Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 43:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 আর প্রত্যেকে দ্বিগুণ টাকা সঙ্গে নাও, তোমাদের বস্তার মুখে যে টাকা পাওয়া গিয়েছিল তা ফেরত দেওয়ার জন্য নিয়ে যাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর নিজ নিজ হাতে দ্বিগুণ টাকা নাও এবং তোমাদের বস্তার মুখে যে টাকা ফিরে এসেছে, তাও হাতে করে পুনরায় নিয়ে যাও; কি জানি, হয়তোবা তাদের ভুল হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তোমরা নিজেদের সঙ্গে দ্বিগুণ পরিমাণ রুপো নাও, কারণ সেই রুপোগুলি তোমাদের ফেরত দিতে হবে যা তোমাদের বস্তার মুখে রেখে দেওয়া হয়েছিল। হয়তো ভুলবশতই তা হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর আপন আপন হস্তে দ্বিগুণ টাকা লও, এবং তোমাদের ছালার মুখে যে টাকা ফিরিয়া আসিয়াছে, তাহাও হস্তে করিয়া পুনরায় লইয়া যাও;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 এইবার তোমাদের সঙ্গে দ্বিগুন টাকা নিও। গতবার দাম মেটাবার পর যে টাকা তোমাদের কাছে ফেরৎ‌ এসেছিল তা সঙ্গে নাও। হতে পারে রাজ্যপালের ভুল হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আর নিজের নিজের হাতে দ্বিগুন টাকা নাও এবং তোমাদের থলির মুখে যে টাকা ফিরে এসেছে তাও হাতে করে আবার নিয়ে যাও কি জানি বা ভুল হয়েছিল

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 43:12
12 ক্রস রেফারেন্স  

তারপর যোষেফ নির্দেশ দিলেন যেন তাদের বস্তাগুলিতে শস্য বোঝাই করে দেওয়া হয় এবং প্রত্যেকের টাকা যেন তাদের বস্তার মধ্যেই রেখে দেওয়া হয়, আর তাদের যাত্রাপথের রসদও দেওয়া হয়। সেই মতই করা হল।


শস্যের বস্তা খোলার পর প্রত্যেকেই নিজের বস্তার মধ্যে তার টাকার থলি দেখতে পেল। টাকার থলিগুলো দেখে তাদের পিতা এবং তারা সকলেই খুব আতঙ্কিত হয়ে উঠলেন।


যীশু খ্রীষ্ট কাল যেমন ছিলেন, আজও তেমনি আছেন এবং চিরকাল একই থাকবেন।


কিন্তু সব কিছুই যাচাই করে দেখবে এবং যা ভাল তা-ই গ্রহণ করবে।


কেউ যেন সংযমের বাঁধ ভেঙ্গে এ বিষয়ে তার সমাজের কাউকে প্রতারণা না করে। কারণ আমরা এর আগেও তোমাদের সাবধান করেছি, সতর্ক করে দিয়েছি যে প্রভু এসব অনাচারের প্রতিফল দিয়ে থাকেন।


শেষ কথা এই, বন্ধুগণ, যা কিছু সত্য, যা কিছু মহান, ন্যায়সঙ্গত, নির্মল, আদরণীয়, আকর্ষণীয় এবং যা কিছু উৎকৃষ্ট ও প্রশংসনীয়, সেই সমস্ত বিষয়ে তোমাদের অন্তর পূর্ণ থাকুক।


কারণ কেবলমাত্র প্রভুর কাছে নয়, মানুষের দৃষ্টিতেও সৎ থাকা আমাদের লক্ষ্য।


তোমরা পরস্পরের কাছে ভালবাসার ঋণ ছাড়া আর কোন ঋণে আবদ্ধ থেক না। এভাবে যে চলে, সে বিধানের শর্ত সম্পূর্ণরূপে পালন করে।


জ্ঞানের অহঙ্কার করো না। অনিষ্টের প্রতিশোধে অনিষ্ট করো না। সকলের বিচারে যা ভাল মনে হবে তাই করার চেষ্টা কর।


হয়তো ভুলবশতঃই এমন হয়েছিল। তোমাদের ভাইকেও সঙ্গে নিয়ে তাঁর কাছে চলে যাও।


কিন্তু ফেরার পথে এক জায়গায় রাত কাটাতে গিয়ে আমাদের বস্তা খুলে দেখলাম প্রত্যেকের বস্তার মুখে তার পুরো টাকাটাই রয়েছে। আমরা সেই টাকা ফেরত নিয়ে এসেছি। তাছাড়াও খাদ্য কেনার জন্য আরও টাকা এনেছি।


আমাদের বস্তায় সেই টাকা কে রেখেছিল তা জানি না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন