Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 49:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 রূবেণ, তুমি আমার প্রথম সন্তান আমার যৌবনের প্রথম ফসল, গৌরবে তুমি সবার প্রধান, পরাক্রমে প্রবলতম,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 রূবেণ, তুমি আমার প্রথমজাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও শক্তির প্রাধান্য।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 “হে রূবেণ, তুমি আমার প্রথমজাত, আমার বল, আমার শক্তির প্রথম চিহ্ন, সম্মানে উত্তম, পরাক্রমে উত্তম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 রূবেণ, তুমি আমার প্রথমজাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “রূবেণ আমার প্রথম জাত, তুমিই তো আমার প্রথম সন্তান, পুরুষ হিসাবে আমার শক্তির প্রথম প্রমাণ। তুমি আমার সন্তানদের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং শক্তিমান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 রুবেন, তুমি আমার প্রথমজাত, আমার বল আমার শক্তির প্রথম ফল মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 49:3
17 ক্রস রেফারেন্স  

মিশরের সমস্ত প্রথমজাত সন্তানকে, হাম-বংশের জনপদে আঘাত করলেন তিনি।


উপেক্ষিতা স্ত্রীর পুত্রকেই তাকে জ্যেষ্ঠপুত্র বলে স্বীকার করতে হবে এবং তার সমুদয় সম্পত্তির দুই অংশ সে সেই পুত্রকে দেবে, কারণ সে তার পৌরুষের প্রথম ফসল, জ্যেষ্ঠাধিকার তারই প্রাপ্য।


তিনি নিধন করলেন সমস্ত মিশরী পরিবারের প্রথমজাত পুত্র সন্তানদের, নিধন করলেন তাদের শক্তির প্রথম ফল।


কিছুদিন পরে লেয়া একটি পুত্রসন্তানের জননী হলেন। তার নাম রাখলেন রূবেণ (পুত্র দর্শন কর)। তিনি বললেন, প্রভু পরমেশ্বর আমার দুর্দশা দূর করেছেন, এবার আমি আমার স্বামীর ভালবাসা পাব।


যাকোবের জ্যেষ্ঠপুত্র রূবেণের চারটি পুত্র: হনোক, পাল্লু, হিষ্‌রোণ ও কর্মি।


যাকোবের জ্যেষ্ঠপুত্র রূবেণের বংশতালিকা: (রূবেণ তার পিতার শয্যা কলুষিত করেছিল বলে তার জ্যেষ্ঠাধিকার হারিয়েছিল। এই জ্যেষ্ঠাধিকার পেয়েছিল যাকোবের অপর পুত্র যোষেফের সন্তানেরা। তাই জন্ম অনুসারে বংশতালিকায় তার নাম লেখা হয় নি।


যাকোবের পুত্রসন্তানদের তালিকা: রূবেণ, শিমিয়োন, লেবী, যিহুদা, ইষাখর, সবুলুন,


কুড়ি বৎসর ও তদূর্ধ্ব ব্যক্তিরা যারা যুদ্ধে সক্ষম তাদের নাম গোষ্ঠী ও পরিবার অনুসারে তালিকাবদ্ধ করা হল। তালিকাটি যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবণের বংশ থেকে শুরু করা হল। বংশ সংখ্যা রূবেণ 46,500 শিমিয়োন 59,300 গাদ 45,650 যিহূদা 74,600 ইষাখর 54,400 সবুলুন 57,400 ইফ্রয়িম 40,500 মনঃশি 32,200 বিন্যামীন 35,400 দান 62,700 আশের 41,500 নপ্তালি 53,400 সর্বমোট 603,550


ইসরায়েলের জ্যেষ্ঠ সন্তান রূবেণের বংশধরগণ: হনোকের পরিবারভুক্ত হনোক গোষ্ঠীর পল্লুর পরিবারভুক্ত পল্লু গোষ্ঠী।


যোষেফ তাঁর বাবাকে বললেন, পিতা এটা ঠিক হচ্ছে না, এ-ই হচ্ছে বড়, আপনার ডান হাত এর মাথায় রাখুন।


ইসরায়েল সন্তানেরা যারা যাকোবের সঙ্গে মিশরে গিয়েছিল তাদের তালিকা নিম্নরূপ: যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ।


লায়দেকিয়া মণ্ডলীর দূতকে লেখ:যাঁর নাম আমেন, যিনি বিশ্বস্ত ও প্রকৃত সাক্ষী, ঈশ্বরের সকল সৃষ্টির উৎস যিনি, তিই বলছেনঃ


মোশি বললেনঃ বেঁচে থাক রূবেণ, সংখ্যায় অল্প হলেও তার বংশ যেন লোপ না পায়।


সেই অঞ্চলে ইসরায়েল যখন বাস করছিলেন, তখন রূবেণ তার পিতার উপপত্নী বিল্‌হার শয্যাসঙ্গী হল। ইসরায়েল এ কথা জানতে পারলেন।


যাকোবের বারোটি পুত্র ছিল। লেয়ার সন্তানঃ যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ, শিমিয়োন, লেবি, যিহুদা ইষাখর ও সবুলুন।


আর রূবেণ, গাদ, আশের, সবুলুন, দান ও নফ্‌তালি গোষ্ঠীর প্রধানেরা গিয়ে দাঁড়াবে এবল পাহাড়ে। যেখান থেকে তারা বিধানে বর্ণিত অভিসম্পাতের কথা ঘোষণা করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন