Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 9:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 শেম ও যাফত তখন নিজেদের কাধে বস্ত্র নিয়ে পিছনে হেঁটে পিতার কাছে গিয়ে তাঁর দেহ ঢেকে দিল। বিপরীত দিকে মুখ করে থাকায় তারা পিতার বিবস্ত্র অবস্থা দেখল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 তাতে সাম ও ইয়াফস একটি কাপড় নিয়ে নিজেদের কাঁধে রেখে পিছু হেঁটে পিতার উলঙ্গতা আচ্ছাদন করলেন; পিছনের দিকে মুখ থাকাতে তাঁরা পিতার উলঙ্গতা দেখলেন না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 কিন্তু শেম ও যেফৎ একটি কাপড় নিয়ে সেটি তাঁদের কাঁধের উপর ফেলে রাখলেন; পরে তাঁরা পিছনের দিকে পিছিয়ে গিয়ে তাঁদের বাবার উলঙ্গতা ঢেকে দিলেন। তাঁদের মুখমণ্ডল অন্যদিকে ঘোরানো ছিল, যেন তাঁরা তাঁদের বাবার উলঙ্গতা দেখতে না পান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 তাহাতে শেম ও যেফৎ বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পশ্চাৎ হাঁটিয়া পিতার উলঙ্গতা আচ্ছাদন করিলেন, পশ্চাদ্দিকে মুখ থাকাতে তাঁহারা পিতার উলঙ্গতা দেখিলেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 তখন শেম আর যেফৎ এক খণ্ড বস্ত্র নিয়ে নিজেদের পিঠের উপর ছড়িয়ে নিলো। তারপর পিছন দিকে হেঁটে হেঁটে তাঁবুর ভিতরে ঢুকে ঐ বস্ত্রখণ্ড দিয়ে পিতাকে ঢেকে দিল। এইভাবে, তাদের মুখ বিপরীত দিকে ছিল বলে তাদের পিতার নগ্নতা তারা দেখেনি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 তাতে শেম ও যেফৎ কাপড় নিয়ে নিজেদের কাঁধে রেখে পিছনে হেঁটে বাবার উলঙ্গতা ঢেকে দিলেন; পিছন দিকে মুখ থাকাতে তাঁরা পিতার উলঙ্গতা দেখলেন না।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 9:23
11 ক্রস রেফারেন্স  

বন্ধুগণ, কারো অপরাধ যদি ধরা পড়ে, তোমরা যারা আধ্যাত্মিকভাবাপন্ন, তাকে সহৃদয়ভাবে সংশোধন কর। প্রত্যেকে নিজের দিকে দৃষ্টি রাখ, তোমরাও প্রলুব্ধ হতে পার।


পিতা ও মাতাকে তুমি সম্মান করবে, তাহলে তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন সেই দেশে তুমি দীর্ঘকাল বসবাস করতে পারবে।


সর্বোপরি তোমরা পরস্পরকে গভীরভাবে ভালবেস কারণ প্রেম বহু পাপরাশি নিবারিত করে।


সকলকে শ্রদ্ধা কর, ভ্রাতৃসঙ্ঘকে ভালবাস, ঈশ্বরকে সম্ভ্রম কর এবং সম্রাটকে মান্য কর।


দুই তিনজন সাক্ষীর সমর্থন ছাড়া মণ্ডলীর কোন প্রাচীনের বিরুদ্ধে কারও কোন অভিযোগ শুনবে না।


মণ্ডলীর যেসব প্রাচীন সুষ্ঠুভাবে মণ্ডলীর কাজ করেন, বিশেষতঃ যাঁরা সুসমাচার প্রচার আর শিক্ষাদানের কাজে পরিশ্রম করেন, তাঁদের সম্মান দক্ষিণা দ্বিগুণ হওয়া উচিত।


কোন বৃদ্ধ ব্যক্তিকে তিরস্কার করবে না। পিতার মত মনে করে তাকে বিনীতভাবে অনুরোধ করবে। যুবকদের ভ্রাতার মত,


তাঁদের মধ্যে যাঁকে যা দেওয়া কর্তব্য তাঁকে তাই দাও। তোমাদের প্রদেয় ব্যক্তিগত ও সম্পত্তি কর কর্তৃপক্ষের হাতে যথাযথভাবে মিটিয়ে দাও, তাঁদের সকলকে যথাযোগ্যভাবে সম্মান ও সমাদরর কর।


তোমরা পক্ককেশ বৃদ্ধের সম্মুখে উঠে দাঁড়াবে, বয়স্ক লোককে সম্মান প্রদর্শন করবে এবং আপন ঈশ্বরকে সম্ভ্রম করবে। আমি প্রভু পরমেশ্বর।


কনানের পিতা হাম তাঁর পিতাকে বিবস্ত্র অবস্থায় দেখে বাইরে গিয়ে তার দুই ভাইকে সে কথা জানাল।


সুরার নেশা কেটে যাওয়ার পর নোহ তাঁর কনিষ্ঠ পুত্রের আচরণের কথা জানতে পারলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন