Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 41:37 - পবিএ বাইবেল CL Bible (BSI)

37 ফারাও এবং তাঁর অমাত্যবৃন্দ সকলের কাছেই এই পরিকল্পনা ভাল বলে মনে হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

37 তখন ফেরাউন ও তাঁর সমস্ত গোলামের দৃষ্টিতে এই কথা উত্তম মনে হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

37 ফরৌণের ও তাঁর সব কর্মকর্তার কাছে সেই পরিকল্পনাটি বেশ ভালো বলে মনে হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

37 তখন ফরৌণের ও তাঁহার সকল দাসের দৃষ্টিতে এই কথা উত্তম বোধ হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

37 এই পরিকল্পনা ফরৌণের মনপুতঃ হল আর তাঁর আধিকারিকরাও মেনে নিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

37 তখন ফরৌণের ও তাঁর সব দাসের দৃষ্টিতে এই কথা ভালো মনে হল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 41:37
10 ক্রস রেফারেন্স  

তাই তিনি তাঁকে সমস্ত পিবর্যয় থেকে উদ্ধার করেছিলে এবং তাঁকে মেধা ও প্রজ্ঞা দান করে মিশররাজ ফারাও-এর অড়ুগ্রহভাজন করেছিলেন। মিশররাজ তাঁকে মিশরের সর্বোচ্চ শাসক পদে নিযুক্ত করলেন। এমনকি সমগ্র রাজপরিবারের দায়ইত্বভার তাঁর হাতে অর্পণ করলেন।


সময়োপযোগী কথা রূপোর পাত্রে রাখা সোনার আপেলের মতই মনোহর।


সজ্জনের কথা খাঁটি রূপোর মতই মূল্যবান, কিন্তু দুর্জনের চিন্তাভাবনার কোন দাম নেই।


যখন সফল হল তাঁর স্বপ্নের ব্যাখ্যা প্রভু পরমেশ্বর তখন প্রমাণ করলেন তাঁর কথার সত্যতা।


একদিন আহাব নাবোতকে বললেন, তোমার দ্রাক্ষাকুঞ্জটা তো আমার প্রাসাদের কাছেই, ওটা আমাকে দিয়ে দাও। আমি ওখানে সবজির বাগান করব। তুমি যদি চাও এর বদলে আমি তোমাকে আরও ভাল একটা দ্রাক্ষাকুঞ্জ দেব। আর যদি তুমি চাও তবে এর জন্য আমি তোমায় ভাল দাম দেব।


এই ব্যাপারে লক্ষ্য করে লোকেরা খুশী হল। প্রকৃতপক্ষে, রাজার সব কাজেই লোকেরা সন্তুষ্ট ছিল।


পুরোহিত এবং তাঁর সঙ্গে ইসরায়েলী সমাজের নেতৃবৃন্দ ও গোষ্ঠীপ্রধান যাঁরা ছিলেন তাঁর রূবেণ, গহাদ ও মনঃশির বংশধরদের বক্তব্য শুনে সন্তুষ্ট হলেন।


এই খাদ্য মিশরের আগামী সাতটি দুর্ভিক্ষের বছরের জন্য মজুত করা থাকবে তা হলে আর দুর্ভিক্ষে দেশ উচ্ছন্নে যাবো না।


ফারাও তাঁর অমাত্যদের বললেন, এঁর মত দিব্যজ্ঞানসম্পন্ন লোক আমরা আর কোথায় পাব?


ফারাও-এর প্রাসাদে যোষেফের ভাইদের আসার সংবাদ পৌঁছলে ফারাও ও তাঁর অমাত্যবর্গ সকলেই খুব সন্তুষ্ট হলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন