Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 9:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 প্রভু বলেছেনঃ আমার নির্দেশ ঘোষিত হবে, দেখ, কুলাতে করে যেমন শস্য ঝাড়া হয় সর্বজাতির মাঝে আমি তেমনি করেই ইসরায়েলকুলকে ঝাড়াই করব, কিন্তু তাদের একটি কণাও মাটিতে পড়বে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কারণ দেখ, আমি হুকুম দেব, আর যেমন কুলাতে শস্য চালে, তেমনি আমি সমস্ত জাতির মধ্যে ইসরাইল-কুলকে চালব, কিন্তু একটি কণাও ভূমিতে পড়বে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 “কারণ আমি আদেশ দেব ও সমস্ত জাতির মধ্যে আমি ইস্রায়েলের কুলকে নাড়া দেব, যেমন শস্যদানা চালুনিতে চালা হয়, তার একটি দানাও নিচে মাটিতে পড়বে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কারণ দেখ, আমি আজ্ঞা দিব, আর যেমন কুলাতে শস্য চালে, তদ্রূপ আমি সমুদয় জাতির মধ্যে ইস্রায়েল-কুলকে চালিব, তথাপি এক কণাও ভূমিতে পড়িবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 আমি ইস্রায়েল জাতিকে ধ্বংস করবার আদেশ দিচ্ছি। আমি ইস্রায়েলের লোকদের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে দেব। যখন সে চালনিতে শস্য ঝাড়ে তখন ভালো শস্যগুলি চালনির ভেতর দিয়ে নীচে পড়ে কিন্তু খারাপ ডেলাগুলি ধরা পড়ে, যাকোবের পরিবারের সঙ্গেও তেমনটি করা হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 “দেখ, আমি এক আদেশ দেবো এবং আমি সমস্ত জাতির মধ্যে ইস্রায়েল কুলকে নাড়াবো, যেমন একজন শস্য চালুনিতে নাড়ে, যাতে একটা ছোট্ট কণাও যেন মাটিতে না পড়ে।

অধ্যায় দেখুন কপি




আমোষ 9:9
14 ক্রস রেফারেন্স  

শিমোন, শিমোন, দেখ, শয়তান তোমাদের গমের মত ঝাড়াই করার অধিকার পেয়েছে।


পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সর্বজাতির মাঝে প্রভু পরমেশ্বর তোমাদের বিক্ষিপ্ত করবেন এবং সেখানে তোমরা কাঠ ও পাথরের তৈরী দেবতাদের পূজা করবে, যাদের পরিচয় তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা কখনও পাও নি।


তাঁর নিঃশ্বাস দুকুল ভাসানো বন্যার মত সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। সমস্ত জাতির মানুষকে ভাসিয়ে নিয়ে গিয়ে ধ্বংস করে, তাদের সমস্ত মন্দ পরিকল্পনার সমাপ্তি ঘটায়।


তোমাদের আমি নানা জাতির মাঝে বিক্ষিপ্ত করব, উন্মুক্ত তরবারি তোমাদের পিছনে তাড়া করবে, ফলে তোমাদের দেশ হবে বিধ্বস্ত এবং তোমাদের নগরগুলি হবে ধ্বংসস্তূপে পরিণত।


তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যতদিন বজায় থাকবে প্রকৃতির এই নিয়মশৃঙ্খলা, ততদিন একটি জাতিরূপে বেঁচে থাকবে ইসরায়েল।


আমি আসব তোমাদের কাছে, রক্ষা করব তোমাদের। যে সমস্ত জাতির মাঝে আমি তোমাদের ছড়িয়ে দিয়েছিলাম, তাদের ধ্বংস করব আমি, কিন্তু তোমাদের ধ্বংস করব না। জেনো, দণ্ড তোমরা পাবেই, তবে সে দণ্ড হবে ন্যায়সঙ্গত। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


চতুর্দিক থেকে ঝড় আনব আমি এলমের বিরুদ্ধে। সেই ঝড় এলমের লোকদের উড়িয়ে ছড়িয়ে দেবে চারিদিকে, যতক্ষণ না এদেশের সমস্ত মানুষ উদ্বাস্তু হয়ে অন্যান্য দেশে যায়।


জেরুশালেমের মানুষ তখন নিজের সন্তানের মাংস খাবে, সন্তানেরা মা-বাপের মাংস খাবে। এখানেই শেষ নয়। এর পরও যারা বেঁচে যাবে তাদের ছত্রভঙ্গ করে ছাড়ব।


এক তৃতীয়াংশ লোক শহরের ভেতরেই মরবে মহামারী আর দুর্ভিক্ষে, এক তৃতীয়াংশ লোক শহরের বাইরে যুদ্ধে মারা পড়বে, আর এক তৃতীয়াংশ লোককে ছত্রভঙ্গ করে চারিদিকে ছড়িয়ে দিয়ে খোলা তরোয়াল নিয়ে তাদের পিছনে ধাওয়া করব।


তোমাদের মধ্যে যারা আমার বিরোধিতা করেছে সেই দুষ্টদের বেছে বেছে বার করে আলাদা করব। তারা যে যেখানে আছে সেখান থেকে বার করে এনে আলাদা করব, নিজেদের দেশেও তারা আর কখনও ফিরতে পারবে না। তখন তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


তাদের জীবন যাপনের ধারা ও আচরণের জন্য আমি তাদের অভিযুক্ত করেছিলাম এবং বিদেশী শহরে-নগরে তাদের ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছিলাম।


সেইদিন, ইউফ্রেটিস নদী থেকে মিশর সীমান্ত পর্যন্ত বিস্তৃত স্থানের সমস্ত প্রজাদের প্রভু পরমেশ্বর একজন একজন করে এনে একত্র করবেন, যেমন করে লোকে তুষ থেকে গম বাছাই করে নেয়।


একটানা গম মাড়াই করে সে শস্য নষ্ট করে না। শস্য নষ্ট না করে মাড়াই করার কাজ সে ভালভাবেই জানে।


তখন আমার প্রজারা জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর। তারা একথা জানবে, যে আমিই তাদের নির্বাসনে পাঠিয়েছিলাম এবং আমিই ফিরিয়ে এনেছি তাদের আপন দেশে, একজনকেও ফেলে আসিনি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন