Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 9:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 পৃথিবীর সকল পশু, আকাশের সকল পাখী, ভূচর যাবতীয় সরীসৃপ ও সমুদ্রের মৎস্যকুল তেমাদের ভয়ে ভীত ও সন্ত্রস্ত হবে। তোমাদের হাতেই তাদের সকলকে সমর্পণ করা হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 দুনিয়ার যাবতীয় প্রাণী ও আসমানের যাবতীয় পাখি তোমাদেরকে ভয় পাবে ও ভয়ে কাঁপতে থাকবে; সমস্ত ভূচর জীব ও সমুদ্রের সমস্ত মাছ তোমাদেরই হাতে দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 পৃথিবীর সব জন্তু ও আকাশের সব পাখি, সব সরীসৃপ প্রাণী, ও সমুদ্রের সব মাছ তোমাদের দেখে ভীত ও আতঙ্কিত হবে; তোমাদের হাতে এদের তুলে দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পক্ষী তোমাদের হইতে ভীত ও ত্রাসযুক্ত হইবে; সমস্ত ভূচর জীব ও সমুদ্রের সমস্ত মৎস্যশুদ্ধ সে সকল তোমাদেরই হস্তে সমর্পিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ার, আকাশের সমস্ত পাখী, যতরকমের সরীসৃপ জাতীয় জীব যারা মাটির উপরে বুকে হেঁটে চলে এবং জলের সমস্ত মাছ প্রত্যেকে তোমাদের ভয় করবে। সমস্ত প্রাণীগণই তোমাদের শাসনে থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পাখি তোমাদের থেকে ভয় ও ত্রাসযুক্ত হবে; সমস্ত মাটিতে চলা জীব ও সমুদ্রের সমস্ত মাছ সে সব তোমাদেরই হাতে দেওয়া আছে।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 9:2
16 ক্রস রেফারেন্স  

সব পশু, পাখি, সরীসৃপ, এমনকি সামুদ্রিক প্রাণীকে বশ করা যায় এবং মানুষ তাদের বশ করেছেও।


তারপর ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমাদের বংশবৃদ্ধি হোক ! তোমরা পৃথিবীকে পরিপূর্ণ ও বশীভূত কর এবং সমুদ্রের মৎস্যকুল, আকাশের পক্ষীকুল এবং পৃথিবীতে বিচরণশীল সমস্ত প্রাণীকে প্রতিপালন কর ।


সেদিন আমি ইসরায়েলীদের পক্ষ হয়ে বনের পশু, আকাশের পাখি ও ভূতলের সরীসৃপদের সঙ্গে সন্ধি স্থাপন করব। আমি ধনুক, তরবারি ও সমরাস্ত্রগুলি ভেঙ্গে দেশ থেকে দূর করব। তারা নির্ভয়ে শান্তিতে বাস করবে।


আমি তাদের সঙ্গে একটি সন্ধিচুক্তি সম্পাদন করব যা তাদের এনে দেবে নিরাপত্তা ও শান্তি। আমি দেশ থেকে সমস্ত বন্য হিংস্র জন্তু দূর করে দেব যাতে আমার মেষপাল নির্বিঘ্নে মাঠে চরতে পারে এবং বনের মধ্যে গিয়ে ঘুমাতে পারে।


আমি দেশে শান্তি স্থাপন করব, তোমরা নির্ভয়ে নিদ্রা যাবে। তোমাদের দেশ থেকে হিংস্র জ্ন্তুদের আমি বিতাড়িত করব এবং দেশে কোন যুদ্ধবিগ্রহ হবে না।


তারপর তাঁরা রওনা হলেন, তাঁদের আশেপাশে যে সব নগর ছিল সেগুলিতে ঈশ্বর মহাত্রাসের সঞ্চার করলেন, ফলে সেখানকার অধিবাসীরা যাকোবের পুত্রদের পিছনে তাড়া করতে সাহস করল না।


প্রভু পরমেশ্বর মৃত্তিকা থেকে ভূচর সকল পশু ও খেচর সকল পাখি সৃষ্টি করলেন এবং সেই মানুষটি তাদের কি নাম রাখবেন, তা জানার জন্য তাদের তাঁর কাছে নিয়ে এলেন। তিনি যে প্রাণীর যে নাম রাখলেন, তার সেই নামই থাকল।


আমি তোমাদের মাঝে হিংস্র জন্তু প্রেরণ করব। তারা তোমাদের সন্তানদের গ্রাস করবে, তোমাদের পশুপাল ধ্বংস করবে এবং তোমাদের জনসংখ্যা হ্রাস করবে। তোমাদের রাজপথগুলি হবে জনহীন।


ঈশ্বর সৃষ্টি করলেন বৃহদাকার সামুদ্রিক জীব এবং বিভিন্ন শ্রেণীর জলচর প্রাণী । তারা দলে দলে জলধিবক্ষে বিচরণ করতে লাগল । তিনি সৃষ্টি করলেন বিভিন্ন জাতির পক্ষীকুল ।


ঈশ্বর নোহ এবং তাঁর পুত্রদের আশীর্বাদ করে বললেন, তোমরা প্রজাবন্ত হও এবং বৃদ্ধিলাভ করে পৃথিবী পরিপূর্ণ কর।


সঞ্চরণশীল সমস্ত প্রাণীই হবে তোমাদের ভক্ষ্য। হরিৎ উদ্ভিদ্‌রাজির মত সেগুলিও আমি তোমাদের দিলাম।


তারপর ঈশ্বর বললেন, এস, আমরা মানুষ সৃষ্টি করি । তারা হোক আমাদের মত । তারা যাবতীয় পশু, সমুদ্রের মৎস্যকুল, আকাশের পাখী, ভূচর সরীসৃপ তথা সমস্ত পৃথিবীর তত্ত্বাবধান করবে।


তুমি কি পার তার বিপুল শক্তির উপর নির্ভর করতে? তোমার কাজের ভার কি তার উপর ছেড়ে দিতে পার?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন