Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 41:49 - পবিএ বাইবেল CL Bible (BSI)

49 যোষেফের সংগৃহীত শস্যের পরিমাণ হল সাগরতীরের বালুকারাশির মতই অপরিমেয়। সংগৃহীত শস্যের পরিমাণ এত বেশী হল যে তিনি শেষে পরিমাণ করা স্থগিত রাখলেন, কারণ শস্যের পরিমাপ করা আর সম্ভব ছিল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

49 এভাবে ইউসুফ সমুদ্রের বালুকণার মত এমন প্রচুর শস্য সংগ্রহ করলেন যে তা পরিমাপ করা বন্ধ করে দিলেন, কেননা তা অপরিমেয় ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

49 প্রচুর খাদ্যশস্য, সমুদ্রের বালুকণার মতো করে যোষেফ মজুত করে ফেললেন; তা পরিমাণে এত বেশি ছিল যে তিনি হিসেব রাখা বন্ধ করে দিলেন, কারণ তা অসম্ভব হয়ে পড়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

49 এইরূপে যোষেফ সমুদ্রের বালুকার ন্যায় এমন প্রচুর শস্য সংগ্রহ করিলেন যে, তাহা মাপিতে নিবৃত্ত হইলেন, কেননা তাহা অপরিমেয় ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

49 যোষেফ সমুদ্রের বালির মত এত শস্য সংগ্রহ করলেন যে তা মাপা গেল না কারণ তা মাপা সম্ভব ছিল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

49 এই ভাবে যোষেফ সমুদ্রের বালির মতো এমন প্রচুর শস্য সংগ্রহ করলেন যে, তা মাপা বন্ধ করলেন, কারণ তা পরিমাপের বাইরে ছিল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 41:49
9 ক্রস রেফারেন্স  

তাদের মাঝে তিনি উড়িয়ে আনলেন অসংখ্য বিহঙ্গকুল সাগরবেলার বালুকারাশির মত।


ফিলিস্তিনীরাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হল। ত্রিশ হাজার রথ, ছয় হাজার অশ্বারোহী এবং সমুদ্রতীরের বালুকণার মত অগণিত পদাতিক সৈন্যসহ তারা এসে বেথ-এবনের বিপরীতে দিকে মিকমসে শিবির স্থাপন করল।


মিদিয়নী, অমালেকী এবং পূর্বাঞ্চলের অন্যান্য সমস্ত জাতির অসংখ্য লোক পঙ্গপালের মত উপত্যকাটি ছেয়ে ফেলেছিল। তাদের উটগুলিও ছিল সমুদ্রতীরের বালুরাশির মত অগণিত।


ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের মত তারা নিজেদের তাঁবু ও পশুপাল নিয়ে আসত। কারণ তাদের সঙ্গে থাকত অসংখ্য লোকজন ও অগণিত উট। তারা ইসরায়েলীদের দেশের উৎপন্ন ফসল থেকে শুরু করে সবকিছু নির্মমভাবে শেষ করে দিত।


আমি নিশ্চয়ই তোমাকে প্রচুর বর দান করব। আকাশের নক্ষত্ররাজি ও সমূদ্রতটের বালুকারাশির মত আমি তোমার বংশবৃদ্ধি করব। তোমার বংশধরেরা শত্রুদের পুরী অধিকার করবে।


আমার সেবক দাউদের বংশধরদের এবং লেবী গোষ্ঠীর পুরোহিতদের সংখ্যা আমি এত বৃদ্ধি করব যে তাদের সংখ্যা গণনা করা যাবে না, যেমন গণনা করা যায় না আকাশের তারা ও সাগরবেলার বালুকারাশি।


এ ছাড়াও ছিল সাত হাজার মেষ, তিন হাজার উট, এক হাজার বলদ, পাঁচশো গাধা এবং অনেক দাসদাসী। সমগ্র প্রাচ্য দেশে তিনি ছিলেন সব চেয়ে ধনী ব্যক্তি।


যোষেফ এই বছরগুলিতে মিশরে উৎপন্ন সমস্ত খাদ্যশস্য সংগ্রহ করে নগর সমূহে মজুত করে রাখলেন। প্রত্যেক নগরের সংলগ্ন ক্ষেতের উৎপন্ন ফসল তিনি সেই নগরে সঞ্চয় করে রাখলেন।


দুর্ভিক্ষের বছরগুলি শুরু হওয়ার আগেই ওনের পুরোহিত পটিফেরার কন্যা আসে-নাৎ-এর গর্ভে যোষেফের দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন