আদিপুস্তক 49:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)20 আশের উৎপাদন করবে উৎকৃষ্ট খাদ্য সম্ভার, সরবরাহ করবে সে রাজকীয় ভোজ্যবস্তু। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আশের থেকে অতি উত্তম খাদ্য জন্মাবে; সে বাদশাহ্র উপাদেয় ভক্ষ্য যুগিয়ে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 “আশেরের খাদ্যদ্রব্য হবে সমৃদ্ধ; সে এমন সুস্বাদু খাদ্য জোগাবে যা এক রাজার পক্ষে মানানসই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আশের হইতে অতি উত্তম খাদ্য জন্মিবে; সে রাজার উপাদেয় ভক্ষ্য যোগাইয়া দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 “আশেরের দেশে উত্তম খাদ্য উৎপন্ন হবে। রাজার উপযুক্ত খাদ্যই সে যোগাবে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আশের থেকে অতি ভালো খাবার জন্মাবে; সে রাজার সুস্বাদু খাদ্য জুগিয়ে দেবে। অধ্যায় দেখুন |