Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 5:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 প্রভু পরমেশ্বর এই কথা বলেনঃ যে নগরে সশস্ত্র লোকের সংখ্যা এক হাজার সেখানে মাত্র একশো জন থাকবে অবশিষ্ট, আর যেখানে একশো সেখানে ইসরায়েলকুলের থাকবে মাত্র দশজন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 কারণ সার্বভৌম মাবুদ এই কথা বলেন, যে নগরের লোকেরা এক হাজার লোক বের হয়, তার একশত অবশিষ্ট থাকবে; আর যেখানে লোকেরা একশত হয়ে বের হয়, তার দশ জন অবশিষ্ট থাকবে, ইসরাইল-কুলের জন্য।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সার্বভৌম সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন: “তোমার নগরের লোকেরা সহস্র হয়ে সমরাভিযান করে, তাদের কেবলমাত্র শতজন অবশিষ্ট থাকবে; তোমার নগর একশত জন হয়ে যুদ্ধযাত্রা করে, তারা কেবলমাত্র দশজন অবশিষ্ট থাকবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে নগরের লোকেরা সহস্র হইয়া বাহির হয়, তাহার এক শত অবশিষ্ট থাকিবে; আর যেখানে লোকেরা এক শত হইয়া বাহির হয়, তাহার দশ জন অবশিষ্ট থাকিবে, ইস্রায়েল-কুলের নিমিত্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু আমার, সদাপ্রভু এই কথাগুলো বলছেন: “সৈন্যরা যারা 1000 লোককে নিয়ে শহর ত্যাগ করবে তারা শুধু 100 জন নিয়ে ফিরে আসবে। 100 জন নিয়ে যারা শহর ছেড়ে বাইরে যাচ্ছে, তারা কেবলমাত্র 10 জন লোক নিয়ে ফিরবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 এই কারণের জন্য প্রভু সদাপ্রভু বলেন, “সেই শহরের লোকেরা যারা হাজার হাজার হয়ে বেরিয়ে যায় সেখানে একশোজন বাকি থাকবে এবং যারা একশোজন করে বেরোবে সেখানে দশ জন থাকবে ইস্রায়েল কুলের হয়ে।”

অধ্যায় দেখুন কপি




আমোষ 5:3
10 ক্রস রেফারেন্স  

ইসরায়েল সম্বন্ধে যিশাইয় সোচ্চারে ঘোষণা করেছেন, “ইসরায়েল সন্তানদের সংখ্যা সাগরবেলার বালুরাশির মত অগণিত হলেও অতি ক্ষুদ্রাংশই উদ্ধার পাবে।


যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারীর হাত থেকে তাদের কিছু লোককে আমি রক্ষা করব যেন ভিন্ন জাতির মধ্যে বাস করে তারা বুঝতে পারে যে, কী জঘন্য অনাচারই না তারা করেছে এবং তখনই তারা স্বীকার করবে যে ,আমিই প্রভু পরমেশ্বর।


এখন বর্তমানে সমুদ্রের বালুকারাশির মত ইসরায়েলের জনসংখ্যা হলেও তাদের মধ্যে থেকে অবশিষ্ট মাত্র কয়েকজন ফিরে আসবে। এই জাতির ধ্বংস অনিবার্য। তারা সম্পূর্ণভাবে এর যোগ্য।


এমন কি সেখানে যদি দশজনের মধ্যে একজনও বেঁচে থাকে, সেও ধ্বংস হয়ে যাবে। সে হবে কেটে ফেলা একটি ওকগাছের গুঁড়ির মত। (ঈশ্বরের প্রজাদের নবায়িত জীবনের সুচনার প্রতিভূ হল এই গুঁড়ি)।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যদি কিছু লোককে রক্ষা না করতেন, তাহলে জেরুশালেম সদোম-ঘমোরার মত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেত।


তোমরা, একদা আকাশের নক্ষত্ররাজির মত অসংখ্য ছিলে কিন্তু তখন তোমাদের অতি অল্প সংখ্যক লোকই অবশিষ্ট থাকবে কারণ তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ পালন কর নি।


বিভিন্ন জাতির মধ্যে প্রভু পরমেশ্বর তোমাদের ছত্রভঙ্গ করে দেবেন। যে জাতিসমূহের মধ্যে প্রভু পরমেশ্বর তোমাদের বিক্ষিপ্ত করবেন, তাদের মধ্যে তোমরা সংখ্যালঘু হয়ে থাকবে।


কোনও বাড়িতে দশজন লোক থাকলে, তারা সকলেই মরবে।


আমাদের পশুপাল যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, না হয় যেন তার কোন ক্ষয়ক্ষতি, আমাদের রাজপথগুলিতে যেন ধ্বনিত না হয় আর্তনাদ।


প্রভু যেমন তোমাদের প্রতি প্রসন্ন হয়ে তোমাদের লোকসংখ্যা বৃদ্ধি করেছিলেন ও তোমাদের সমৃদ্ধি দান করেছিলেন, ঠিক তেমনি ভাবেই তিনি তোমাদের ধ্বংস ও উচ্ছেদ সাধন করে প্রীতিলাভ করবেন। যে দেশ তোমরা এখন দখল করতে যাচ্ছ, সেখান থেকে তখন তোমরা সমূলে উচ্ছিন্ন হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন