Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 43:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 ইসরায়েল তাদের বললেন, যদি তা-ই করতে হয় তবে এক কাজ কর, তোমরা প্রত্যেকে নিজ নিজ বস্তায় এদেশের বিখ্যাত দ্রব্য—গুগ্‌গুল, মধু, সুগন্ধি মশলা, গন্ধরস, পেস্তা ও বাদাম কিছু কিছু নিয়ে গিয়ে সেই ব্যক্তিকে উপহার দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তখন তাঁদের পিতা ইসরাইল তাঁদেরকে বললেন, যদি তা-ই হয় তবে এক কাজ করো; তোমরা নিজ নিজ থলিতে এই দেশের উৎকৃষ্ট দ্রব্য— গুগ্‌গুল, মধু, সুগন্ধি দ্রব্য, গন্ধরস, পেস্তা ও বাদাম কিছু কিছু নিয়ে গিয়ে সেই ব্যক্তিকে উপহার দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তখন তাঁদের বাবা ইস্রায়েল তাঁদের বললেন, “যদি তা আবশ্যক হয়, তবে এরকম করো: তোমাদের বস্তাগুলিতে এদেশের শ্রেষ্ঠ দ্রব্যগুলির মধ্যে কিছু কিছু নিয়ে রাখো ও এক উপহারসামগ্রীরূপে সেগুলি সেই লোকটির কাছে নিয়ে যাও—যেমন সামান্য কিছু গুগ্‌গুল ও সামান্য কিছু মধু, কিছু মশলাপাতি ও গন্ধরস, কিছু পেস্তাবাদাম ও কাঠবাদাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তখন তাঁহাদের পিতা ইস্রায়েল তাঁহাদিগকে কহিলেন, যদি তাহাই হয়, তবে এক কর্ম্ম কর; তোমরা আপন আপন পাত্রে এই দেশের প্রশংসিত দ্রব্য,—গুগ্‌গুলু, মধু, সুগন্ধি দ্রব্য, গন্ধরস, পেস্তা ও বাদাম কিছু কিছু লইয়া গিয়া সেই ব্যক্তিকে উপঢৌকন দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 তখন তাদের পিতা ইস্রায়েল বললেন, “এই যদি সত্যি হয় তবে বিন্যামীনকে তোমাদের সঙ্গে নাও। কিন্তু রাজ্যপালের জন্য কিছু উপহার নিয়ে যেও। সেই সমস্ত জিনিস যা আমরা আমাদের দেশে সংগ্রহ করেছি তা নিয়ে যাও। তার জন্য মধু, পেস্তা, বাদাম, ধূনো, আঠা এবং সুগন্ধদ্রব্য এইসব নিয়ে যাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তখন তাঁদের বাবা ইস্রায়েল তাঁদেরকে বললেন, “যদি তাই হয়, তবে এক কাজ কর; তোমরা নিজের নিজের পাত্রে এই দেশের সেরা জিনিস, গুগগুলু, মধু, সুগন্ধি জিনিস, গন্ধরস, পেস্তা ও বাদাম কিছু কিছু নিয়ে গিয়ে সেই ব্যক্তিকে উপহার দাও।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 43:11
37 ক্রস রেফারেন্স  

এমন সময় তারা দেখতে পেল গিলিয়দ থেকে একদল ইশ্মায়েলী ব্যবসায়ী আসছে। তারা উটের পিঠে নানারকম সুগন্ধি দ্রব্য, গুগ্‌গুল, আতর, ধূপ ইত্যাদি সওদা চাপিয়ে মিশরের দিকে যাচ্ছিল।


গিলিয়দে কি কোনও স্নিগ্ধ প্রলেপ নেই? নেই কি সেখানে কোনও চিকিৎসক? তবে, কেন আমার স্বজাতির মানুষ সুস্থ হয় নি?


যিহুদীয়া তোমার পণ্যের বিনিময় মূল্যস্বরূপ দিত গম, মধু, জলপাই তেল এবং মশলা।


মান্যগণ্য ব্যক্তির সাক্ষাৎ করতে হলে, উপহার নিয়ে যেতে হয়, এতে সহজে সাক্ষাতের সুযোগ পাওয়া যায়।


শৌল তাঁর দাসকে বললেন, দেখ, যদি আমরা যাই তবে তাঁর জন্য কি নিয়ে যাব? আমাদের থলির রুটি ফুরিয়ে গেছে। ঈশ্বরভক্ত এই ব্যক্তিকে উপহার দেওয়ার মত কিছুই আমাদের নেই, কিছু আছে কি?


তাঁকে আমরা কিছুতেই রাজী করাতে পারলাম না। শেষে আমরা হাল ছেড়ে দিয়ে বললাম, প্রভুর ইচ্ছাই পূর্ণ হোক!


রোডস দ্বীপের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করত, সমুদ্রের উপকূলবর্তী দেশগুলির বহু লোক তোমায় গজদন্ত আর আবলুস কাঠ দিয়ে কিনে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার।


লবঙ্গ, দারুচিনি, ধূপ-গুগ্‌গুল, সুরভি আতর অজস্র সম্ভারে যেন সাজানো কানন ভূমি।


তুমি প্রিয়তমা হে বঁধু আমার পরম তৃপ্তি তব প্রেমে মোর, মদিরাও মানে হার তোমার প্রেমের কাছে, দেহ সৌরভ তব—সেও যে সবের সেরা।


কেউ যদি তোমার উপর ক্রুদ্ধ হয় তাহলে সবার অলক্ষ্যে তাকে কিছু উপহার দিলে সে শান্ত হবে


সকলেই উচ্চপদস্থ লোকের অনুগ্রহ চায়, যে উদারহস্তে দান করে সকলেই হয় তার বন্ধু।


বুদ্ধিহীন লোকই অন্যের দেনা শোধের প্রতিশ্রুতি দেয়, সকলের সামনে তার জামিন হয়।


তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূর্ণ কর তোমার অঙ্গীকার, আন উপহার হে জাতিবৃন্দ, তাঁর চতুর্দিকে রয়েছ যারা।


তার্শিশ ও দ্বীপপুঞ্জের নৃপতিরা তাঁকে প্রদান করুক উপহার সামগ্রী, শিবা ও সােবার রাজারা আনুক রাজস্ব।


জেরুশালেমে অবস্থিত তোমার মন্দির, নৃপতিরা যেখানে আনে উপহার তোমার উদ্দেশে।


তুমি যাও শুশনের সমস্ত ইহুদীকে একত্র করে আমার জন্য উপবাস ও প্রার্থনা কর। তিনদিন উপবাস কর—রাতে বা দিনে খাদ্যপানীয় কিছুই স্পর্শ করো না। আমিও আমার পরিচারিকাদের সঙ্গে তোমাদের মতই উপবাস করব। তারপর আইন বিরুদ্ধ হলেও আমি রাজার কাছে যাব। এর জন্য যদি আমাকে মরতেও হয়, মরব।


ঠিক এই সময় বালাদানের পুত্র ব্যাবিলনের রাজা মেরোদক-বালাদান রাজা হিষ্কিয়ের অসুস্থতার সংবাদ পেয়ে দূতদের হাতে তাঁর কাছে চিঠি ও উপহার পাঠালেন।


আহস মন্দির ও রাজকোষ থেকে ধনরত্ন নিয়ে আসিরিয়ার সম্রাটের কাছে প্রণামী পাঠিয়ে দিলেন।


বেনহদদ হসায়েল নামে তাঁর এক কর্মচারীকে বললেন, তুমি কিছু উপহার নিয়ে নবীর কাছে যাও এবং আমি সুস্থ হব কিনা এ সম্বন্ধে পরমেশ্বরের কাছে জানার জন্য তাঁকে অনুরােধ কর।


আপনার পিতার সঙ্গে আমার পিতার যে মৈত্রীচুক্তি ছিল, আপনার সঙ্গে আমারও সেই মৈত্রীচুক্তি বজায় থাকুক। আমি আপনার কাছে উপহারস্বরূপ সোনা রূপো পাঠাচ্ছি। ইসরায়েলরাজ বাশার সঙ্গে আপনার যে চুক্তি আছে, বাতিল করুন। তাহলে সে আমার রাজ্য থেকে তার সৈন্য সরিয়ে নেবে।


তাঁরা প্রত্যেকেই সোনা, রূপোর জিনিস, মহার্ঘ পোশাক, অস্ত্র-শস্ত্র, সুগন্ধি দ্রব্য, মশলা, ঘোড়া ও খচ্চর ইত্যাদি উপহার নিয়ে আসত। বছরের পর বছর এমনটিই চলত।


এ ছাড়াও বণিকদের কাছ থেকে আদায় বাবদ শুল্ক, ব্যবসা বাণিজ্যের লাভ, আরবদেশের রাজন্যবর্গ ও ইসরায়েলের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর রাজস্ব আদায় হত।


ইউফ্রেটিস নদীতীর থেকে ফিলিস্তিয়া এমন কি মিশরের সীমা পর্যন্ত শলোমনের রাজ্য বিস্তৃত হয়েছিল। শলোমনের জীবনের শেষদিন পর্যন্ত প্রজারা তাঁকে কর দিত এবং তাঁর বশ্যতা স্বীকার করেছিল।


এখন তাহলে আপনার দাসী আপনার জন্য এই যে উপহার সামগ্রী এনেছে তা আপনার অনুচরদের মধ্যে বিতরণ করার অনুমতি দিন।


সুপক্ক সুস্বাদু ফলের সম্ভারে আর সকল ঋতুর উৎকৃষ্ট ফসলে,


সর্বশক্তিমান ঈশ্বর সেই ব্যক্তির মনে তোমাদের জন্য করুণা সঞ্চার করুন যেন তিনি তোমাদের অন্য ভাই ও বিন্যামীনকে ছেড়ে দেন। আর আমাকে যদি একান্তই পুত্রহীন হতে হয় তবে তা-ই হব।


আমার যথেষ্ট আছে ভাই, তোমার যা কিছু সব তোমারই থাকুক। যাকোব বললেন, আমি যদি আপনার অনুগ্রহ লাভ করে থাকি তা হলে দয়া করে আমার এই সামান্য উপহার গ্রহণ করুন। কারণ আমি ঈশ্বরের মুখ দর্শন করার মতই আপনার শ্রীমুখ দর্শন করলাম, আর আপনিও আমার প্রতি প্রসন্ন হয়েছেন।


কিন্তু তোমাদের আমি বলেছি, তোমরা সেই দেশের অধিকার লাভ করবে, শস্য শ্যামল প্রাচুর্যময় সেই দেশ তোমাদের ভোগদখলের জন্য আমি দেব। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর। অন্যান্য জাতির মধ্য থেকে আমি তোমাদের পৃথক করেছি।


আমরা এতদিন দেরী না করলে এর মধ্যে দুবার সেখান থেকে ঘুরে আসতে পারতাম।


তখন তারা উপহারসামগ্রী জোগাড় করল এবং সঙ্গে দ্বিগুণ টাকা ও বিন্যামীনকে নিয়ে যাত্রা করল। মিশরে গিয়ে তারা যোষেফের সঙ্গে সাক্ষাৎ করল।


যোষেফ দুপুরে বাড়িতে আসবেন শুনে তারা তাঁর জন্য উপহারসামগ্রী সাজিয়ে রাখল। তারা শুনেছিল যে সেখানেই তাদের খাওয়াদাওয়া হবে।


যোষেফ বাড়িতে এলে তারা তাদের উপহারসামগ্রী বাড়ীর মধ্যে তাঁর কাছে নিয়ে এল এবং আভূমি নত হয়ে প্রণাম করল।


শেবা ও রামাহ্‌র বণিকেরা তোমার পণ্যের বিনিময়ে তোমাকে দিয়ে যেত মণিমাণিক, সোনা আর সেরা মশলা।


মিশরীদের কবল থেকে তাদের উদ্ধার করে সুজলা-সুফলা শস্য শ্যামলা সম্পদশালী বিস্তীর্ণ এক মনোরম দেশে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। সেই দেশ কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয় প্রভৃতি জাতির বাসভূমি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন