Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 49:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 সিংহশাবক যিহুদা, বৎস, শিকার করে ফিরেছ তুমি, সিংহের মতই তুমি ওৎ পেতে আছ। সুপ্তা সিংহীর মত সে, কে তাকে জাগাবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 এহুদা সিংহের বাচ্চা; বৎস, তুমি হরিণ শিকার থেকে উঠে আসলে; সে শয়ন করলো, ওৎ পেতে রইলো, সিংহের মত ও সিংহীর মত; কে তাকে ওঠাবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তুমি এক সিংহশাবক, হে যিহূদা; বাছা, তুমি শিকার করে ফিরে এলে। এক সিংহের মতো সে গুড়ি মারে ও শুয়ে থাকে, এক সিংহীর মতো—কে তাকে জাগাতে সাহস করে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 যিহূদা সিংহশাবক; বৎস, তুমি মৃগবিদারণ হইতে উঠিয়া আসিলে; সে শয়ন করিল, গুঁড়ি মারিল, সিংহের ন্যায়, ও সিংহীর ন্যায়; কে তাহাকে উঠাইবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 আমার বাছা, তুমি শিকারের ওপর দাঁড়িয়ে থাকা সিংহের মতো। সে বিশ্রাম করলে তাকে বিরক্ত করার সাহস কার আছে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 যিহূদা সিংহশাবক; বৎস, তুমি শিকার থেকে উঠে আসলে; সে শুয়ে পড়ল, গুঁড়ি মারল, সিংহের মতো ও সিংহীর মতো; কে তাঁকে উঠাবে?

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 49:9
11 ক্রস রেফারেন্স  

সিংহের মত সে ওত পেতে শোয়, সিংহীর মত সে, কে তাকে জাগাবে? যে তোমাকে আশীর্বাদ করে সে-ও লাভ করুক আশীর্বাদ, যে তোমাকে শাপ দেয় সে হোক অভিশপ্ত।


তখন প্রবীণদের একজন আমাকে বললেন, কেঁদো না, দেখ, যিনি ‘যিহুদা-কেশরী’ ও ‘দাউদকুলতিলক’ তিনি জয়ী হয়েছেন। তিনিই সাতটি সীলমোহর ভেঙ্গে ঐ গ্রন্থ খুলে পাঠ করতে পারেন।


দেখ, সিংহীর মত জেগে উঠেছে এই জাতি, ঝাঁপিয়ে পড়বে সিংহের মতই, শিকার গ্রাস না করে, নিহতের রক্ত পান না করে সে করবে না শয়ন।


জাতিসমূহের মাঝে বহু জাতি পরিবেষ্টিত যাকোবকুলের অবশিষ্টাংশ হবে, বনের পশুদের মাঝে সিংহের মত, মেষপালের মাঝে তরুণ কেশরীর মত। সে যখন আক্রমণ করে মেষের পালকে তখন তাকে পদদলিত করে ছিন্নভিন্ন করে ফেলে, তাদের উদ্ধারের কোনও পথ থাকে না তখন।


ইসরায়েলের বিরুদ্ধে আমি সিংহের মত প্রচণ্ড, যিহুদা গোষ্ঠীর বিরুদ্ধে কেশরীর মত নির্মম। তাদের আমি বিদীর্ণ করে চলে যাব, হরণ করে নিয়ে যাব তাদের, কারও সাধ্য নেই তাদের উদ্ধার করে।


সিংহজননী তার আশায় পথ চেয়ে রইল। শেষে ব্যর্থ হয়ে আর একটি শাবককে গড়ে তুলল, সেও পরিণত হল বলবান এক হিংস্র সিংহে।


তারপর উপস্থিত হবে সমাপ্তির কাল। তখন সমস্ত আধিপত্য, কর্তৃত্ব ও ক্ষমতার অবসান ঘটিয়ে তিনি পিতা ঈশ্বরের হাতে রাজ্য অর্পণ করবেন।


তাদের কার্যকলাপই তাদের ঈশ্বরের কাছেফিরে আসার পথে বাধা সৃষ্টি করেছে, তাদের অন্তরে রয়েছে স্বৈরিণীর আত্মা, প্রভু পরমেশ্বরকে তারা স্বীকার করে না।


গাদ সম্পর্কে তিনি বললেনঃ গাদ তার বিস্তীর্ণ এলাকায় হোক আশীর্বাদযুক্ত, সিংহের মত ওৎ পেতে থাকে গাদ সে বিদীর্ণ করে বাহু ও শির,


সিংহাসনে ওঠার জন্য ছটি ধাপ ছিল এবং প্রত্যেক ধাপের শেষ প্রান্তে দুদিকে দুটি করে মোট বারোটি সিংহমূর্তি ছিল। সিংহাসনের দুটি হাতলের দুপাশে ছিল দুটি সিংহমূর্তি। এরকম সিংহাসন আর কোন রাজ্যে কোন দিন ছিল না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন