Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 4:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 পানীয় জলের জন্য দুই বা তিনটি নগরের লোক অতি কষ্টে জড়ো হত এক নগরে, কিন্তু তাদের তৃষ্ণা মিটত না, তবুও তোমরা ফিরে এলে না আমার কাছে। প্রভু বলেন এ কথা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তাই পানি পান করার জন্য দুই তিন নগরের লোক টলতে টলতে অন্য এক নগরে যেত, কিন্তু তৃপ্ত হত না; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না, মাবুদ এই কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 লোকেরা নগর থেকে নগরে জলের জন্য টলতে টলতে যেত, কিন্তু পান করার জন্য যথেষ্ট জল পেত না, তবুও তোমরা আমার কাছে ফিরে আসোনি,” সদাপ্রভু ঘোষণা করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তাই জল পানার্থে দুই তিন নগরের লোক টলিতে টলিতে অন্য এক নগরে যাইত, কিন্তু তৃপ্ত হইত না; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 সে জন্য দুটি অথবা তিনটি শহরের সাধারণ মানুষরা জল পাওয়ার জন্য অন্য শহরে কষ্ট করে গিয়েছিল—কিন্তু সেখানে প্রত্যেক মানুষের জন্য যথেষ্ট পরিমাণে জল ছিল না। তখনও পর্যন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য আসো নি।” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 দুটো বা তিনটে শহর টলতে টলতে অন্য শহরে যায় জল পান করার জন্য, কিন্তু তৃপ্ত হয় না। তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না।” এই হল সদাপ্রভুর ঘোষণা।

অধ্যায় দেখুন কপি




আমোষ 4:8
16 ক্রস রেফারেন্স  

এই জন্যই আমি তোমাদের নগরগুলিতেদাঁতে কাটার কুটাগাছটিও রাখিনি, তোমাদের প্রতিটি জনপদে দিয়েছি খাদ্যাভাব, কিন্তু তবুও তোমরা ফিরে এলে না আমার কাছে। প্রভু বলেন এ কথা।


অঢেল বীজ বুনেও যৎসামান্য ফসল তুলেছ? কেন তোমাদের খাওয়া-দাওয়া যথেষ্ট পরিমাণে হয় না, কেন তোমরা প্রয়োজনীয় পোষাকের সংস্থান করতে পার না? তোমাদের উপার্জন যেন শুধু ফুটো পাত্রে জল ঢালা।


আহাব তাঁকে বললেন, দেশের যেখানে যত নদী আর ঝর্ণা আছে, চল সব দেখে আসি। আমাদের খচ্চর আর ঘোড়াগুলির জন্য ঘাস পাওয়া যায় কিনা। তা না হলে এই পশুপালকে বাঁচানো যাবে না।


তোমরা আহার করবে, কিন্তু তৃপ্ত হবে না, মিটবে না তোমাদের ক্ষুধা।তোমরা পৃথক রাখবে, কিন্তু সঞ্চয় করতেপারবে না। যদিও বা কিছু সঞ্চয় কর, শত্রুরা লুট নেবে সব।


ইসরায়েলের দর্প সাক্ষ্য দিচ্ছে তার বিরুদ্ধে,তা সত্ত্বেও তারা প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসছে না, কিম্বা করছে না তাঁর অন্বেষণ।


কিন্তু আমি দেখেছি জেরুশালেমের নবীরা নিকৃষ্ট তাদের চেয়েও, ব্যভিচার করে তারা, মিথ্যা কথা বলে, অন্যায় কাজে সাহায্য করে মানুষকে যাতে দুষ্কর্ম বন্ধ না করে কেউ। আমার চোখে তারা সদোম-ঘমোরার মানুষের মতই মন্দ।


আমি ভেবেছিলাম, এসব কাজ করার পর হয়তো সে আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু না, সে আর ফিরে এল না। তার অবিশ্বাসিনী বোন যিহুদীয়া এই সবই দেখল।


পূর্বে সিরিয়া ও পশ্চিমে ফিলিস্তিয়া তাদের গ্রাস করার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হয় নি, শাস্তিদানের জন্য এখনও তাঁর হাত উদ্যত হয়ে আছে।


সেইজন্য বর্ষা রুদ্ধ হয়েছে, বসন্তে আর বৃষ্টি নামে না। তোমাকে এখন ব্যভিচারিণীর মতই দেখায়, কোন লাজ-লজ্জা নেই তোমার।


প্রভু পরমেশ্বর চান বিশ্বস্ততা, তিনি আঘাত করলেন তোমাদের, তবু তোমরা গ্রাহ্য করলে না। তিনি তোমাদের বিপর্যস্ত করলেন, তবু তোমরা সংশোধন করলে না নিজেদের। চরম ঔদ্ধত্যে একগুঁয়েমি করলে, ফিরে এলে না পাপের পথ থেকে।


তবু তারা আমার কাছে ফিরে আসতে চাইল না। তাই তাদের আবার মিশরে ফিরে যেতে হবে, এবং আসিরিয়া হবে তাদের অধিপতি।


তোমরা পরিশ্রম করে ফসল উৎপন্ন করতে, তাতে আমি শস্য বিধ্বংসী রোগ, ছত্রাক ও শিলাবৃষ্টি দিয়ে আঘাত হানতাম, কিন্তু তোমরা আমার কাছে ফিরে এলে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন