Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 43:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 যদি তাকে না পাঠান তাহলে আমরা যাব না কারণ তিনি আমাদের বলেছেন, তোমাদের ভাইকে না নিয়ে এলে তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 কিন্তু যদি না পাঠাও তবে যাব না; কেননা সেই ব্যক্তি আমাদেরকে বলেছেন, তোমাদের ভাই তোমাদের সঙ্গে না আসলে তোমরা আমার মুখ দেখতে পাবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 কিন্তু আপনি যদি তাকে না পাঠান, আমরা সেখানে যাব না, কারণ সেই লোকটি আমাদের বলেছিলেন, ‘তোমাদের ভাই যদি তোমাদের সঙ্গে না থাকে তবে তোমরা আর আমার মুখদর্শন করবে না।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কিন্তু যদি না পাঠাও, তবে যাইব না; কেননা সে ব্যক্তি আমাদিগকে বলিয়াছেন, তোমাদের ভাই তোমাদের সঙ্গে না আসিলে তোমরা আমার মুখ দেখিতে পাইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 কিন্তু বিন্যামীনকে না পাঠালে আমরা যাব না। সেই রাজ্যপাল আমাদের সাবধান করে দিয়ে বলেছেন তাকে না নিয়ে আসা চলবে না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কিন্তু যদি না পাঠাও, তবে যাব না;” কারণ সে ব্যক্তি আমাদেরকে বলেছেন, “তোমাদের ভাই তোমাদের সঙ্গে না আসলে তোমরা আমার মুখ দেখতে পাবে না।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 43:5
10 ক্রস রেফারেন্স  

পিতা ও মাতাকে তুমি সম্মান করবে, তাহলে তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন সেই দেশে তুমি দীর্ঘকাল বসবাস করতে পারবে।


আমরা তাঁকে বললাম,আমরা যেতে পারব না, যদি ছোট ভাইটি সঙ্গে যায় তবেই যাব, তা না হলে আমরা সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারব না।


কিন্তু যাকোব বললেন, আমার এই পুত্র তোমাদের সঙ্গে যাবে না। তার ভাই মারা গেছে, সেই শুধু রয়েছে। পথে তার যদি কোন বিপদ ঘটে তাহলে এই বৃদ্ধ বয়সে শোকের বোঝা চাপিয়ে তোমরাই আমাকে কবরে নামিয়ে দেবে।


কিন্তু তোমাদের ছোট ভাইকে অবশ্যই আমার কাছে নিয়ে আসতে হবে, তা হলে তোমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে এবং তোমাদের প্রাণদণ্ড হবে না। তারা এ কথায় রাজী হল।


যিহুদা তাঁকে বলল, সেই ব্যক্তি আমাদের দৃঢ় আদেশ দিয়েছেন, যেন আমাদের ভাইকে সঙ্গে না নিয়ে আমরা তাঁর কাছে না যাই।


আপনি যদি ভাইকে আমাদের সঙ্গে পাঠান তাহলে আমরা খাদ্যশস্য কিনতে যেতে পারি।


ইসরায়েল বললেন, তোমরা কেন আমার এই অমঙ্গল করলে? কেন তোমরা তাঁকে বলতে গেলে যে তোমাদের আরও এক ভাই আছে?


আপনি তখন এ দাসদের বলেছিলেন, ছোট ভাইকে সঙ্গে নিয়ে না এলে তোমরা আমার দেখা পাবে না।


তোমাদের এখন পরীক্ষা করা হবে। ফারাও-এর দিব্য, তোমাদের ছোট ভাই এখানে না আসা পর্যন্ত তোমরা এখান থেকে যেতে পারবে না।


পরে তিনি আমাদের বললেন, তোমার আবার গিয়ে আমাদের জন্য কিছু খাদ্য কিনে আন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন