Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 42:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 যাকোব জানতে পারলেন যে মিশরে খাদ্য শস্য রয়েছে। তখন তিনি তাঁর পুত্রদের বললেন, তোমরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছ কেন?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আর ইয়াকুব দেখলেন যে, মিসর দেশে শস্য আছে, তাই ইয়াকুব তাঁর পুত্রদেরকে বললেন, তোমরা এক জন অন্যজনের দিকে তাকিয়ে আছ কেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 যাকোব যখন জানতে পারলেন যে মিশর দেশে খাদ্যশস্য আছে, তখন তিনি তাঁর ছেলেদের বললেন, “তোমরা কেন শুধু পরস্পরের মুখ দেখাদেখি করছ?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আর যাকোব দেখিলেন যে, মিসর দেশে শস্য আছে, তাই যাকোব আপন পুত্রদিগকে কহিলেন, তোমরা পরস্পর মুখ দেখাদেখি করিতেছ কেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 কনান দেশেও প্রবলভাবে দুর্ভিক্ষ হলো। যাকোব জানতে পারল যে মিশর দেশে শস্য রয়েছে। তাই যাকোব তার পুত্রদের বলল, “আমরা কিছু না করে কেন এখানে বসে রয়েছি?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আর যাকোব দেখলেন যে, মিশর দেশে শস্য আছে, তাই যাকোব নিজের ছেলেদেরকে বললেন, “তোমরা একজন অন্য জনের মুখ দেখাদেখি কেন করছ?”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 42:1
13 ক্রস রেফারেন্স  

কিন্তু যাকোব শুনতে পেলেন যে মিশরে খাদ্যশস্য পাওয়া যাচ্ছে। তখন তিন আমাদের পিতৃপুরুষদের পাঠিয়ে দিলেন সেখানে। মিশরের এই-ই ছিল তাঁদের প্রথম যাত্রা ।


প্রভু পরমেশ্বর যিহোশূয়কে বললেন, ওঠ, কেন তুমি উবুড় হয়এ পড়ে আছ?


বরং তাঁরা দেখলেন যে আমার উপর অর্পিত হয়েছে অইহুদীদের মধ্যে সুসমাচার প্রচারের ভার, যেমন পিতরের উপর অর্পিত ছিল ইহুদীদের মধ্যে সুসমাচার প্রচারের দায়িত্ব।


যখন ইসরায়েল তার রুগ্নতা এবং যিহুদীয়া তার ক্ষত আবিষ্কার করল,তখন ইসরায়েল আসিরিয়ায় গেল, দূত পাঠাল বিরোধী রাজার কাছে। কিন্তু সে সুস্থ করতে পারল না, কারণ ক্ষত নিরাময় করার ক্ষমতাই তার নেই।


ঈশ্বরের প্রজারা বলে, কেন আমরা এখনও বসে আছি? এস, আমরা দুর্গবেষ্টিত শহরগুলিতে পালিয়ে যাই এবং সেখানে গিয়ে মরি। আমাদের প্রভু ঈশ্বর আমাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, বিষ দিয়েছেন আমাদের পান করার জন্য, কারণ আমরা তার বিরুদ্ধে পাপ করেছি।


এই কাজের দায়িত্ব আপনারই হাতে ন্যস্ত। আপনি আমাদের পুরোধা হয়ে এগিয়ে চলুন। আমরা আপনার সঙ্গে আছি।


একথা শুনে এলিয় প্রাণের ভয়ে পালিয়ে গেলেন। নিজের ভৃত্যকে সঙ্গে নিয়ে তিনি গেলেন যিহুদীয়া রাজ্যের বেরশেবাতে।


বজ্রনাদ ও তূর্যধ্বনি শুনে এবং বিদ্যুৎস্ফুরণ ও ধূমায়মান পর্বত দেখে ইসরায়েলীরা ভয়ে কাঁপতে লাগল। তারা দূরে দাঁড়িয়ে রইল।


দৈনিক ইঁট তৈরীর বরাদ্দ কমানো হবে না জেনে ইসরায়েলী মজুর-সর্দারেরা মহাসঙ্কটে পড়ল।


আমি শুনেছি যে মিশরে শস্য আছে, তোমরা সেখানে গিয়ে শস্য কিনে আন। তা হলে আমাদের আর না খেয়ে মরতে হবে না।


সব দেশেই দারুণ দুর্ভিক্ষ হওয়ায়, পৃথিবীর সমস্ত দেশের লোক যোষেফের কাছ থেকে খাদ্যশস্য ক্রয় করার জন্য মিশরে আসতে লাগল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন