Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 49:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 গাদ আক্রান্ত হবে দস্যুদের দ্বারা, কিন্তু সেও তাদের আক্রমণ করবে পিছন থেকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 গাদকে সৈন্যদল আঘাত করবে; কিন্তু সে তাদের পশ্চাদ্ভাগে আঘাত করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 “গাদ এক আক্রমণকারী দল দ্বারা আক্রান্ত হবে, কিন্তু সে তাদের গোড়ালি লক্ষ্য করে তাদের আক্রমণ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 গাদকে সৈন্যদল আঘাত করিবে; কিন্তু সে তাহাদের পশ্চাদ্ভাগে আঘাত করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 “এক দল দস্যু গাদকে আক্রমণ করবে। কিন্তু গাদ তাদের পিছনে তাড়া করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 গাদকে সৈন্যদল আঘাত করবে; কিন্তু সে তাদের পিছন দিকে আঘাত করবে।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 49:19
11 ক্রস রেফারেন্স  

তাই ঈশ্বর আসিরিয়ার সম্রাট পুলকে (ইনি তিগ্‌লাৎ পিলেশর নামেও খ্যাত) দিয়ে তাদের দেশ আক্রমণ করালেন। তিনি রূবেণ, গাদ ও পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর লোকদের নির্বাসিত করলেন এবং তাদের গোশন নদীর তীরে হেলহ্‌, হাবোর ও হারা অঞ্চলে স্থায়ীভাবে বসতি করালেন।


মনঃশি গোষ্ঠীর অপর অর্ধাংশ এবং তাদের সঙ্গে রূবেণ ও গাদ গোষ্ঠীর লোকেরা মোশির নির্দেশে জর্ডনের পূর্বতীরে তাদের উত্তরাধিকার পেয়েছিল। প্রভু পরমেশ্বরের সেবক মোশি তাদের এই অঞ্চলগুলি দিয়েছিলেনঃ


গাদের পুত্র: সিফিয়েল, হাগ্‌গি, শুনি, এসবোন, এরি, আরোদি এবং আরেলি।


আশের উৎপাদন করবে উৎকৃষ্ট খাদ্য সম্ভার, সরবরাহ করবে সে রাজকীয় ভোজ্যবস্তু।


এঁদের পদমর্যাদা ছিল যথাক্রমে নিম্নরূপ: এষর, ওবদিয়, ইলিয়াব, মিশমন্না, যিরমিয়, অত্তয়, ইলিয়েল, যোহানন, ইলসাবাদ, যিরমিয়ও মকবন্নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন