Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 2:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তাই আমি অগ্নি নিক্ষেপ করব যিহুদীয়ার উপরে, সেই অগ্নি গ্রাস করবে জেরুশালেমের দুর্গরাজি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 অতএব আমি এহুদার উপরে আগুন নিক্ষেপ করবো, তা জেরুশালেমের অট্টালিকাগুলো গ্রাস করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তাই আমি যিহূদার উপরে আগুন পাঠাব, তা জেরুশালেমের দুর্গগুলিকে গ্রাস করবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 অতএব আমি যিহূদার উপরে আগ্নি নিক্ষেপ করিব, তাহা যিরূশালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তাই আমি যিহূদাতে আগুন লাগাব এবং সেই আগুন জেরুশালেমের উঁচু মিনারগুলো ধ্বংস করবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আমি যিহূদার উপর আগুন নিক্ষেপ করব এবং তা যিরুশালেমের দুর্গগুলি গ্রাস করবে।

অধ্যায় দেখুন কপি




আমোষ 2:5
11 ক্রস রেফারেন্স  

ইসরায়েল জাতি বিস্মৃত হয়েছে তার স্রষ্টাকে, তারা অনেক প্রাসাদ নির্মাণ করেছে, যিহুদা প্রতিষ্ঠা করেছে অনেক প্রাচীর-ঘেরা নগর, কিন্তু আমি তার নগরসমূহে অগ্নি সংযোগ করব সেই অগ্নি গ্রাস করবে তার সকল দূর্গ।


কিন্তু আমার বাধ্য থাকতে হবে তাদের এবং সাব্বাথ দিনকে পবিত্র দিনরূপে পালন করতে হবে। এই দিনে তারা জেরুশালেমের কোন তোরণ দ্বার দিয়ে কোন বোঝা বহন করে নিয়ে যাবে না। অন্যথায় আমি জেরুশালেমের ঐ সমস্ত দ্বারে আগুন লাগিয়ে দেব। এই আগুন জেরুশালেমের সমস্ত প্রাসাদ-অট্টালিকা পুড়িয়ে ছারখার করে দেবে, কেউ নেভাতে পারবে না সেই আগুন।


আমি এই নগরীকে ধ্বংস করতে মনস্থ করেছি, তাকে আমি কিছুতেই রেহাই দেব না। ব্যাবিলনরাজের হাতে একে তুলে দেওয়া হবে। সে এই নগরী পুড়িয়ে ছারখার করে দেবে—আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


তিনি প্রভু পরমেশ্বরের মন্দির, রাজপ্রাসাদ ও জেরুশালেমের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের সমস্ত ঘরবাড়ি পুড়িয়ে দিলেন।


ইতিমধ্যে ব্যাবিলনীয় সৈন্যবাহিনী রাজপ্রাসাদ, নাগরিকদের ঘরবাড়ি পুড়িয়ে দিল এবং জেরুশালেমের প্রাচীর ভেঙ্গে ফেলল।


এবং প্রভু পরমেশ্বরের মন্দির, রাজপ্রাসাদ ও জেরুশালেমের বিশিষ্ট গণ্যমান্য লোকের সমস্ত ঘরবাড়ি পুড়িয়ে দিলেন।


সেইজন্য প্রভু বলেন, শত্রু এসে অবরোধ করবে এ দেশ, সে তোমাদের প্রতিরোধ ব্যবস্থা চূর্ণ করবে, তোমাদের দুর্গরাজি হবে লুণ্ঠিত।


আমি এদের শৈত্যাবাস ও গ্রীষ্মাবাস উভয়ই ধ্বংস করব, এদের গজদন্ত নির্মিত হর্ম্যরাজি হবে বিধ্বস্ত, বিরাট অট্টালিকাসমূহ পরিণত হবে ধ্বংসস্তূপে। প্রভুই বলেছেন এ কথা।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাকে আর একটি দৃশ্য দেখালেনঃ প্রভু দণ্ডবিধানের জন্য অগ্নিকে আহ্বান করলেন এবং সেই অগ্নি মহাজলধিকে গ্রাস করার পর ভূখণ্ডকে গ্রাস করতে উদ্যত হল।


তাই হসায়েলের প্রাসাদে আমিঅগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে বেন-হদদের দুর্গশ্রেণী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন