Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 48:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 কিন্তু ইসরায়েল আড়াআড়ি ভাবে হাত বড়িয়ে ডান হাত কনিষ্ঠ পুত্র ইফ্রয়িমের মাথায় রাখলেন আর বাঁ হাত রাখলেন মনঃশির মাথায়। যদিও মনঃশিই ছিল প্রথম সন্তান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 তখন ইসরাইল ডান হাত বাড়িয়ে কনিষ্ঠ আফরাহীমের মাথার উপরে রাখলেন এবং বাম হাত মানশার মাথার উপর রাখলেন। এই তাঁর বিবেচনাসিদ্ধ বাহুব্যবহার, কারণ মানশা প্রথমজাত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 কিন্তু ইস্রায়েল তাঁর ডান হাত বাড়িয়ে দিলেন এবং তা ইফ্রয়িমের মাথায় রাখলেন, যদিও সেই ছিল ছোটো, এবং তাঁর হাত দুটি আড়াআড়িভাবে বাড়িয়ে দিয়ে, তিনি তাঁর বাঁ হাত মনঃশির মাথায় রাখলেন, যদিও মনঃশিই ছিল প্রথমজাত সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 তখন ইস্রায়েল দক্ষিণ হস্ত বাড়াইয়া কনিষ্ঠ ইফ্রয়িমের মস্তকে দিলেন, এবং বাম হস্ত মনঃশির মস্তকে রাখিলেন। এ তাঁহার বিবেচনাসিদ্ধ বাহুচালন, কারণ মনঃশি প্রথমজাত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 কিন্তু ইস্রায়েল তাঁর হাত আড়াআড়ি ভাবে রেখে তাঁর ডান হাত ছোট পুত্র ইফ্রয়িমের মাথায় রাখলেন। ইস্রায়েল তাঁর বাম হাত বড় পুত্র মনঃশির মাথায় রাখলেন। মনঃশি প্রথমজাত হলেও তিনি বাম হাত তার উপরে রাখলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তখন ইস্রায়েল ডান হাত বাড়িয়ে ছোট ছেলে ইফ্রয়িমের মাথায় দিলেন এবং বাম হাত মনঃশির মাথায় রাখলেন। এ তার বিবেচনা সম্পন্ন বাহুচালন, কারণ মনঃশি প্রথমজাত।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 48:14
24 ক্রস রেফারেন্স  

ঈশ্বর তাঁর সমস্ত দুঃখ দুর্দশা ও পিতৃকুলের কথা ভুলিয়ে দিয়েছিলেন বলে যোষেফ তাঁর জ্যেষ্ঠ পুত্রের নাম রাখলেন মনঃশি।


তড়িঘড়ি কারও মাথায় হাত রেখ না। কারও পাপের ভাগী হয়ো না। নিজেকে শুচিশুদ্ধ রেখ।


দিব্যনির্দেশে মণ্ডলীর নেতৃবৃন্দ তোমার উপর হস্তার্পণ করার ফলে তুমি যে ঐশী শক্তি লাভ করেছ তা উপেক্ষা করো না।


তখন তাঁরা প্রার্থনা ও উপবাসের পর তাঁদের উপর হস্তার্পণ করে তাঁদের বিদায় দিলেন।


এঁদের তাঁরা প্রেরিত শিষ্যদের কাছে নিয়ে এলেন। প্রেরিতেরা প্রার্থনা নিবেদন করে তাঁদের উপরে হস্তার্পণ করলেন।


এই বলে, তিনি তার মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়াল এবং ঈশ্বরের স্তব করতে লাগল।


যাদের বাড়িতে নানা রোগে আক্রান্ত আত্মীয়-স্বজন ছিল সূর্যাস্তের পর তারা তাদের সকলকে তাঁর কাছে এনে হাজির করল। তিনি তাদের প্রত্যেককে স্পর্শ করে সুস্থ করে দিলেন।


তিনি তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, তারপর সেখান থেকে চলে গেলেন।


কয়েকজন শিশুকে যীশুর কাছে আনা হল, যেন তিনি তাদের মাথায় হাত রেখে প্রার্থনা করেন, কিন্তু শিষ্যেরা লোকদের ধমক দিলেন।


আর আমি তোমাকে বলছি, তুমি পিতর অর্থাৎ পাথর। এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী নির্মাণ করব। পাতালের শক্তি তাকে পরাভূত করতে পারবে না।


প্রার্থনা করার সময় তোমরা ভন্ডদের রীতি অনুসরণ করো না। তারা সমাজভবনে ও পথের চৌমাথায় দাঁড়িয়ে লোককে দেখিয়ে প্রার্থনা করতে ভালবাসে। আমি তোমাদের বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গিয়েছে।


মহাপরাক্রান্ত প্রভু পরমেশ্বর, তিনিই আমাদের করেছেন দান বিজয় গৌরব।


প্রভু পরমেশ্বর বলেন আমার প্রভুকে, যিনি আমার রাজা: তুমি আমার দক্ষিণে বস, যতক্ষণ না তোমার শত্রুদের আমি করি তোমার পাদপীঠ।


নূনের পুত্র যিহোশূয় প্রজ্ঞার আত্মায় পরিপূর্ণ ছিলেন কারণ মোশি তাঁর মাথায় হস্তার্পণ করেছিলেন। ইসরায়েলীরা তাঁর কথা মেনে চলত এবং মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর যে সব নির্দেশ দিয়েছিলেন তা পালন করত।


আমি ইসরায়েলীদের প্রথম সন্তানদের পরিবর্তে লেবীয়দের গ্রহণ করেছি।


প্রভু পরমেশ্বরের সম্মুখে লেবীয়দের উপস্থিত করার পর ইসরায়েলীরা লেবীয়দের মাথায় হস্তাপর্ণ করবে।


হে প্রভু পরমেশ্বর, মহাবলে বলীয়ান তোমার বাহু, তোমারই বাহুবলে বিধ্বস্ত হয়েছে বৈরীদল।


যোষেফ তাঁর বাবাকে বললেন, পিতা এটা ঠিক হচ্ছে না, এ-ই হচ্ছে বড়, আপনার ডান হাত এর মাথায় রাখুন।


বিন্যামীনের পুত্র: বেলা, বেখের ও আসবেল।


আর যে দেশে তিনি দুঃখকষ্ট ভোগ করেছিলেন সেই দেশেই ঈশ্বর তাঁকে ফলবান করেছেন বলে যোষেফ তাঁর কনিষ্ঠ পুত্রের নাম রাখলেন ইফ্রয়িম।


তারপর যোষেফ তাঁর দুই পুত্রকে, ডান হাতে ইফ্রয়িমকে ধরে ইসরায়েলের বাঁ দিকে এবং বাঁ হাতে মনঃশিকে ধরে ইসরায়েলের ডান দিকে নিয়ে গেলেন।


যোষেফ দেখলেন তাঁর পিতা ডান হাত রেখেছেন ইফ্রিয়িমের মাথায়। এটা তাঁর খারাপ লাগল। তিনি তাঁর পিতার হাত ইফ্রয়িমের মাথা থেকে সরিয়ে মনঃশির মাথায় রাখতে চাইলেন।


পশ্চিমদিকে ইফ্রয়িম গোষ্ঠীর পতকাতলে ইফ্রয়িম গোষ্ঠীর লোকজন তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা ইফ্রয়িম অম্মীহুদের পুত্র ইলীশামা 40,500 মনঃশি পদাহশূরের পুত্র গমলীয়েল 32,200 বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান 35,400 সর্বমোট 108,100


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন