Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইফিষীয় 1:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 ইফিসাসের ভক্ত ও খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী পুণ্যশ্লোক মণ্ডলী সমীপেষু — আমি পৌল, ঈশ্বরের ইচ্ছানুসারে নিযুক্ত ও খ্রীষ্ট যীশুর প্রেরিত শিষ্য এই পত্র লিখছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পৌল, আল্লাহ্‌র ইচ্ছায় মসীহ্‌ ঈসার প্রেরিত— ইফিষে অবস্থিত পবিত্র লোক ও যারা মসীহ্‌ ঈসাতে বিশ্বস্ত তাদের সমীপে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 ঈশ্বরের ইচ্ছা অনুসারে খ্রীষ্ট যীশুর প্রেরিতশিষ্য, আমি পৌল, ইফিষ নগরীর সব পবিত্রগণ ও খ্রীষ্ট যীশুতে বিশ্বস্তজনদের প্রতি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর প্রেরিত, —ইফিষে স্থিত পবিত্র ও খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী জনগণ সমীপে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 খ্রীষ্ট যীশুর প্রেরিত পৌলের কাছ থেকে এই চিঠি। ঈশ্বরের ইচ্ছাক্রমে আমি একজন প্রেরিত। ঈশ্বরের পবিত্র লোকেরা যারা ইফিষে বাস করে এবং খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী, তাদের কাছে এই চিঠি লিখছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর প্রেরিত, ইফিষ শহরে বসবাসকারী পবিত্র ও খ্রীষ্ট যীশুতে বিশ্বস্ত জনগনের প্রতি পত্র।

অধ্যায় দেখুন কপি




ইফিষীয় 1:1
27 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের ইচ্ছানুসারে নিযুক্ত প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিত শিষ্য পৌল এবং ভ্রাতা তিমথী।


ঈশ্বরের ইচ্ছানুসারে নিযুক্ত খ্রীষ্ট যীশুর প্রেরিতশিষ্য আমি পৌল এবং ভ্রাতা তিমথী এই পত্র লিখছি। করিন্থ নগরের ঈশ্বরের মণ্ডলীর এবং আখায়া প্রদেশের সকল ভক্তজন সমীপে আমাদের এই নিবেদন।


গালাতীয়ার সমস্ত মণ্ডলীর কাছে আমি প্রেরিত শিষ্য পৌল এবং আমার সঙ্গীরা এই পত্র লিখছি। কোন মানুষের সুপারিশে বা কোন মানুষের দ্বারা প্রেরিতশিষ্য পদে আমি নিযুক্ত হইনি। স্বয়ং যীশু খ্রীষ্ট এবং যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, সেই পিতা ঈশ্বরই আমাকে নিযুক্ত করেছেন।


যীশু খ্রীষ্টের সেবক,* প্রেরিত শিষ্যরূপে আহূত, ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য নিযুক্ত আমি পৌল এই পত্রখানি লিখছি।


বর্তমানে আমি কেমন আছি এবং কি করছি তা সবই প্রিয় ভ্রাতা ও প্রভুর বিশ্বস্ত সেবক তুখিকাস্‌ তোমাদের জানাবেন।


এই জন্যই আমি আমার প্রিয় সন্তান এবং প্রভুর বিশ্বস্ত অনুগামী তিমথিকে তোমাদের কাছে পাঠালাম। খ্রীষ্টাশ্রিত জীবনের আচরণ সম্পর্কে আমার মত ও পথ, যা আমি সর্বত্র মণ্ডলীকে শিক্ষা দিয়ে থাকি, তিনি সে বিষয়ে তোমাদের মনে করিয়ে দেবেন।


সামান্য বিষয়ে যে বিশ্বস্ত, বহু বিষয়েও সে বিশ্বস্ত, এবং সামান্য বিষয়ে যে অসৎ বহু বিষয়েও সে অসৎ।


ভারী দুঃখকষ্টের জন্য তুমি ভীত হয়ো না। দেখ, তোমাদের যাচাই করার জন্য শয়তান তোমাদের কয়েকতজনকে কারারুদ্ধ করতে উদ্যত, দশ দিন তোমাদের নির্যাতন সহ্য করতে হব। তুমি আমরণ বিশ্বস্ত থেক, তাহলে আমি তোমাকে জীবন-মুকুট দান করব।


তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে। মেষশাবক তাদের পরাস্ত করবেন। কারণ তিনি ‘প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা’। আহূত মনোনীত বিশ্বাসীবৃন্দ, যারা তাঁর সঙ্গী তারাও জয়ী হবে।”


অব্রাহামের মত বিশ্বাসই যাদের অবলম্বন তারা তাঁরই মত আশীর্বাদ লাভ করে।


খ্রীষ্ট যীশুর সঙ্গে যারা সংযুক্ত তাদের বিরুদ্ধে আর কোন দণ্ডাদেশ নেই,


আমি জানি তোমার নিবাস কোথায়, সেখানে রয়েছে শয়তানের সিংহাসন। তুমি আমার নামে নির্ভর করেছ। আমার প্রতি বিশ্বাস হারাওনি। এমনকি তোমাদের মাঝে যেখানে শয়তানের বসতি সেখানে যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস নিহত হয়েছিল তখনও বিশ্বাস হারাওনি।


কিন্তু আমার দাস মোশি তেমন নয়, আমার এই বিশ্ব সংসারে সে-ই আমার একমাত্র বিশ্বাসভাজন ব্যক্তি।


আমরা কঠোর পরিশ্রম করে নিজেদের নিঃশেষ করে দিই। কেই আমাদের অভিসম্পাত করলে আমরা আশীর্বাদ করি। নির্যাতন করলে আমরা সহ্য করি।


তখন অননীয় বললেন, প্রভু, এই লোকটির সম্বন্ধে আমি অনেকের কাছেই শুনেছি, জেরুশালেমে আপনার ভক্তদের ওপরে কি অত্যাচারই না করছে।


ইফিসাসে গিয়ে তিনি তাদের কাছে বিদায় নিয়ে একা গেলেন ইহুদীদের সমাজভবনে এবং তাদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে লাগলেন।


তাদের কাছে বিদায় নিয়ে তিনি বললেন, ঈশ্বরের যদি ইচ্ছা হয় তাহলে তোমাদের কাছে আবার ফিরে আসব। ইফিসাস থেকে জলপথে তিনি রওনা হয়এ গেলেন।


খ্রীষ্ট যীশুকে বিশ্বাস করেই তোমরা সকলে ঈশ্বরের সন্তান হয়েছ।


ইহুদী কি অইহুদী, পরাধীন কি স্বাধীন, পুরুষ কি নারী কারও মধ্যে কোন ভেদ নেই। খ্রীষ্ট যীশুর আশ্রয়ে তোমরা সকলে এক।


এই জন্যই প্রভু যীশুর উপর তোমাদের বিশ্বাস এবং ঈশ্বর-ভক্ত লোকদের প্রতি তোমাদের ভালবাসার কথা শুনে আমিও আমার প্রার্থনায় তোমাদের কথা স্মরণ করে ধন্যবাদ জানাতে বিরত হই না।


খ্রীষ্ট যীশুর সঙ্গেই তিনি আমাদের পুনরুত্থিত করেছেন এবং স্বর্গলোকে তাঁর সঙ্গেই আমাদের আসন দান করেছেন


আমরা তাঁরই সৃষ্টি, খ্রীষ্ট যীশুর সঙ্গে সম্মিলিত হয়ে সৎকর্ম করার জন্য সৃষ্ট। এইরকম সদাচরণের জন্যই ঈশ্বর আমাদের নির্দিষ্ট করেছেন।


কিন্তু খ্রীষ্ট যীশুর সঙ্গে যুক্ত হওয়ায় পূর্বে তোমরা যারা দূরে ছিলে, খ্রীষ্টের রক্তের গুণে তারা এখন কাছে এসেছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন