Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 7:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তিনি তখন আমাকে আর একটি দৃশ্য দেখালেনঃ দেখলাম, একটি খাড়া দেয়ালের পাশে প্রভু ওলন দড়ি হাতে দাঁড়িয়ে আছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তিনি আমাকে এরকম দেখালেন, দেখ, প্রভু ওলোন হাতে নিয়ে ওলোনের দ্বারা প্রস্তুত একটি দেয়ালের উপরে দাঁড়িয়ে আছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তারপর তিনি আমাকে দেখালেন: সদাপ্রভু একটি ওলন-সুতো হাতে ধরে ওলন-সুতোর সাহায্যে তৈরি একটি দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তিনি আমাকে এইরূপ দেখাইলেন, দেখ, প্রভু ওলোন হস্তে লইয়া ওলোনের দ্বারা প্রস্তুত এক ভিত্তির উপরে দাঁড়াইয়া আছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 প্রভু আমাকে এই দর্শন দেখালেন: প্রভু তাঁর হাতে ওলন দড়ি নিয়ে এক দেওয়ালের ধারে দাঁড়িয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তিনি আমাকে এই দেখালেন, দেখ, প্রভু একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছেন, তাঁর হাতে ওলনদড়ি নিয়ে।

অধ্যায় দেখুন কপি




আমোষ 7:7
13 ক্রস রেফারেন্স  

আমি শমরিয়া এবং ইসরায়েলরাজ আহাব ও তার বংশধরদের যে শাস্তি দিয়েছি, জেরুশালেমকেও তেমনি শাস্তি দেব। লোকে যেমন বাসন মেজে-ধুয়ে পরিস্কার করে উবুড় করে রাখে, আমিও তেমনি জেরুশালেমকে মেজে-ধুয়ে পরিস্কার করব।


আমার সঙ্গে যিনি কথা বলছিলেন তাঁর হাতে ঐ নগরী ও তার তোরণগুলি ও প্রাচীর জরীপ করার জন্য একটি সুবর্ণ মানদণ্ড ছিল।


এর পরে আমার হাতে লাঠির মত একটি মাপকাঠি দেওয়া হল এবং আমাকে নির্দেশ দেওয়া হল, “ওঠ, ঈশ্বরের মন্দির ও বেদীর মাপ নাও এবং সেখানে যারা উপাসনা করে তাদের গণনা কর।


তিনি আমাকে আরও কাছে নিয়ে এলেন। আমি দেখলাম, একটি মানুষ। দেহ তাঁর মাজা পেতলের মত চক্‌চক্‌ করছে। তাঁর হাতে রয়েছে একটি গজ ফিতে আর একটি মাপকাঠি। তিনি দাঁড়িয়ে আছেন দেউড়ির পাশে।


সিয়োন নগরীর বেষ্টনী ভেঙ্গে ফেলার সঙ্কল্পে সুদৃঢ় প্রভু পরমেশ্বর চরম বিনাশের জন্য নিলেন প্রস্তুতি। স্তম্ভরাজি ও দুর্গপ্রাকার একই সাথে হল ভূলুন্ঠিত।


এদেশ পেঁচা ও দাঁড়কাকের বাসভূমি হবে, সৃষ্টির পূর্বে এর যে অবস্থা ছিল, প্রভু পরমেশ্বর আবার তার সেই রকম অবস্থা করবেন, পরিণত করবেন ঊষর বন্ধ্যাভূমিতে।


ন্যায়বিচার হবে এর মানরজ্জু এবং বিশ্বস্ততা হবে এর ওলোন সূত্র। যে মিথ্যার উপরে তোমরা নির্ভর করে আছ, সেই মিথ্যার আশ্রয়কে প্রচণ্ড শিলাবৃষ্টি ভাসিয়ে নিয়ে যাবে এবং বন্যায় ধ্বংস করে দেবে তোমাদের ঐ নিরাপত্তার মিথ্যা আশ্বাস।


তিনি মোয়াবের বন্দীদের তিন ভাগ করে তিন সারিতে মাটিতে শোয়ালেন, দুভাগ লোককে হত্যা করলেন এবং একভাগ লোককে বাঁচিয়ে রাখলেন। তারাই দাউদের বশ্যতা স্বীকার করে তাঁকে কর দিতে লাগল।


তিনি আরও দেখলেন, প্রভু পরমেশ্বর তাঁর পাশে দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন, আমি প্রভু পরমেশ্বর তোমার পিতা অব্রাহামের ও ইস্‌হাকের আরাধ্য ঈশ্বর। যে ভূমিতে তুমি শুয়ে আছ, সেই ভূমি আমি তোমাকে ও তোমার বংশধরদের দেব।


প্রভু তখন এ বিষয়ে তাঁর সঙ্কল্প পরিবর্তন করলেন, তিনি বললেন, এ ধ্বংসের ঘটনাও ঘটবে না।


প্রভু আমাকে বললেন, আমোস, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আমি বললাম, একটি ওলন দড়ি। প্রভু বললেন, দেখ, আমার প্রজা ইসরায়েলীদের মাঝে আমি এই ওলন দড়ি স্থাপন করব। আমি আর কখনও তাদের ত্রুটি ক্ষমা করব না।


কাজের ধীরগতি সেদিন যাদের হতাশ করেছিল, আজ তারা জেরুব্বাবেলের উদ্যমে কাজের অগ্রগতি দেখে আনন্দিত হবে। সাতটি প্রদীপ প্রভুর সাতটি চোখ। এগুলি সারা পৃথিবীর উপর নজর রাখে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন