যাতন ভোগের পর তোমাদের সক্ষম, সবল, সুস্থ এবং সুপ্রতিষ্ঠিত করবেন।


তিনি নিজ সঙ্কল্প ও পরিকল্পনা অনুযায়ী সর্ব কর্ম সাধন করেন, তাঁরই সঙ্কল্প অনুযায়ী আমরা পূর্বেই মনোনীত হয়েছি এবং খ্রীষ্টের মাধ্যমে প্রদত্ত উত্তরাধিকারের অংশীদার হয়েছি,


তোমাদের আগেকার অবস্থা তোমরা স্মরণ কর। ঈশ্বরের আলোক লাভ করার পর তোমরা কঠোর সংগ্রামে অনেক দুঃখকষ্ট বরণ করেছিলে,


তোমাদের উৎসাহ ও প্রেরণা দিয়েছি, আদেশ দিয়েছি —ঈশ্বর যেমন চান তেমনভাবে তোমরা জীবন যাপন কর। কারণ তিনি তাঁর রাজ্যের প্রজা এবং গৌরবের অংশীদার হওয়ার জন্য তোমাদের আহ্বান করেছেন।


সেই অবিস্বাসীদেরর ভাবনাচিন্তা বর্তমান যুগধর্মের দেবতা অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছে, তাই ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট, খ্রীষ্টের সুসমাচারের মহিমান্বিত দীপ্তি তারা দেখতে পায় না।


প্রজাবৃন্দের অভাব অভিযোগের প্রতি তাঁদের নয়ন ও শ্রবণ থাকবে সজাগ ও উন্মুখ।


এবং সেই শুভ দিনের আশায় আছি যেদিন আমাদের পরম আরাধ্য এবং পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমা প্রকাশিত হবে।


আমাদের প্রভু যীশু খ্রীষ্ট স্বয়ং এবং আমাদের পিতা ঈশ্বর আমাদের ভালবেসেছেন এবং আপন অনুগ্রহে আমাদের চিরস্থায়ী সান্ত্বনা, অক্ষয় অনুপ্রেরণা ও সুনিশ্চিত প্রত্যাশা দান করেছেন।


কিন্তু আমরা দিবসের স্বজন বলেই এস, আমরা সংযমী হই, বিশ্বাস ও প্রেমের বক্ষত্রাণ এবং মুক্তির প্রত্যাশার শিরস্ত্রাণ দারণ করি।


ঈশ্বরের ভক্তজনের মধ্যে সবচেয়ে নগণ্য যে আমি, সেই আমাকেই বিজাতীয়দের কাছে খ্রীষ্টের অতুল ঐশ্বর্যের সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে,


কারণ এ জাতির বোধশক্তি লোপ পেয়েছে, তাদের শ্রবণ হয়েছে বধির, দৃষ্টিও হয়েছে আচ্ছন্ন, যদি এরা চোখে দেখতে এবং কানে শুনে অন্তরে উপলব্ধি করে আমার কাছে ফিরে আসতো, তাহলে আমি তাদের সুস্থ করতাম।


অপকারের পরিবর্তে অপকারর কিম্বা কটূবাক্যের পরিবর্তে কটূক্তি করো না। বরং আশীর্বাদ কর, কারণ ঈশ্বরের প্রতিশ্রুত আশীর্বাদ লাভের জন্যই তোমরা আহূত হয়েছ।


যারা একবার আলোকপ্রাপ্ত হয়েছে, স্বর্গীয় অনুগ্রহের রসাস্বাদন করেছে, পবিত্র আত্মা লাভ করেছে


খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে বিরাজ করুক, এইজন্যই তোমরা এক দেহের অঙ্গীভূত এবং সেই উদ্দেশ্যেই আহুত। তাই তোমরা কৃতজ্ঞ হও।


অবশ্য এটা তখনই সম্ভব তোমরা যদি বিশ্বাসের ভিত্তিতে দৃঢ়প্রতিজ্ঞ ও অবিচল থাক এবং যে সুসমাচার তোমরা শুনেছ তার অন্তর্নিহিত লব্ধ প্রত্যাশা থেকে বিচলিত না হ্য। আকাশের নীচে সমগ্র সৃষ্টির কাছে এই সুসমাচার প্রচারিত হচ্ছে। আমি পৌল —এই সুসমাচার প্রচারই আমার জীবনের ব্রত।


বাস্তবিক এর উৎপত্তি সেই প্রত্যাশা থেকে যা স্বর্গে তোমাদের জন্য সংরক্ষিত। এ কথা তোমরা শুনেছিলে যখন সুসমাচারের সত্যের বাণী


সেই সময়ে তোমরা খ্রীষ্টবিহীন ছিলে, ইসরায়েলীদের জাতীয় অধিকার বহির্ভূত এবং ঈশ্বরের সঙ্গে স্থাপিত সন্ধি চুক্তি ও তাঁর দেওয়া প্রতিশ্রুতির আওতার বাইরে ছিলে। তোমাদের জীবনে কোন আশা ছিল না, তোমরা ছিলে প্রকৃতপক্ষে ঈশ্বরবিহীন।


কারণ আমরা পবিত্র আত্মার শক্তিতে বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ্য হবার আশায় অপেক্ষা করছি।


সেই দিন যখন আসবে, পুস্তক পাঠ হলে বধিরেরা শুনতে পারে এবং অন্ধকারে যাদের বাস, সেই অন্ধেরা দেখতে পাবে।


ধন্য ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা। তিনি তাঁর দয়ায় মৃত্যুলোক থেকে যীশু খ্রীষ্টকে পুনরুত্থিত করে জীবন্ত এক প্রত্যাশার ভিত্তিতে আমাদের নবজন্ম দান করেছেন।


এঁদের মধ্যে একজন মহিলা আমাদের কথা শুনে বিশ্বাস করলেন। প্রভু তাঁর হৃদয় উন্মুক্ত করে দেওয়ায় তিনি পৌলের প্রচারে উদ্বুদ্ধ হলেন। তিনি ও তাঁর পরিবারের সকলেই বাপ্তিষ্ম গ্রহণ করলেন। থিয়াতিরা নিবাসী ঈশ্বরপরায়ণা এই মহিলার নাম ছিল লিডিয়া। তিনি বেগুনী বস্ত্রের ব্যবসা করতেন। তিনি আমাদের আমন্ত্রণ জানিয়ে বললেন, যদি আপনারা আমাকে প্রভুতে বিশ্বাসী বলে মনে করেন, তাহলে দয়া করে আমার বাড়িতে এসে থাকুন। তিনি আমাদের নিজেদের বাড়িতে নিয়ে যাবার জন্য পীড়াপীড়ি করতে লাগলেন।


ঊর্ধ্বলোক থেকে স্বয়ং ঈশ্বর পূর্ণসিদ্ধির পুরস্কার দানের জন্য যীশু খ্রীষ্টের মাধ্যমে আহ্বান জানিয়েছেন। আমি সেই সিদ্ধির জন্য সোজা ছুটে চলেছি।


এর আগে আমি তোমার বিষয় কানে শুনেছিলাম কিন্তু এখন স্বচক্ষে তোমাকে দেখছি।


প্রভু পরমেশ্বরের আত্মা, তাঁকে দান করবেন প্রজ্ঞা, দান করবেন সুবিবেচনা এবং শাসন-পালনের ক্ষমতা ও নৈপুণ্য। তিনি জানবেন প্রভু পরমেশ্বরের ইচ্ছা, তাঁর অন্তরে থাকবে প্রভু পরমেশ্বরের প্রতি অসীম শ্রদ্ধা ও সম্ভ্রম।


যীশু আবার যাত্রা শুরু করলেন, এমন সময় একটি লোক এসে তাঁর সামনে নতজানু হয়ে বলল, সদ্‌গুরু, কি করলে আমি শাশ্বত জীবনের অধিকারী হব?


কিম্বা তাঁর মহানুভবতা, ধৈর্য ও সহিষ্ণুতার ঐশ্বর্যকে তুমি কি তুচ্ছ জ্ঞান কর? তোমার মন পরিবর্তনের জন্যই যে ঈশ্বরের মহানুভবতা, তা কি তুমি জান না?


কারণ তিনি কখনও তাঁর আশীর্বাদ ও মনোনয়ন প্রত্যাহার করেন না।


সেই পিতা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা নিবেদন কর যিনি তোমাদের জ্যোতির্লোকে খ্রীষ্ট ভক্তদের উত্তরাধিকারের অংশীদার করেছেন।


সর্বজাতির মঙ্গলের জন্য তাঁর ভক্তদের কাছেই এই নিগূঢ়তত্ত্বের ঐশ্বর্য প্রকাশ করার সঙ্কল্প ঈশ্বর করেছেন। তেআমাদের অন্তরে বিরাজমান খ্রীষ্টই সেই নিগূঢ়তত্ত্ব —তোমাদের ভাবী মহিমার প্রত্যাশার আধার।


আমি চাই, তারা যেন মনে প্রাণে অনুপ্রাণিত হয়, ভালবাসায় এক হয়, বোধশক্তির আলোকে সবকিছু সুনিশ্চিতভাবে উপলব্ধি করার ক্ষমতা অর্জন করে। এভাবেই তারা ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব —খ্রীষ্টকে হৃদয়ঙ্গম করতে পারবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন