Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 4:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 সেইজন্য হে ইসরায়েলকুল! আমি তোমাদের এই দশা করব।যেহেতু তোমাদের এই অবস্থা আমি করব, সেইহেতু হে ইসরায়েলকুল, তোমাদের ঈশ্বরের সম্মুখীন হওয়ার জন্য তোমরা প্রস্তুত হও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 হে ইসরাইল, এজন্য আমি তোমার প্রতি এরকম ব্যবহার করবো; আর এই কারণে, হে ইসরাইল, তুমি তোমার আল্লাহ্‌র সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 “সেই কারণে, ওহে ইস্রায়েল, আমি তোমাদের প্রতি এইরকম ব্যবহার করব, আর যেহেতু আমি এইরকম ব্যবহার করব, ওহে ইস্রায়েল, তুমি তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হও।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 ইহা সদাপ্রভু বলেন। হে ইস্রায়েল, এই জন্য আমি তোমার প্রতি এইরূপ ব্যবহার করিব; আর তোমার প্রতি আমি এইরূপ ব্যবহার করিব, এই হেতু, হে ইস্রায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 “সে জন্য ইস্রায়েল, আমি তোমার সঙ্গে এই কাজগুলো করব। আমি তোমার জন্য এই কাজটি করব। ইস্রায়েল, তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য প্রস্তুত হও।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 “হে ইস্রায়েল, সেইজন্য আমি ভয়ঙ্কর কিছু করব তোমার প্রতি এবং যেহেতু আমি ভয়ঙ্কর কিছু করব তোমার প্রতি, প্রস্তুত হও তোমার ঈশ্বরের সঙ্গে দেখা করার জন, হে ইস্রায়েল!

অধ্যায় দেখুন কপি




আমোষ 4:12
20 ক্রস রেফারেন্স  

নগর প্রাকারের ভাঙ্গা জায়গাগুলোর দিকে তাদের নজর নেই, সেগুলি মেরামত করার চেষ্টাও তারা করে না। তাই, প্রভুর নির্দিষ্ট দিনে ইসরায়েল বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ করেত পারবে না।


প্রকাশ পাক তোমার নগ্নতা, মানুষ দেখুক অবমানিত ও লজ্জিত হয়েছ তুমি। গ্রহণ করব আমি এর প্রতিশোধ কেউ পারবে না রোধ করতে আমায়।


কাজেই তোমরা প্রস্তুত হয়ে থাকবে, কারণ মানবপুত্র এমন সময়ে আসবেন যে সময়ে তাঁর আগমন প্রত্যাশা করবে না।


তোমার বিরুদ্ধে কেউ যদি মামলা রুজু করে তাহলে আদালতে যাবার আগেই তার সঙ্গেই ব্যবস্থা করে নাও, কারণ সেখানে তোমার প্রতিবাদী তোমাকে বিচারকের সামনে হাজির করবে, তিনি তোমাকে কারারক্ষকের কাছে পাঠিয়ে দেবেন এবং তুমি কারাদন্ড ভোগ করবে।


আমি বৎসহারা ভালুকীর মত তোমাদের আক্রমণ করব, বিদীর্ণ করব তোমাদের বক্ষ, আমি সিংহের মত সেখানে তোমাদের গ্রাস করব, হিংস্র জন্তুর মত করব ছিন্নভিন্ন।


আমি এমন একজনকে খুঁজলাম যে নগরীর ভাঙ্গা প্রাচীর সারাবে, আমার ধ্বংসোদ্যত ক্রোধের মুখে ভাঙ্গা প্রাচীরের সামনে এসে দাঁড়াবে দেশকে রক্ষা করার জন্য। কিন্তু কাউকে পেলাম না


যে শিক্ষা তুমি পেয়েছ ও শুনেছ তা স্মরণ কর। সবই সযত্নে পালন কর এবং মন পরিবর্তন কর। তুমি যদি জেগে না থাক, তাহলে আমি চোরের মত তোমার কাছে যাব। কোন মুহূর্তে তোমার কাছে যাব তা কখনও তুমি জানতে পারবে না।


তখন দ্রুতগামী লোকদের পলায়নের পথ থাকবে না, বলবান হবে হীনবল, বীরপুরুষেরা আত্মরক্ষায় হবে অসমর্থ।


তোমরা ভাবনাহীন নিরুদ্বেগ জীবন যাপন করছ। কিন্তু আর নয়, এবার তোমরা শঙ্কায়-ভয়ে কেঁপে ওঠ! ছিঁড়ে ফেল তোমাদের পোষাক, পরিবর্তে পরিধান কর চট।


আগুনের উত্তাপে ফুটন্ত জল যেমন প্রকম্পিত হয়, তেমনি মহাত্রাসে কম্পিত হবে তারা। নেমে এস তুমি, হে প্রভু পরমেশ্বর, তোমার শত্রুকুলের সামনে প্রকাশ কর তোমার দৃপ্ত তেজ। জাতিবৃন্দ আতঙ্কে কম্পিত হোক তোমার সাক্ষাতে!


আমি প্রভু পরমেশ্বর, কেন তোমরা আমাকে সম্ভ্রম কর না? কেন কম্পিত হও না আমার সম্মুখে? আমিই বালুকারাশি দিয়ে সমুদ্রের সীমানা বেঁধে দিয়েছি, চিরস্থায়ী সেই সীমা, সমুদ্র কখনও তা পার হয়ে আসতে পারবে না। সমুদ্র বিক্ষুব্ধ উত্তাল হবে, কিন্তু অতিক্রম করতে পারবে না তার সীমা। তার তরঙ্গ গর্জন করবে, কিন্তু ভাঙ্গতে পারবে না তার সীমানার বাঁধ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন