Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 47:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 এরপর যোষেফ তাঁর পিতা যাকোবকে এনে ফারাও-এর দরবারে উপস্থিত করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 পরে ইউসুফ তাঁর পিতা ইয়াকুবকে আনিয়ে ফেরাউনের সম্মুখে উপস্থিত করলেন, আর ইয়াকুব ফেরাউনকে দোয়া করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তখন যোষেফ তাঁর বাবা যাকোবকে নিয়ে গিয়ে ফরৌণের সামনে দাঁড় করিয়ে দিলেন। যাকোব ফরৌণকে আশীর্বাদ করার পর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 পরে যোষেফ আপন পিতা যাকোবকে আনাইয়া ফরৌণের সম্মুখে উপস্থিত করিলেন, আর যাকোব ফরৌণকে আশীর্ব্বাদ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তখন যোষেফ তাঁর পিতাকে ফরৌণের সঙ্গে দেখা করবার জন্য ডেকে আনলেন। যাকোব ফরৌণকে আশীর্বাদ করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 পরে যোষেফ নিজের বাবা যাকোবকে এনে ফরৌণের সামনে উপস্থিত করলেন, আর যাকোব ফরৌণকে আশীর্বাদ করলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 47:7
18 ক্রস রেফারেন্স  

যাকোব ফারাওকে আশীর্বাদ করে তাঁর কাছ থেকে বিদায় নিলেন।


সকলকে শ্রদ্ধা কর, ভ্রাতৃসঙ্ঘকে ভালবাস, ঈশ্বরকে সম্ভ্রম কর এবং সম্রাটকে মান্য কর।


তারপর তিনি রুটি নিয়ে ধন্যবাদ দেবার পর সেগুলি টুকরো টুকরো করে তাঁদের দিয়ে বললেন, ‘এই হল আমার দেহ যা তোমাদের দেওয়া হল। আমার স্মরণে এইরূপ করো।


তাঁরা যখন আহারে বসলেন, তখন যীশু রুটি নিয়ে আশীর্বাদ করলেন এবং সেই রুটি টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও, এই আমার দেহ।


ইলিশায় গেহসিকে বললেন, শিগ্‌গির! আমার লাঠিটা নিয়ে রওনা হয়ে যাও। পথে কারও সঙ্গে দেখা হলে থামবে না বা কথা বলবে না। কেউ তোমাকে অভিনন্দন জানালেও থামবে না উত্তর দেবে না। সোজা ঐ বাড়িতে চলে যাও। গিয়ে শিশুটির উপর আমার লাঠিটা ধর।


উপরন্তু রাজার সভাসদেরা গিয়ে আমাদের প্রভু মহারাজ দাউদকে অভিনন্দন জানিয়ে বলছেন, আপনার ঈশ্বর আপনার চেয়েও শলোমনকে যশস্বী করুন,তার রাজত্ব কাল আপনাদের চেয়েও শ্রীসমৃদ্ধ হোক। রাজা বিছানায় বসেই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়ে


রাজা বর্সিল্লয়কে চুম্বন ও আশীর্বাদ করলেন। বর্সিল্লয় নিজের বাড়িতে ফিরে গেলেন। তারপর রাজা ও তাঁর দলের সকলে জর্ডনের ওপারে চলে গেলেন।


যোয়াব সাষ্টাঙ্গে রাজাকে প্রণাম করে বলল,ধন্য মহারাজ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আজ আপনার দাস জানল যে সে আপনার কৃপা লাভে ধন্য হয়েছে। আমার প্রভু, হে মহারাজ আপনি তার আবেদন মঞ্জুর করেছেন।


তখন তিনি নিজের ছেলে যোরামকে রাজা দাউদের কাছে পাঠালেন হদদেষরকে যুদ্ধে পরাজিত করার জন্য অভিনন্দন ও অভিবাদন জানাতে। এই হদদেষরের সঙ্গে বহুবার তাঁর যুদ্ধ হয়েছে। যোরাম দাউদকে উপহার দেবার জন্য সঙ্গে এনেছিলেন সোনা, রূপো আর ব্রোঞ্জের পাত্র।


এলি এলকানা ও তাঁর স্ত্রী হান্নাকে আশীর্বাদ করে বলতেন, তোমাদের প্রার্থিত ধন, যাকে প্রভু পরমেশ্বরের কাছ থেকে ভিক্ষা করে নিয়েছ চার পরিবর্তে প্রভু পরমেশ্বর তোমাকে এই স্ত্রীর গর্ভে আরও সন্তান দান করুন।


যিহোশূয় তখন কালেবকে আশীর্বাদ করলেন এবং হিব্রোণের স্বত্ব তাঁকে দিলেন।


তোমাদের কথামত গরু-ভেড়ার পালও সঙ্গে নিয়ে যাও, আর আমার জন্য প্রভু পরমেশ্বরের করুণা ভিক্ষা কর।


যাকোব কিরিয়াৎ-অরাবা অর্থাৎ হিব্রোণের নিকটবর্তী মাম্রে-তে তাঁর পিতা ইস্‌হাকের কাছে গেলেন। এখানেই অব্রাহাম ও ইস্‌হাক বসতি স্থাপন করেছিলেন।


যাকোব ফারাওকে আশীর্বাদ করলেন।


যিহোশূয় তাদের আশীর্বাদ করে বিদায় দিলেন এবং তারা নিজেদের বাড়িতে ফিরে গেল।


অষ্টম দিনে শলোমন তাদের বিদায় দিলেন। তারা রাজার প্রশস্তি করল এবং প্রভু পরমেশ্বর তাঁর দাস দাউদ ও তাঁর প্রজা ইসরায়েলীদের উপর যে অনুগ্রহ ও আশীর্বাদ করেছেন, তার জন্য প্রফুল্ল মনে আনন্দ করতে করতে বাড়ি ফিরে গেল।


মেল্‌কিসেদেক অব্রামকে আশীর্বাদ করে বললেন, স্বর্গ ও মর্ত্যের স্রষ্টা পরাৎপর ঈশ্বর অব্রামকে করুন আশীর্বাদ,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন