আদিপুস্তক 41:37 - পবিএ বাইবেল CL Bible (BSI)37 ফারাও এবং তাঁর অমাত্যবৃন্দ সকলের কাছেই এই পরিকল্পনা ভাল বলে মনে হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 তখন ফেরাউন ও তাঁর সমস্ত গোলামের দৃষ্টিতে এই কথা উত্তম মনে হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 ফরৌণের ও তাঁর সব কর্মকর্তার কাছে সেই পরিকল্পনাটি বেশ ভালো বলে মনে হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 তখন ফরৌণের ও তাঁহার সকল দাসের দৃষ্টিতে এই কথা উত্তম বোধ হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 এই পরিকল্পনা ফরৌণের মনপুতঃ হল আর তাঁর আধিকারিকরাও মেনে নিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 তখন ফরৌণের ও তাঁর সব দাসের দৃষ্টিতে এই কথা ভালো মনে হল। অধ্যায় দেখুন |