Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 9:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 মানুষের রক্তপাত যে করবে তারও রক্তপাত হবে মানুষের হাতে কারণ ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়েছে মানুষ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 যে কেউ মানুষের রক্তপাত করবে, মানুষ কর্তৃক তার রক্তপাত করা যাবে; কেননা আল্লাহ্‌ তাঁর নিজের প্রতিমূর্তিতে মানবজাতিকে সৃষ্টি করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 “যে কেউ মানুষের রক্ত ঝরাবে, মানুষের দ্বারাই তার রক্ত ঝরবে; কারণ ঈশ্বরের প্রতিমূর্তিতে ঈশ্বর মানুষকে তৈরি করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্য কর্ত্তৃক তাহার রক্তপাত করা যাইবে; কেননা ঈশ্বর আপন প্রতিমূর্ত্তিতে মনুষ্যকে নির্ম্মাণ করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 “ঈশ্বর মানুষকে আপন ছাঁচে তৈরী করেছেন। তাই যে মানুষ অপর মানুষকে হত্যা করে তার অবশ্যই মানুষের হাতে মৃত্যু হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 যে কেউ মানুষের রক্তপাত করবে, মানুষের মাধ্যমে তার রক্তপাত করা যাবে; কারণ ঈশ্বর নিজের প্রতিমূর্ত্তিতে মানুষকে নির্মাণ করেছেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 9:6
32 ক্রস রেফারেন্স  

নরহত্যা করলে তার অবশ্যই প্রাণদণ্ড হবে।


যীশু তখন তাঁকে বললেন, তোমার তরবারি যথাস্থানে রেখে দাও। কারণ তরবারি যারা ধারণ করে তারা তরবারিতেই ধ্বংস হয়।


বন্দী হওয়ার জন্য যে নির্দিষ্ট, সে বন্দী হবে। তরবারি দ্বারা যে হত্যা করে, তরবারির দ্বারাই সে হবে নিহত। এমন পরিস্থিতিতেই পুণ্যাত্মাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা হবে।


এই ধরণের কোন কাজ করে তোমরা তোমাদের বাসভূমি অশুচি করবে না। কারণ রক্তপাতের দ্বারা দেশ অশুচি হয়। সেখানে যে রক্তপাত হবে, যে সেই রক্তপাত ঘটাবে, তার রক্ত ছাড়া আর কিছু দ্বারা সেই রক্তপাতের প্রায়শ্চিত্ত হতে পারে না।


জিভ দিয়েই আমরা প্রভু ও পিতার প্রশস্তি করি, আবার তা দিয়েই আমরা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষকে অভিসম্পাত করি।


আদমের বংশতালিকা এইরূপঃ মানুষ সৃষ্টি করার সময় ঈশ্বর নিজের সাদৃশ্যেই তাকে গঠন করেছিলেন।


তোমার কল্যাণের জন্যই তাঁরা ঈশ্বনিযুক্ত কর্মচারী, কিন্তু তুমি যদি অড়্যায় কর তাহলে ভয় করার যথেষ্ট কারণ আছে। জেন, অকারণে তাঁদের হাতে দণ্ডদানের অধিকার দেওয়া হয়নি। দুষ্টের দমনের জন্য তাঁরাই হচ্ছেন ঈশ্বরনিযুক্ত কর্মচারী।


দেখ, আজ তুমি আমাকে ভূমি থেকে বিতাড়িত করলে, তোমার সম্মুখ থেকে আমি অপসারিত হব। পলাতক ও যাযাবর হয়ে এই পৃথিবীতে বিচরণ করব আমি, আর কেউ আমাকে দেখলেই হত্যা করবে। প্রভু পরমেশ্বর তাকে বললেন,


তোমার বিরুদ্ধে, একমাত্র তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যা কিছু মন্দ, তা-ই করেছি আমি। সুতরাং ন্যায্য তোমার দণ্ডাদেশ, নিখুঁত তোমার বিচার।


জনমণ্ডলী খুনের প্রতিশোধ নেওয়ার অধিকারীর হাত থেকে সেই হত্যাকারীকে উদ্ধার করবে এবং সে যে অভয় পুরীতে পালিয়ে গিয়েছিল, সেখানে তাকে আবার পৌঁছে দেবে। পবিত্র তেল দ্বারা অভিষিক্ত প্রধান পুরোহিতের মৃত্যু না হওয়া পর্যন্ত সে সেই নগরীতেই থাকবে।


এবং সম্মিলন শিবিরের দ্বারে সেটিকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করার জন্য প্রভু পরমেশ্বরের শিবিরে না আনে, তাহলে তার উপর রক্তপাতের অপরাধ বর্তাবে। সে রক্তপাতের দায়ে দোষী হবে এবং সমাজচ্যুত হবে।


পুরুষের পক্ষে মাথা ঢেকে রাখা উচিত নয় কারণ ঈশ্বরের সাদৃশ্য ও মহিমা তার মধ্যেই প্রতিফলিত হয়, আর পুরুষের গৌরবের প্রতিফলন নারী।


রূবেণ বলল, আমি তোমাদের বলেছিলাম, ছেলেটির প্রতি তোমরা অন্যায় করো না, কিন্তু তোমরা সে কথা শোন নি। এখন তার রক্তপাতের প্রতিফল তোমাদের ভোগ করতে হচ্ছে।


অবিমেলেক তার সত্তর জন ভাইকে হত্যা করে তার পিতার বিরুদ্ধে যে অপরাধ করেছিল তার সমুচিত দণ্ড ঈশ্বর এইভাবে তাকে দিলেন।


কিন্তু শমুয়েল বললেন, তোমার খড়্গে বহু নারী হয়েছে সন্তানহীনা, তাই নারীকুলে তোমার জননীও আজ সন্তানহীনা হবে, এই বলে শমুয়েল গিলগলে প্রভু পরমেশ্বরের বেদীর সামনে অগাগকে খণ্ডবিখণ্ড করলেন।


তাঁরা তাঁকে বন্দী করে রাজপ্রাসাদের অশ্বদ্বার দিয়ে বাইরে নিয়ে গিয়ে হত্যা করল।


যে ব্যক্তি নরহত্যার অপরাধে অপরাধী সে মরিয়া হয়ে পালিয়ে বেড়ায়, কেউ তাকে দয়া না করুক।


আছে হনন ও নিরাময়ের নির্দিষ্ট কাল, ভাঙ্গা ও গড়ার কাল।


লৌহনির্মিত অস্ত্র দ্বারা যদি কেউ কোন লোককে আঘাত করে এবং তার ফলে সে যদি মারা যায়, তা হলে সে হবে হত্যাকারী। সেই হত্যাকারীর অবশ্যই প্রাণদণ্ড হবে।


কিন্তু যদি কেউ তার প্রতিবেশীর প্রতি শত্রুতাবশত: তাকে অতর্কিতে আক্রমণ করে সাংঘাতিক ভাবে আঘাত করে ও তার ফলে তার মৃত্যু হয় এবং তারপর যদি হত্যাকারী ঐ নগরগুলির কোনও একটিতে গিয়ে আশ্রয় নেয়,


আমি তাকে মৃত্যু দণ্ড দিয়েছিলাম। তাহলে একজন নির্দোষ ব্যক্তিকে নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় যে দুরাচারীরা হত্যা করে, তাদের এর চেয়েও আরও কঠোর ব্যবস্থার প্রয়োজন, নয় কি? তোমরা দুরাচারীরা সেই কাজ করেছ। আমি তার প্রতিশোধ নেব এবং পৃথিবীর বুক থেকে তোমাদের মুছে ফেলব।


কিন্তু তুমি তাকে রেহাই দিও না।তুমি বুদ্ধিমান, ভাল করেই জান তার প্রতি কেমন আচরণ করতে হবে, বৃদ্ধ বয়সেও তুমি তাকে হত্যা করতে ছাড়বে না।


রাজমাতা অথলিয়া যখন দেখলেন যে তাঁর পুত্র রাজা অহসিয়র মৃত্যু হয়েছে তখন সঙ্গে সঙ্গে তিনি রাজপরিবারের সকলকে হত্যা করার আদেশ দিলেন।


রানী অথলিয়ার মৃত্যুতে নগরে শান্তি বিরাজ করতে লাগল।


আমোনের পারিষদবর্গ ষড়যন্ত্র করে রাজপ্রাসাদের মধ্যে তাঁকে হত্যা করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন