Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 7:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 অমৎসিয় আমোসকে বললেন, ওহে দিব্যদর্শী, খুব হয়েছে, এবার যিহুদীয়ায় পালাও। সেখানে গিয়ে ভাবোক্তি করে অন্নসংস্থান কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর অমৎসিয় আমোজকে বললো, হে দর্শক, তুমি যাও, এহুদা দেশে পালিয়ে যাও, সেই স্থানে রুটি আহার কর ও সেই স্থানে ভবিষ্যদ্বাণী বল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তারপর অমৎসিয় আমোষকে বললেন, “ওহে দর্শক, তুমি এখান থেকে চলে যাও। তুমি যিহূদা দেশে ফিরে যাও। তুমি সেখানে তোমার রুটি রোজগার করো এবং সেখানেই তোমার ভবিষ্যদ্‌বাণী করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর অমৎসিয় আমোষকে কহিল, হে দর্শক, তুমি যাও, যিহূদা দেশে পলায়ন কর, সেই স্থানে রুটী ভোজন কর, ও সেই স্থানে ভাববাণী বল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 আর অমৎসিয় আমোষকে বলল, “হে দর্শক যিহূদায় চলে যাও, সেখানে খাও দাও আর প্রচার কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 অমৎসিয় আমোষ বললেন, “দর্শনকারী, যাও, যিহূদা দেশে পালিয়ে যাও এবং সেখানে রুটি খাও এবং ভাববাণী কর।

অধ্যায় দেখুন কপি




আমোষ 7:12
16 ক্রস রেফারেন্স  

সংসারে আবদ্ধ ঈশ্বরের আত্মার প্রসাদ গ্রহণ করতে পারে না কারণ তার বিবেচনায় এ সবই মূর্খতা। সে এ কথা বুঝতেও পারে না কারণ আধ্যাত্মিক ভাবেই তার বিচার-বিশ্লেষণ করতে হয়।


শহরের সমস্ত লোক তখন যীশুকে দেখতে এল। তাঁর সঙ্গে দেখা হলে তারা তাঁকে ঐ অঞ্চল ছেড়ে চলে যেতে অনুরোধ করল।


(আগেকার দিনে ইসরায়েলীদের মধ্যে যখন কেউ দৈব অনুসন্ধান করতে যেত তখন সে বলত, চল আমরা দিব্যদর্শীর কাছে যাই, কারণ আজকাল যাঁকে নবী বলা হয় আগেকার দিনে তাঁকে বলা হত দিব্যদর্শী)।


ঈশ্বরের যে মেষপাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তাদের পালন কর। বাধ্য হয়ে নয়, কিন্তু স্বেচ্ছায়, ঈশ্বর যেভাবে চান সেইভাবে। কোন স্বার্থসিদ্ধির জন্য নয়, কিন্তু আগ্রহভরে এই কাজ কর।


এইসব লোকদের এড়িয়ে চল, কারণ তারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সেবা করে না, নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টায় লিপ্ত থাকে এবং স্তুতিবাদ ও তোষামোদে তারা সরল ব্যক্তিদের মন ভুলায়।


তাঁরা পৌল ও সীলের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন ও তাঁদের মুক্ত করে বাইরে নিয়ে এলেন এবং সেই নগর ছেড়ে চলে যেতে অনুরোধ করলেন।


ঠিক সেই সময়ে কয়েকজন ফরিশী এসে যীশুকে বললেন, আপনি এখান থেকে চলে যান, কারণ হেরোদ আপনাকে হত্যা করতে চায়।


হায়, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে মন্দিরের দ্বার বন্ধ করে দিতে পারে, যেন আমার বেদীর উপর বৃথা হোমের আগুন না জ্বলে। তোমাদের উপর আমি প্রসন্ন নই, তোমাদের দেওয়া কোন নৈবেদ্য আমি গ্রহণ করব না।


কিন্তু তোমরা সেই নাসীরীয় ব্রতধারীদের সুরাপানে প্ররোচিত করেছ,নবীদের উপর নিষেধাজ্ঞা জারী করে বলেছ, ‘প্রভুর বাণী উচ্চারণ করো না।’


এক মুঠো অন্নের জন্য, কয়েক টুকরো রুটির জন্য আমারই প্রজার সামনে আমাকেই তোমরা অপমান কর। যাদের বাঁচার কথা তাদের তোমরা হত্যা করেছ আর যাদের মরার কথা তাদের তোমরা বাঁচিয়ে রাখছ। তোমরা আমার প্রজাদের মিথ্যা বলে প্রবঞ্চনা কর এবং তারাও তোমাদের বিশ্বাস করে।


লোভী কুকুরের মত তারা, কিছুতেই তাদের ক্ষুধার নিবৃত্তি হয় না এদের শাসককুল বোধবুদ্ধিহীন! তারা প্রত্যেকে নিজের খুশী মত কাজ করে, তারা স্বার্থসন্ধানী।


তারা প্রবক্তা নবীদের চুপ করে থাকতে বলে। তারা তাদের বলে, আমাদের মনের মত কথা বল, ধর্মজ্ঞানে আমাদের প্রয়োজন নেই। আমাদের গড়া মায়াজালের মধ্যেই আমাদের থাকতে দাও।


এতে রাজা আসা নবীর উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাঁকে শৃঙ্খলিত করে রাখলেন। এই সময় থেকে রাজা আসা কিছু কিছু লোকের উপর নির্মম ব্যবহার করতে আরম্ভ করেছিলেন।


তোমার বংশে যারা অবশিষ্ট থাকবে তাদের প্রত্যেকে একটি রৌপ্যমুদ্রা ও একখণ্ড রুটির জন্য তাঁর কাছে এসে প্রণিপাত করে বলবে, এক খণ্ড রুটি যাতে খেতে পাই তার জন্য অনুগ্রহ করে পৌরোহিত্যের যে কোন কাজে আমাকে নিযুক্ত করুন।


আমোস বলে বেড়াচ্ছে, ‘যারবিয়াম যুদ্ধে নিহত হবেন আর ইসরায়েলীরা অবশ্যই তাদের দেশ থেকে নির্বাসিত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন