Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 7:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তখন আমি নিবেদন করলাম: হে সর্বাধিপতি প্রভু! ক্ষান্ত হও, ক্ষুদ্রাতিক্ষুদ্র যাকোবকুল কি করে এ সব সহ্য করবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তখন আমি বললাম, হে সার্বভৌম মাবুদ, আরজ করি, ক্ষান্ত হও; ইয়াকুব কিভাবে দাঁড়াবে? কেননা সে ক্ষুদ্র।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তখন আমি কেঁদে চিৎকার করে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, আমি তোমার কাছে অনুনয় করছি, তুমি ক্ষান্ত হও! যাকোব কীভাবে বেঁচে থাকবে? সে কত ছোটো!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তখন আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, বিনয় করি, ক্ষান্ত হও; যাকোব কিরূপে উঠিয়া দাঁড়াইবে? কেননা সে ক্ষুদ্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তখন আমি বললাম, “হে প্রভু ঈশ্বর, দয়া করে ক্ষান্ত হোন। যাকোব কিভাবে রক্ষা পাবে? কারণ সে ক্ষুদ্র।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কিন্তু আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষান্ত হোন; যাকোব কিভাবে রক্ষা পাবে? কারণ সে খুবই ছোট।”

অধ্যায় দেখুন কপি




আমোষ 7:5
9 ক্রস রেফারেন্স  

হে আমাদের ত্রাণেশ্বর, আবার ঘুচাও আমাদের বন্দিদশা। আমাদের প্রতি নিবৃত্ত কর তোমার ক্রোধ।


মন্দিরের বেদীর কাছে প্রভুর যাজকেরা কেঁদে কেঁদে বলুক, হে প্রভু পরমেশ্বর, তোমার প্রজাদের প্রতি দয়া কর অন্য জাতির হাতে তোমার আপন জনদের অপমানিত হতে দিও না তারা আমাদের উপহাস করে যেন বলতে না পারে —কোথায় তোমাদের ঈশ্বর?


জেরুশালেমের অধিবাসী মুখর হবে স্তবে ও প্রশংসায়, মহানন্দে তুলবে জয়ধ্বনি। আমার আশিসে তারা বেড়ে চলবে সংখ্যায়, আমারই আশীর্বাদ তাদের এনে দেবে গৌরব ও সম্মান।


আর কিছুদিনের মধ্যেই আমি তোমাদের উপরে শাস্তির পালা শেষ করব এবং তারপর আমি তাদের ধ্বংস করব।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যদি কিছু লোককে রক্ষা না করতেন, তাহলে জেরুশালেম সদোম-ঘমোরার মত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেত।


কাজের ধীরগতি সেদিন যাদের হতাশ করেছিল, আজ তারা জেরুব্বাবেলের উদ্যমে কাজের অগ্রগতি দেখে আনন্দিত হবে। সাতটি প্রদীপ প্রভুর সাতটি চোখ। এগুলি সারা পৃথিবীর উপর নজর রাখে।


বিনতি করি, মিশর থেকে আরম্ভ করে এ পর্যন্ত তুমি এই লোকদের যে ভাবে সহ্য করে এসেছ, সেইভাবেই তোমরা অবিচল প্রেমের মাহাত্ম্যে এদের অপরাধ ক্ষমা কর।


হত্যাকাণ্ড চলছে চারিদিকে। আমি সেখানে একা দাঁড়িয়ে। আমি তখন মাটিতে উবুড় হয়ে পড়ে চীৎকার করে কেঁদে বললাম, হে বিশ্বনাথ, জেরুশালেমের উপর তুমি এত ক্রুদ্ধ হয়েছ প্রভু, যে ইসরায়েলের যে কয়জন অবশিষ্ট ছিল, তাদের প্রত্যেককে হত্যা করতে চলেছ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন