Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 48:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 যোষেফ দেখলেন তাঁর পিতা ডান হাত রেখেছেন ইফ্রিয়িমের মাথায়। এটা তাঁর খারাপ লাগল। তিনি তাঁর পিতার হাত ইফ্রয়িমের মাথা থেকে সরিয়ে মনঃশির মাথায় রাখতে চাইলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 তখন আফরাহীমের মাথায় পিতা ডান হাত দিয়েছেন দেখে ইউসুফ অসন্তুষ্ট হলেন, আর তিনি আফরাহীমের মাথা থেকে মানশার মাথায় স্থাপন করার জন্য পিতার হাত তুলে ধরলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 যোষেফ যখন দেখলেন যে তাঁর বাবা তাঁর ডান হাত ইফ্রয়িমের মাথায় রেখেছেন তখন তিনি অসন্তুষ্ট হলেন; তাই তিনি তাঁর বাবার হাতটি মনঃশির মাথার উপর রাখার জন্য সেটি ধরে ইফ্রয়িমের মাথার উপর থেকে সরিয়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তখন ইফ্রয়িমের মস্তকে পিতা দক্ষিণ হস্ত দিয়াছেন দেখিয়া যোষেফ অসন্তুষ্ট হইলেন, আর তিনি ইফ্রয়িমের মস্তক হইতে মনঃশির মস্তকে স্থাপনার্থে পিতার হস্ত তুলিয়া ধরিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 যোষেফ যখন দেখলেন তাঁর পিতা ডান হাত ইফ্রয়িমের মাথায় রেখেছেন, তখন তিনি খুশী হলেন না। যোষেফ পিতার হাত ইফ্রয়িমের মাথা থেকে তুলে ধরে মনঃশির মাথায় রাখতে চাইলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তখন ইফ্রয়িমের মাথায় বাবা ডান হাত দিয়েছেন দেখে যোষেফ অসন্তষ্ট হলেন, আর তিনি ইফ্রয়িমের মাথা থেকে মনঃশির মাথায় রাখার জন্য বাবার হাত তুলে ধরলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 48:17
13 ক্রস রেফারেন্স  

কিন্তু ইসরায়েল আড়াআড়ি ভাবে হাত বড়িয়ে ডান হাত কনিষ্ঠ পুত্র ইফ্রয়িমের মাথায় রাখলেন আর বাঁ হাত রাখলেন মনঃশির মাথায়। যদিও মনঃশিই ছিল প্রথম সন্তান।


পরমেশ্বর তোমার মনোভাব দেখে অসন্তুষ্ট হবেন এবং তাকে দণ্ডদানে বিরত হবেন।


এই কাজের ফলে ঈশ্বর অসন্তুষ্ট হলেন এবং ইসরায়েলকে শাস্তি দিলেন।


আম্রি রাজা হয়ে প্রভু ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে লাগলেন। তাঁর পূর্বতন রাজাদের চেয়েও তাঁর পাপের মাত্রা বেশি হতে লাগল।


কিন্তু প্রভু পরমেশ্বর শৌলকে বললেন, তুমি এর রূপ বা দৈহিক উচ্চতার দিকে তাকিও না। এ ব্যক্তি আমার মনোনীত নয়। মানুষ যে ভাবে বিচার করে, প্রভু পরমেশ্বর সেভাবে করেন না। মানুষের দৃষ্টি বাহ্য রূপের দিকে, কিন্তু প্রভু পরমেশ্বর দেখেন অন্তর।


বিলিয়ম তখন প্রভু পরমেশ্বরের দূতকে বললেন, আমি পাপ করেছি, আমি জানতাম না যে আপনি আমাকে বাধা দেওয়ার জন্যই পথ রোধ করে দাঁড়িয়ে রয়েছেন। আপনার বিবেচনায় যদি এই যাত্রা অসঙ্গত হয় তাহলে আমি ফিরে যাব।


এক সময় ইসরায়েলীরা তাদের দুঃখকষ্ট সম্পর্কে বিক্ষোভ প্রকাশ করতে লাগল। তাদের কথা শুনে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল। প্রভু পরমেশ্বরের কাছ থেকে অগ্নিশিখা এসে তাদের মধ্যে জ্বলে উঠল এবং তাদের ছাউনির এক প্রান্ত গ্রাস করল।


প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে তার এই কাজ মন্দ বলে বিবেচিত হল, তাই তিনি তারও প্রাণনাশ করলেন।


এ সব দেখে এষৌ বুঝতে পারলেন যে তাঁর পিতা ইস্‌হাক কনান দেশের মেয়েদের উপর সন্তুষ্ট নন।


যোষেফ তাঁর বাবাকে বললেন, পিতা এটা ঠিক হচ্ছে না, এ-ই হচ্ছে বড়, আপনার ডান হাত এর মাথায় রাখুন।


যোষেফের জ্যেষ্ঠপুত্র মনঃশির বংশধরদের জন্য নির্দিষ্ট এলাকা: মনঃশির জ্যেষ্ঠপুত্র, গিলিয়দের পিতা মাখির যোদ্ধা ছিলেন বলে গিলিয়দ ও বাশান তাঁকে দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন