Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 46:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 ইসরায়েল তাঁর সমস্ত ধনসম্পদ সঙ্গে নিয়ে যাত্রা করলেন এবং বের-শেবায় পৌঁছে তাঁর পিতা ইস্‌হাকের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে ইসরাইল তাঁর সর্বস্ব নিয়ে যাত্রা করে বের্‌-শেবাতে এলেন এবং তাঁর পিতা ইস্‌হাকের আল্লাহ্‌র উদ্দেশে কোরবানী করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 অতএব ইস্রায়েল তাঁর যথাসর্বস্য নিয়ে রওনা দিলেন, এবং তিনি যখন বের-শেবাতে পৌঁছালেন, তখন তিনি তাঁর বাবা ইস্‌হাকের ঈশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে ইস্রায়েল আপনার সর্ব্বস্বের সহিত যাত্রা করিয়া বের্-শেবাতে আসিলেন, এবং আপন পিতা ইস্‌হাকের ঈশ্বরের উদ্দেশে বলিদান করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 ইস্রায়েল মিশর দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। প্রথমে তিনি বের্-শেবাতে গেলেন। সেখানে ইস্রায়েল তাঁর পিতা ইস‌্হাকের ঈশ্বরের উপাসনা করলেন এবং বলি দিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 পরে ইস্রায়েল নিজের সর্বস্বের সঙ্গে যাত্রা করে বের-শেবাতে আসলেন এবং নিজের বাবা ইসহাকের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 46:1
23 ক্রস রেফারেন্স  

আমার পিতার আরাধ্য ঈশ্বর, অব্রাহামের আরাধ্য ঈশ্বর, যিনি ইস্‌হাকের ত্রাসস্বরূপ, তিনি যদি আমার পক্ষে না থাকতেন, তা হলে আপনি আমাকে শূন্য হাতেই বিদায় দিতেন। কিন্তু ঈশ্বর আমার দুঃখকষ্ট ও পরিশ্রম দেখেছেন, তাই তিনি গতরাত্রে আপনাকে তিরস্কার করেছেন।


তিনি আরও দেখলেন, প্রভু পরমেশ্বর তাঁর পাশে দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন, আমি প্রভু পরমেশ্বর তোমার পিতা অব্রাহামের ও ইস্‌হাকের আরাধ্য ঈশ্বর। যে ভূমিতে তুমি শুয়ে আছ, সেই ভূমি আমি তোমাকে ও তোমার বংশধরদের দেব।


যাকোব বের-শেবা ছেড়ে হারাণ-এর দিকে যাত্রা করলেন। পথে যেতে যেতে সূর্য অস্ত যাওয়ায় তিনি সেখানেই রাত্রি যাপন করলেন।


অব্রাহাম বের-শেবাতে একটি ঝাউগাছ রোপণ করলেন এবং সেখানে শাশ্বত ঈশ্বর ‘প্রভু’ পরমেশ্বরের আরাধনা করলেন।


এই কারণেই তিনি সেই জায়গায় নাম রাখলেন বের-শেবা (শপথের কূপ) কেননা সেই জায়গায় তাঁরা দুজনেই শপথ গ্রহণ করেছিলেন। এইভাবে তাঁরা বের-শেবাতে সন্ধি স্থাপন করলেন।


অব্রাহাম খুব ভোরে উঠে কিছু খাদ্য ও জলের একটি পাত্র এবং বালকটিকে হাগারের কাঁধে চাপিয়ে দিয়ে তাকে বিদায় করে দিলেন। সে সেখান থেকে বেরিয়ে গিয়ে বের-শেবার প্রান্তরে ঘুরে বেড়াতে লাগল।


সুতরাং তোমরা এখন সাতটি বৃষ এবং সাতটি মেষ নিয়ে আমার দাস ইয়োবের কাছে যাও এবং নিজেদের জন্য হোমবলি উৎসর্গ কর। আমার দাস ইয়োব তোমাদের জন্য প্রার্থনা করলে আমি তার প্রার্থনা গ্রাহ্য করব এবং তোমাদের মূর্খতার প্রতিফল তোমাদের দেব না। কারণ আমার দাস ইয়োবের মত যথার্থ কথা তোমরা আমার সম্পর্কে বলনি।


ভোজের পরের দিন ভোরে ইয়োব তাঁর পুত্রদের শুচীকরণের জন্য প্রত্যেকের নামে বলি উৎসর্গ করতেন কারণ তিনি মনে করতেন তাঁর পুত্রেরা হয়তো অনিচ্ছাকৃতভাবে ঈশ্বরকে অবজ্ঞা করে পাপ করে ফেলেছে।


দান থেকে বের-শেবা পর্যন্ত ইসরায়েলের সমস্ত লোক জানত যে শমুয়েল প্রভু পরমেশ্বরের প্রবক্তা নবীরূপে প্রতিষ্ঠিত হয়েছেন।


সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করলেন এবং সেই জায়গার নাম রাখলেন এল-বেথেল, অর্থাৎ বেথেলের ঈশ্বর কারণ তাঁর ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় সেখানে ঈশ্বর তাঁকে দর্শন দিয়েছিলেন।


আমরা এখন বেথেল গিয়ে যে ঈশ্বর দুঃখের দিনে আমার ডাকে সাড়া দিয়েছিলেন এবং যাত্রাপথে এতাবৎ যিনি আমার সঙ্গে রয়েছেন তাঁর উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করব।


সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করে তার নাম রাখলেন ‘এল্-এলোহে-ইসরায়েল’,(ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর)।


অব্রাহামের আরাধ্য ঈশ্বর, নাহোরের আরাধ্য ঈশ্বর ও তাঁদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বরই আমাদের বিচার করবেন। তখন যিনি ইস্‌হাকের ত্রাসস্বরূপ তাঁর নামে যাকোব শপথ করলেন।


অব্রাহাম তখন তাকিয়ে দেখলেন তাঁর পিছনে একটি মেষ রয়েছে, সেটির শিং ঝোপে আটকানো। অব্রাহাম সেই মেষটি নিয়ে এসে তাঁর পুত্রের পরিবর্তে বলিদান করে হোমানলে উৎসর্গ করলেন।


পরে তিনি সেখান থেকে বেথেলের পূর্ব দিকে পার্বত্য অঞ্চলে গিয়ে পশ্চিমে বেথেল ও পূর্ব দিকে অয় নগরের মধ্যবর্তীস্থানে শিবির স্থাপন করলেন। তিনি সেখানেও প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করে তাঁর আরাধনা করলেন।


পরে নোহ প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী নির্মাণ করলেন এবং প্রত্যেক জাতের শুচি পশু ও পাখিদের মধ্যে থেকে কতকগুলিকে বেছে নিয়ে সেই বেদীর উপরে হোমাগ্নিতে উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বর সেই হোমের সুরভি আঘ্রাণ করে মনে মনে বললেন,


হেবলও নিজর মেষপাল থেকে প্রথমজাত উৎকৃষ্ট একটি মেষ উৎসর্গ করল। প্রভু হেবলের প্রতি প্রসন্ন হলেন ও তার নৈবেদ্য গ্রহণ করলেন।


যাকোব গেলেন মিশর দেশে। তিনি ও আমাদের পূর্বপুরুষেরা সেখানেই বাকী জীবনটা কাটিয়ে দিলেন।


ইসরায়েল তখন বললেন, আমার পুত্র যোষেফ যে এখনও বেঁচে আছে তা-ই যথেষ্ট। মৃত্যুর আগে আমি আবশ্যই গিয়ে তাকে দেখব।


ইসহাকের বংশধরেরা যে সমস্ত স্থানে উপাসনা করে সেই স্থানগুলি ধ্বংস হবে। ইসরায়েলীদের পীঠস্থানগুলিও হবে বিধ্বস্ত। যারবিয়ামের বংশের অন্ত ঘটাব আমি।


ইদোমের পাবর্ত্য অঞ্চলের অধিকার আমি দিলাম এষৌকে কিন্তু যাকোব ও তার সন্তানেরা চলে গেল মিশরে।


তাঁর জ্যেষ্ঠ পুত্রের নাম যোয়েল এবং দ্বিতীয়ের নাম অবিয়, বেরশেবাতে এরা বিচারপদে নিযুক্ত ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন