Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 8:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 সপ্তম চান্দ্র মাসের সতেরো দিনের দিন জাহাজটি এসে আরারট পর্বতের উপরে থামল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তাতে সপ্তম মাসে, সপ্তদশ দিনে অরারট পর্বতমালার একটি শৃঙ্গে জাহাজ আট্‌কে রইলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 এবং সপ্তম মাসের সপ্তদশতম দিনে জাহাজটি আরারট পর্বতের চূড়ায় এসে স্থির হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তাহাতে সপ্তম মাসে, সপ্তদশ দিনে অরারটের পর্ব্বতের উপরে জাহাজ লাগিয়া রহিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তাতে সপ্তম মাসে, সতেরো দিনের অরারটের পর্বতের ওপরে জাহাজ লেগে থাকল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 8:4
6 ক্রস রেফারেন্স  

আক্রমণের সঙ্কেত দাও! বাজাও তুরী উচ্চনিনাদে যেন শুনতে পায় সর্বজাতি। ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত কর জাতিবৃন্দকে। আরারট, মিন্নি ও অস্কেনস রাজ্যকে বল আক্রমণ করতে। আক্রমণ পরিচালনার জন্য নিযুক্ত কর সৈন্যাধ্যক্ষ। প্রেরণ কর অশ্ববাহিনী পঙ্গপালের মত।


একদিন তিনি তাঁর আরাধ্য দেবতা নিষ্‌রোকের মন্দিরে আরাধনা করছিলেন। সেই সময় তাঁর দুই পুত্র অদ্রম্মেলক ও শরেৎসর তাঁকে অস্ত্রাঘাতে হত্যা করে আরারট দেশে পালিয়ে গেল। এসর-হদ্দোন নামে তাঁর অপর একটি পুত্র তাঁর উত্তরাধিকারীরূপে তাঁর সম্রাটপদে অভিষিক্ত হল।


একদিন তিনি যখন মন্দিরে তাঁর ইষ্টদেবতা নিস্‌রোকের পূজা করছিলেন, সেই সময়, তাঁর দুই পুত্র, অদ্রামেলেক ও সারেৎসার এসে তাঁকে হত্যা করল। তারপর তারা আরারাত প্রদেশে পালিয়ে গেল। তাঁর আর একটি পুত্র এসারহাদ্দোন তাঁর সিংহাসনে বসলেন।


পর্বতগুলির উপর দিয়ে বন্যার জল ছাপিয়ে গেল এবং জলস্তর বাড়তে বাড়তে পর্বত চূড়ার উপরে পনেরো হাত উঁচু হয়ে গেল।


দশম মাস পর্যন্ত জল ক্রমশঃ হ্রাস পেতে লাগল। দশম মাসের প্রথমদিনে পর্বত সমূহের চূড়াগুলি দেখা গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন