Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 4:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তোমরা বেথেলের পীঠস্থানে গিয়ে বরং পাপ বাড়াও, গিল্‌গলের পীঠস্থানে যাও, আরও বৃদ্ধি করপাপের মাত্রা। প্রতিদিন প্রভাতে বলি উৎসর্গ কর, তিনদিন অন্তর নিবেদন কর তোমাদের আয়ের দশমাংশ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তোমরা বেথেলে গিয়ে অধর্ম কর, গিল্‌গলে গিয়ে অধর্মের বৃদ্ধি কর এবং প্রতি প্রভাতে নিজ নিজ কোরবানী ও প্রতি তিন দিনের দিন নিজ নিজ দশ ভাগের এক ভাগ উৎসর্গ কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 “তোমরা বেথেলে যাও ও পাপ করো; তোমরা গিল্‌গলে যাও ও আরও বেশি পাপ করো। রোজ সকালে তোমাদের নৈবেদ্য নিয়ে এসো, প্রত্যেক তিন বছর পরপর তোমাদের দশমাংশ উৎসর্গ করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তোমরা বৈথেলে গিয়া অধর্ম্ম কর, গিল্‌গলে গিয়া অধর্ম্মের বৃদ্ধি কর, এবং প্রতিপ্রভাতে আপন আপন বলি, ও তিন তিন দিবসান্তে আপন আপন দশমাংশ উৎসর্গ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “বৈথেলে যাও এবং পাপ কর! গিল‌্গলে গিয়ে আরো বেশী করে পাপ কর। সকালে তোমাদের বলি উৎসর্গ কর। প্রতি তিন দিনের উৎসবের জন্য তোমাদের শস্যের এক দশমাংশ নিয়ে এসো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 “তোমরা বৈথেলে যাও এবং পাপ কর, গিলগলে যাও আর পাপ বাড়াও। তোমাদের বলি প্রত্যেক সকালে আনো, তোমাদের দশমাংশ প্রত্যেক তিনদিন বাদে আনো।

অধ্যায় দেখুন কপি




আমোষ 4:4
16 ক্রস রেফারেন্স  

(হে ইসরায়েলকুল, তোমরা ব্যভিচারী হলেও যিহুদাকুল কোনও অপরাধ করবে না।) তোমরা গিল্‌গলে পদার্পণ করো না, বেল-আবেলের পথে যেও না, আর শপথ করো না ‘সদাজাগ্রত প্রভুর দিব্য’ বলে।


সর্বাধিপতি প্রভু বলেছেন, হে ইসরায়েলীবৃন্দ, তোমরা নিজেদের খেয়াল খুশী মত চলতে চাও, অলীক মূর্তি পূজা করতে চাও, কিন্তু মনে রেখো, এরপর এসব তোমাদের বর্জন করতে হবে, ঐসব অলীক মূর্তির কাছে নৈবেদ্য উপচার উৎসর্গ করে আমার মর্যাদা ক্ষুণ্ণ করা চলবে না।


তোমরাও তোমাদের পিতৃপুরুষদের ধারা অনুসরণ করে চলেছ।


বেথেলে কোনও কিছুর সন্ধানে যেও না, প্রবেশ করো না গিল্‌গলে, কিম্বা বের-শেবাতেও যেও না,কারণ গিল্‌গল নির্বাসিত হবে, বেথেলেরও থাকবে না কোনও চিহ্ন।


গিলিয়দে যদি অধর্ম থাকে তবে তারা অবশ্যই বিধ্বস্ত হবে। গিল্‌গলে যদি তারা বৃষ বলিদান করে তবে তাদের বেদীগুলি ক্ষেতের আলে বসান পাথরের ঢিবির মত হবে।


প্রভু পরমেশ্বর বলেন, গিলগলেই শুরু হয়েছিল তাদের সমস্ত দুষ্কর্ম, সেখানেই তাদের প্রতি আমার ঘৃণা জন্মেছিল। এই সমস্ত অপকর্মের জন্যই আমি তাদের আমার দেশ থেকে বিতাড়িত করব, আমি আর ভালবাসব না তাদের, কারণ তাদের নেতারা সকলেই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।


যীশু তাঁদের কাছে তৃতীয়বার এলেন, এসে বললেন, এখনও ঘুমাচ্ছ, বিশ্রাম করছ? যথেষ্ট হয়েছে, সময় ঘনিয়ে এসেছে! দেখ, মানবপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।


দিনরাত সে সমাধিক্ষেত্র ও পাহাড়ে পাহাড়ে চীৎকার করে বেড়াত আর পাথর দিয়ে নিজের দেহ ক্ষতবিক্ষত করত।


যেদিন আমি ইসরায়েলীদের অপরাধের প্রতিবিধান করব, সেদিন বেথেলের বেদীগুলিরও যোগ্য প্রতিফল দেব। বেদীর শৃঙ্গগুলি ভেঙ্গে পড়বে মাটিতে।


হে তরুণ, জীবনের এই নবীন ক্ষণটিকে হেলায় করো না নষ্ট, বরং তোমার বিচার-বিবেচনার আলোতে পথ চল। মনে রেখ, তুমি যা-ই কর না কেন, ঈশ্বর করবেন তার বিচার।


তারপর শিষ্যদের কাছে ফিরে এসে তিনি তাঁদের বললেন, এখনও ঘুমাচ্ছ, বিশ্রাম করছ এখনও? দেখ, লগ্ন সমাগত। মানবপুত্র পাপীদের হাতে সমর্পিত হতে চলেছেন।


তৃতীয় বৎসরে অর্থাৎ দশমাংশ দান করার বৎসরে, তোমার সংগৃহীত ফসলের দশমাংশ তুমি লেবীয়, প্রবাসী, অনাথ ও বিধবা যারা তোমাদের নগরে বাস করে তাদের ভরণ পোষণের জন্য দেবে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন