Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 9:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 প্রভু বলছেনঃ হে ইসরায়েলকুল,তোমরা কি আমার দৃষ্টিতে সুদানবাসীদের মত নও? আমিই কি মিশর থেকে ইসরায়েলীদের, ক্রীট দ্বীপ থেকে ফিলিস্তিনীদের এবং কীর থেকে সিরীয়দের উদ্ধার করে আনিনি?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 মাবুদ বলেন, হে বনি-ইসরাইল, তোমরা কি আমার কাছে ইথিওপীয়দের মত নও? আমি কি মিসর দেশ থেকে ইসরাইলকে, কপ্তোর থেকে ফিলিস্তিনীদেরকে এবং কীর থেকে অরামীয়দেরকে আনি নি?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 সদাপ্রভু বলেন, “ওহে ইস্রায়েলীরা, আমার কাছে কি তোমরা কূশীয়দের মতো নও?” সদাপ্রভু ঘোষণা করেন। আমিই কি মিশর থেকে ইস্রায়েলীদের, কপ্তোর থেকে ফিলিস্তিনীদের ও কীর থেকে অরামীয়দের নিয়ে আসিনি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা কি আমার নিকটে কূশীয়দের সন্তানগণের তুল্য নহ? আমি কি মিসর দেশ হইতে ইস্রায়েলকে, কপ্তোর হইতে পলেষ্টীয়দিগকে, এবং কীর হইতে অরামীয়দিগকে আনি নাই?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 প্রভু এই কথা বলেন: “হে ইস্রায়েল, তুমি আমার কাছে কূশীয়দের মতো। আমি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বাইরে এনেছিলাম। আমি কপ্তোর থেকে পলেষ্টীয়দের এবং কীর থেকে অরামীয়দের বার করে এনেছিলাম।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 “হে ইস্রায়েল, তোমরা কি আমার কাছে কুশীয় লোকদের মত নও?” এটি সদাপ্রভুর ঘোষণা। “আমি কি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বার করে নিয়ে আসিনি, কপ্তোর থেকে পলেষ্টীয়দের এবং কীর থেকে অরামীয়দের কি আনি নি?

অধ্যায় দেখুন কপি




আমোষ 9:7
14 ক্রস রেফারেন্স  

ফিলিস্তিয়ার ধ্বংসের কাল আসন্ন, আসন্ন সোর ও সীদোন থেকে বিচ্ছিন্ন হবার কাল, যেখান থেকে আসে সমূহ সাহায্য। ফিলিস্তিনী ও যারা ক্রীটের উপকূল থেকে এসেছে, ধ্বংস করব তাদের সকলকে আমি, প্রভু পরমেশ্বর।


তিগলাৎ পিলেশর আহসের আবেদনে সাড়া দিলেন। তিনি সৈন্য সামন্ত নিয়ে দামাসকাস আক্রমণ ও অধিকার করলেন এবং রেৎসিনকে হত্যা করে সেখানকার লোকদের বন্দী করে কীর-এ নিয়ে গেলেন।


আর গাজা পর্যন্ত বিভিন্ন জনপদে অব্বীয় জাতির যে লোকেরা বাস করত কাপ্তোর থেকে আগত কাণ্ডোরীরা তাদের উচ্ছেদ করে সেখানে বসতি স্থাপন করল।)


ইমোরীদের দেশে তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমিই তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলাম, চল্লিশ বছর প্রান্তরে তোমাদের করেছিলাম পরিচালনা।


আমি ভেঙ্গে ফেলব দামাসকাসের তোরণ, আবেন উপত্যকার অধিবাসীদের, বেথ-এদনের রাজদণ্ডধারীদের উচ্ছেদ করব সমূলে। সিরিয়ার অবশিষ্ট অধিবাসীরা বন্দী হয়ে নির্বাসিত হবে কীর দেশে। প্রভুই বলেছেন এ কথা।


প্রভু পরমেশ্বর একজন নবীর দ্বারা মিশর থেকে ইসরায়েলকে উদ্ধার করে আনলেন, নবীর সাহায্যেই প্রতিপালন করলেন তাকে।


কেউ কি কখনও তার গায়ের রং বদলাতে পারে অথবা চিতাবাঘ কি তার গায়ের ছাপ পারে পাল্টে দিতে? তা যদি পারে, তবে তুমি যে মন্দ ছাড়া আর কিছুই কোনদিন কর নি, সেই তুমিও ন্যায় কাজ করতে পারবে।


এলম দেশ থেকে অশ্বারোহী ধনুর্দ্ধর সৈন্যবাহিনী ছুটে এসেছে। কীর দেশের সৈনিকেরা ঢাল হাতে প্রস্তুত হয়ে আছে।


আসিরিয়ার সম্রাট এই দুই দেশ থেকে বন্দীদের বিবস্ত্র অবস্থায় নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ সকলকেই নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় পথ চলতে হবে, তাদের অনাবৃত নিতম্ব মিশরের লজ্জার কারণ হবে।


এই দিনেই প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের গোষ্ঠী অনুসারে দলে দলে ভাগ করে সকলকে মিশর থেকে উদ্ধার করে আনলেন।


কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, যিনি রক্ষা করেন তোমায়। মিশর, সুদান ও সেবা দেশ আমি দিয়েছি তোমার মুক্তিপণরূপে।


সেরহ্ নামে একজন সুদানী দশ লক্ষ সৈন্য এবং তিনশো রথারোহী যোদ্ধাসহ যিহুদীয়া রাজ্য জয় করে মারেসাহ্‌ পর্যন্ত এগিয়ে আসে।


যিহুদীয়ার সৈন্যবাহিনীকে নিয়ে রাজা আসা সুদানী সেনানীকে আক্রমণ করলে প্রভু পরমেশ্বর সুদানীদের পরাজিত করলেন। তারা পলায়ন করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন